হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট ২০২৫ দেখার নিয়ম শেয়ার করব।
আপনারা যারা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখার নিয়ম জানেন না। তাদের জন্য আজকের এই আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে, আপনারা খুবই সহজে কারিগরি বোর্ড ফলাফল চেক করতে পারবেন।
কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট 2025
আজ আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তর এর রেজাল্ট দেখার ওয়েবসাইট শেয়ার করব। আপনারা খুবই সহজে (https://bteb.gov.bd/) এই ওয়েবসাইটের মাধ্যমে কারিগরি শিক্ষা বোর্ড ফলাফল খুবই সহজে দেখতে পাবেন।
আপনারা প্রথমে, (http://180.211.162.102:8444/result_arch/index.php) এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আপনাদের বোজার জন্য নিচে স্কিনসর্ট এর বিস্তারিত আলোচনা করা হল।
- আপনারা সবার প্রথমে, ”Select Exam Type” সিলেক্ট করতে হবে।
- তারপর, ”Select Exam Year“ সিলেক্ট করতে হবে।
- এবার, আপনাকে “Type Roll No” এ রোল নং লিখুন।
- এখন, ”Type Reg No (Optional)” কোডটিতে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখুন।
- সর্বশেষ, View Result এ ক্লিক করুন।
- তাহলে, আপনাদের রেজাল্ট দেখতে পাবেন।
কারিগরি রেজাল্ট দেখার নিয়ম
আপনারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমদিত ডিপ্লোমা ইনঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা এগ্রি এবং সল্পমেয়াদী ও অন্যান্য ফলাফল দেখার জন্য (http://180.211.162.102:8444/result_arch/) এই ওয়েবসাইটে পাবেন। আর! এসএসসি পর্যায়, এইচএসসি পর্যায় ও বিএম/ডিকম রেজাল্ট (http://www.educationboardresults.gov.bd/) এই ওয়েবসাইটে পাবেন।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট
আপনারা (https://www.bteb-result.com/) এই ওয়েবসাইট এর মাধ্যম ও কারিগরি শিক্ষাবোর্ড এর রেজাল্ট চেক করতে পারবেন। প্রথমে, এই ওয়েবসাইটে প্রবেশ করার পর মেনু বারে ”রেজাল্ট” অপসানে ক্লিক করলে। আপনারা ডিপ্লোমা ইনঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা এগ্রি এবং সল্পমেয়াদী ও অন্যান্য এই তিনটি রেজাল্ট খুবই সহজে চেক করতে পারবেন।
বিএম রেজাল্ট দেখার নিয়ম
আপনারা যদি, কারিগরি শিক্ষা বোর্ড এর বি এম/ডি কম শাখার ফলাফল চেক করতে চান। তাহলে, আপনারা (https://www.bteb-result.com/bm-result) এই লিংকের মাধ্যমে খুবই সহজে বিএম রেজাল্ট দেখতে পাবেন।
এসএমএস এর মাধ্যমে কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখার নিয়ম
আপনারা চাইলে খুবই সহজে মোবাইলে SMS অপসানের মাধ্যমে কারিগরি শিক্ষা বোর্ড এর রেজাল্ট দেখতে পাবেন। আপনাদের সুবিধার জন্য নিচে এসএমএস এর পদ্ধতি শেয়ার করা হল।
এসএমএস এ রেজাল্ট দেখার নিয়মঃ BTEB <space> পরীক্ষার নাম <space> রোল নম্বর এবং পাঠান 16222 নম্বরে।
আপনাদের সুবিধার জন্য নিচে ইংরেজিতে পরীক্ষার নাম শেয়ার করা হল।
পরীক্ষার নাম | ইংরেজি পরীক্ষা নাম |
এসএসসি (ভোকেশনাল) | SSCV |
দাখিল (ভোকেশনাল) | DAKHILV |
এইচএসসি (ভোকেশনাল) | HSCV |
ডিপ্লোমা-ইন-কমার্স | DCOM |
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং | DIPLOMA |
ডিপ্লোমা ইন টেক্সটাইল | DIPLOMATEX |
ডিপ্লোমা ইন কৃষি | DIPLOMAAGRI |
সমমানের পরীক্ষা | EQUIVALENT |
ট্রেড পরীক্ষা | TRADE |
উদাহরণ – BTEB SSCV 123456 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
বিঃদ্রঃ- SMS এর মাধ্যমে যে কোন পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য প্রথমে BTEB লিখতে হবে। তারপর, যে পরীক্ষার রেজার্ট দেখতে চান সেটি ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখতে হবে। আপনারা নিচের উদাহরণটি দেখলে বুঝতে পারবেন। এবং তারপর রোল নং লিখে ১৬২২২ নাম্বারে মেচেজ সেন্ট করতে হবে।
উদাহরণঃ BTEB HSCV 123456 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
আমাদের শেষকথাঃ
আশাকরি, আপনারা আমাদের ওয়েবসাইট থেকে কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখার নিয়ম বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। আমরা সব সময় প্রত্যেকটা বিষয়ের উপর বিস্তারিত ধারনা দেওয়ার চেষ্টা করি। আজকের আর্টিকেলটি ভালো লাগলে। আপনার প্রিয় বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। ধন্যবাদ