অপরিচিতা গল্পের MCQ – হ্যালো, বন্ধুরা। কেমন আছেন সবাই আশাকরি, সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অপরিচিতা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উওর। আপনারা আমাদের ওয়েবসাইটের বহুনির্বাচনি প্রশ্নের সাথে অন্য কোন ওয়েবসাইটের বহুনির্বাচনি প্রশ্নের সাথে মিল পাবেন না। কারন, আমরা এক লাইন পড়ে পড়ে বহুনির্বাচনি প্রশ্ন গুলো খুজে বের করেছি।
‘অপরিচিতা’ হল একটি ছোট গল্প। ছোট গল্পটি লিখেছেন কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুর। আপনারা যারা এবার এইচ. এস. সি পরীক্ষা দিবেন। তাদের জন্য আমরা অপরিচিতা গল্পের mcq প্রশ্ন ও উত্তর এর নতুন একটি আর্টিকেলটি লেখা হয়েছে। আপনারা আজকের আর্টিকেলটি থেকে অনেক কিছু নতুন বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর পাবেন।
অপরিচিতা গল্পের MCQ প্রশ্নের উত্তর
১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৬১ সালের ৭ই মে
খ. ১৮৪১ সালের ৫ই জুন
গ. ১৮৫২ সালের ৮ই জুলাই
ঘ. ১৮৬১ সালের ১৫ই সেপ্টেম্বর
উত্তরঃ ক. ১৮৬১ সালের ৭ই মে।
২. রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি?
ক. সারদা দেবী খ. ডুবনমোহী দেবী
গ. ভারতী দেবীদ। ঘ. নীরদাসুন্দরী
উত্তরঃ সারদা দেবী।
৩. গল্পগুচ্ছে কয়টি গল্প সংকলিত হয়েছে ?
ক. ৯১টি খ. ৯২টি
গ. ৯৪টি ঘ. ৯৫টি
উত্তর: ৯৫টি।
৪. বাংলা ছোটগল্পের শ্রেষ্ঠ শিল্পী কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কায়কোবাদ
ঘ. প্রমথ চৌধুরী
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
৫. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কি?
ক. গোরা খ. শেষের কবিতা
গ. রাজা ঘ. মুসলমানীর গল্প
উত্তরঃ মুসলমানীর গল্প।
৬. অপরিচিতা গল্পে কোন দীপের উল্লেখ আছে?
ক. আন্দামান দীপ খ. বালি দীপ
গ. হাইকু দীপ ঘ. ক্যারিবীয় দীপ
উত্তরঃ আন্দামান দীপ।
৭. অনুপমের বাবা কী করে জিবিকা নির্বাহ করতেন?
ক. ডাক্তারি খ. মাস্টারি
গ. ব্যবসা ঘ. উকালতি
উত্তরঃ ঘ. উকালতি।
৮. ‘বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে’ – উক্তিটি কার?
ক. মামার খ. শুম্ভনাথের
গ. হরিশের ঘ. মায়ের
উত্তরঃ খ. শুম্ভনাথের।
৯. অনুপম কাকে নিয়ে তীর্থযাত্রা করেছিল?
ক. হরিশকে খ. বিনু দাদাকে
গ. মাকে ঘ. কল্যাণীকে
উত্তরঃ গ. মাকে
১০. গজাননের মায়ের নাম কি?
ক. অন্নদা খ. কল্যানী
গ. অন্নপূর্ণা ঘ. হৈমন্তী
উত্তরঃ গ. অন্নপূর্ণা।
১১. ‘অপরিচিতা’ গল্পের কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে?
ক. হরিশ খ. বিনু
গ. মামা ঘ. মা
উত্তরঃ খ. বিনু।
১২. অনুপম কে শিমুল ফুলের সাথে তুলনা করতে কে?
ক. পন্ডিত মশায় খ. পিতা
গ. মাতা ঘ. বড়দা
উত্তরঃ ক. পন্ডিতমশায়।
১৩. ‘খাটি সোনা বটে’! বলতে বিনু দাদা কি বুঝিয়েছেন?
ক. বনেদি ঘর খ. সুশিল পাত্র
গ. উপযুক্ত পাত্রী ঘ. পণের গয়না
উত্তরঃ গ. উপযুক্ত পাত্রী।
১৪. কল্যাণী স্টেশন হতে কি খাবার কিনে নেয়?
ক. ঝাড়মুড়ি খ. ঝুরিভাজা
গ. চিনেবাদাম ঘ. চানা-মুঠ
উত্তরঃ ঘ. চানা-মুঠ।
১৫. ট্রেনে দেখা হওয়ার সময় কল্যানীয় বয়স কত ছিল?
ক. ১৪/১৫ বছর খ. ১৬/১৭ বছর
গ. ১৭/১৮ বছর ঘ. ১৮/১৯ বছর
উত্তরঃ খ. ১৬/১৭ বছর।
১৬. পরিবারে অনুপমের আসল অভিভাবক কে?
ক. বাবা খ. মা
গ. মামা ঘ. বিনুদা
উত্তরঃ গ. মামা।
১৭. স্টেশনে কি ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে পড়ল?
ক. বই খ. ক্যামেরা
গ. ব্যাগ ঘ. চশমা
উত্তরঃ খ. ক্যামেরা।
১৮. রেল কর্মচারী কয়টি টিকিট বেঞ্চে ঝুলিয়ে ছিলেন?
ক. দুইটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
উত্তরঃ ক. দুইটি।
১৯. এককালে অনুপমের বাবার অবস্থা কেমন ছিল?
ক. ধনী খ. অভিজাত
গ. হতদরিদ্র ঘ. গরিব
উত্তরঃ ঘ. গরিব।
২০. অত্যান্ত আঁট ভাষার বক্তা কে?
ক. অনুপমের মামা খ. হরিশ
গ. বিনুদাদা ঘ. শুম্ভনাথ
উত্তরঃ বিনুদাদা।
২১. স্টেশনে কল্যাণীদের নিতে এসেছিল কে?
ক. কল্যাণীর বাবা খ. বাঙালি চাকর
গ. হিন্দুস্থানি চাকর ঘ. কল্যাণীর বাবার বন্ধু
উত্তরঃ গ. হিন্দুস্থানি চাকর।
২২. ‘অপরিচিতা’ গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
ক. সবুজ পত্র খ. পরিচয়
গ. শিখা ঘ. প্রগতি
উত্তরঃ ক. সবুজ পত্র।
২৩. ‘অপরিচিতা’ কি ধরনের সাহিত্যকর্ম?
ক. ছোটগল্প খ. উপন্যাস
গ. নাটক ঘ. কবিতা
উত্তরঃ ক. ছোট গল্প।
২৪. জড়িমা শব্দের অর্থ কি?
ক. চাকচিক্র খ. জং ধরা
গ. আড়ষ্টতা ঘ. জড়িয়ে থাকা
উত্তরঃ গ. আড়ষ্টতা।
২৫. ‘অপরিচিতা’ গল্পটি প্রকাশিত হয় কত সালে?
ক. ১৩২১ সালে খ. ১৯১৬ সালে
গ. ১৯১৩ সালে ঘ. ১৯১৪ সালে
উত্তরঃ ঘ. ১৯১৪ সালে।
আমাদের শেষকথাঃ
আশাকরি, আপনারা একাদশ শ্রেণির বাংলা অপরিচিতা গল্পের mcq পড়তে পেরেছেন। আমরা অপরিচিতা গল্পের mcq গুলো বই পড়ে তৈরি করেছি। আপনারা আমাদের বহুনির্বাচনি প্রশ্ন গুলো কোন বই বা গাইডে খুঁজে পাবেন না। আশাকরি, আপনাদের HSC পরীক্ষার জন্য আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। আজকের পোস্টটি ভালো লাগলে, আপনার প্রিয় বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।