ডিগ্রি ভর্তি রেজাল্ট দেখার নিয়ম ২০২৪

Telegram Group Join Now

হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ডিগ্রি ভর্তি রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম। আশাকরি, আপনারা আজকের আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে, আপনারা খুবই সহজে আপনাদের ডিগ্রি ভর্তি রেজাল্ট চেক করতে পারবেন।

আপনারা যারা, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ১ম বর্ষের ভর্তি রেজাল্ট ২০২৪/ডিগ্রি ভর্তি ফলাফল ২য় মেধা তালিকা ভর্তির জন্য আবেদন করেছেন তাদেরকে এই আর্টিকেল এ স্বাগতম জানাই। কেননা আপনারা যারা ডিগ্রি ভর্তি ফলাফল, ডিগ্রি এডমিশন রেজাল্টডিগ্রি ভর্তি ফলাফল ১ম ও ২য় মেধা তালিকা দেখার নিয়ম গুলো শেয়ার করব। আশাকরি, আপনাদের কষ্ট করে অন্য ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না।

ডিগ্রি ভর্তি রেজাল্ট দেখার নিয়ম

আপনারা যারা, জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি ফলাফল ১ম ও ২য় মেধা তালিকা দেখতে চাচ্ছেন। আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল (www.nu.ac.bd/admissions) এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। এছাড়া, আপনারা আপনাদের মোবাইলের এসএমএস অপসানের মাধ্যমে ও ভর্তি রেজাল্ট চেক করতে পারবেন। আমরা নিচে এসএমএস পদ্ধতি ও শেয়ার করব।

ডিগ্রি ভর্তি রেজাল্ট দেখার লিংক

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ১ম ও ২য় মেধা তালিকার ভর্তি রেজাল্ট দেখার জন্য (www.nu.ac.bd/admissions) এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। আপনাদের সুবিধার জন্য নিচে বিস্তারিত শেয়ার করছি।

ডিগ্রি ভর্তি রেজাল্ট

আপনারা উপরের ওয়েবসাইটে প্রবেশ করার পর এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তবে, চলুন নিচের ধাপ গুলো অনুসরণ করা যাক।

  • সবার প্রথমে, (http://app5.nu.edu.bd/degree) এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • তারপর, আপনারা Applicant’s Account Login (Degree) লেখার নিচে দুটি ফাকা কোড রয়েছে।
  • একটি কোড এ Application Roll No. লেখা আছে (Degree Admission From এ রোল নং পাবেন)।
  • তারপর, (Degree Admission From এ রোল নং পাবেন)

তারপর, সবকিছু সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে। আপনারা নিচের Login বাটনে একটি ক্লিক করবেন। আপনি যদি, ডিগ্রি ১ম/২য় মেরিট লিস্টে সিলেক্ট হন। তাহলে, আপনারা নিচের স্কিনসর্ট এর মত একটি নোটিফিকেশন পাবেন, জাতীয় বিশ্ববিদ্যালয় এর ভর্তির রেজাল্ট দেখার ওয়েবসাইট থেকে।

অনার্স ১ম বর্ষের ভর্তি রেজাল্ট

SMS এর মাধ্যমে ডিগ্রি ভর্তি রেজাল্ট দেখার নিয়ম

আপনারা যদি, উপরের পদ্ধতির মাধ্যমে ভর্তি রেজাল্ট চেক করতে না পারেন। তাহলে, আপনারা এসএমএস সিস্টেম এর মাধ্যমে খুবই সহজে রেজাল্ট চেক করতে পারবেন। তবে, আপনারা যখন এসএমএস পদ্ধতির মাধ্যমে দেখবেন। তখন, আপনাদের প্রতি এসএমএস পাঠানোর জন্য যে কোন অপারেটর ২.৫০ পয়সা চার্জ কাটবে। আপনাদের সুবিধার জন্য নিচে ডিগ্রি ভর্তি রেজাল্ট ২০২৪ দেখার SMS পদ্ধতিটি শেয়ার করা হল।

এসএমএস এ ডিগ্রি ভর্তি রেজাল্ট দেখার নিয়মঃ nu <স্পেস> atdg <স্পেস> roll no টাইপ করে, 16222 নাম্বারে পাঠিয়ে দিন।

SMS Example: nu atdg 123456 টাইপ করে, sent to 16222.

আমাদের শেষকথাঃ

আশাকরি, আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে খুবই সহজে ডিগ্রি ভর্তি রেজাল্ট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরপর ও যদি, কোন কিছু বুঝতে অসুবিধে হয়। আপনারা আমাদের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে, আপনার সমস্যাটি শেয়ার করুন। আর! আমাদের আজকের আর্টিকেলটি ভালো লাগলে। আপনাদের প্রিয় বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। শুভকামনা রইল প্রিয় শিক্ষার্থীদের জন্য।

Telegram Group Join Now

Leave a Comment