দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৪

হ্যালো, প্রিয় ছাত্রছাত্রীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাতে শেয়ার করব। দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম। আপনারা আমাদের আজকের আর্টিকেলটি প্রতম তেকে শেষ পর্যন্ত পড়লে, আপনি ও দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

আপনারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার ফলাফল দেখার জন্য আমাদের ওয়েবসাইটে দেখানো পদ্ধতির মাধ্যমে খুবই সহজে দেখতে পারবেন। তবে, চলুন কথা না বাড়িয়ে আজকের আর্টিকেলটি শুরু করা যাক।

দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট দুটো একই নিয়মের মাধ্যমে চেক করতে পারবেন। আপনারা অনলাইনে দুটি ওয়েবসাইট এবং এসএমএস সিস্টেমেরর মাধ্যমে দাখিল পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন। দাখিল পরীক্ষার ফলাফল দেখার পদ্ধতি গুলো নিচে শেয়ার করা হল।

এসএসসি রেজাল্ট ২০২৪

  • সর্ব প্রথম, আপনাদের (http://www.educationboardresults.gov.bd/) এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • তারপর, Examination এর অপসানটিতে SSC/Dakhil সিলেক্ট করতে হবে।
  • এবার, Year অপসানটিতে পরীক্ষার সাল সিলেক্ট করতে হবে।
  • তারপর, Board সিলেক্ট করতে হবে।
  • তারপর, আপনার নিজ নিজ এডমিট কার্ড এর Roll এবং Reg No. ইংরেজিতে লিখতে হবে।
  • তারপর, বাম সাইটে দুটি সংখ্যা দেওয়া থাকবে। তার যোগফল ওই কোড এ লিখতে হবে। যেমন: ২+২=৪ এমন।

উপরের সব কিছু সঠিক ভাবে পূরণ করা হয়ে গেলে, আপনাকে এবার Submit বাটনে একটা ক্লিক করতে হবে। তাহলে, আপনারা খুবই সহজে এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন। আপনারা যদি, রেজাল্ট প্রকাশিত করার দিন রেজাল্ট চেক করতে না পারেন। তাহলে, আপনারা অবশ্যই নিচের ওয়েবসাইটের পদ্ধতিটি অনুসরণ করুন

দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৪

আপনারা যদি, উপরের ওয়েবসাইটের সার্ভার জনিত সমস্যার কারণে, রেজাল্ট চেক করতে না পারেন। তাহলে, আপনারা নিচের ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবেন। দাখির পরীক্ষার ফলাফল দেখার জন্য, দ্বিতীয় ওয়েবসাইটটির পদ্ধতি বা নিয়ম শেয়ার করা হল।

SSC Result Rajshahi Board

  • আপনাদের সবার প্রথমে, (https://eboardresults.com/) এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • তারপর, Name of Examination এর অপসানটিতে SSC/Dakhil/Equivalent সিলেক্ট করতে হবে।
  • এবার, Year of Examination এর অপসানটিতে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার সাল সিলেক্ট করতে হবে।
  • তারপর, Name of Board এ আপনাদের নিজ নিজ বোর্ডের নাম সিলেক্টট করতে হবে।
  • এখন, Type of Result এর অপসানটিতে Ind সিলেক্ট করতে হবে।
  • তারপর, আপনাদের নিজ নিজ এডমিট কার্ড এর Roll এবং Reg No দুটি ইংরেজিতে লিখতে হবে।
  • তারপর, Security Key (4 digits) এর অপসানটিতে বামপাশের ছবিতে অদৃশ্য ৪ সংখ্যার কোড থাকবে। আপনাকে সেটি লিখতে হবে।

সর্বশেষ, সব কিছু সঠিক ভাবে পূরন করা হয়ে গেলে। আপনাকে এবার View Result এ একটি ক্লিক করতে হবে। তাহলে, আপনারা খুবই সহজে আপনাদের দাখিল পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।

SMS এর মাধ্যমে দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

এসএমএস এর মাধ্যমে দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনাদের মোবাইলের ম্যাচেজ অপসান থেকে একটি মেচেজ পাঠাতে হবে। মেচেজ অপসানে গিয়ে টাইপ করতে হবে Dakhil <স্পেস> Board <স্পেস> Roll <স্পেস> 2024 and পাঠিয়ে দিন, 16222 নাম্বারে। আপনাদের সুবিধার জন্য নিচে SMS এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম শেয়ার করা হল।

SMS এর মাধ্যমে দাখিল পরীক্ষার রেজাল্ট নিয়মঃ Dakhil <স্পেস> Board Name<স্পেস> Roll <স্পেস> Year টাইপ করে পাঠিয়ে দিন, 16222 নাম্বারে।

উদাহরনঃ Dakhil DHA 123456 2024 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

আমাদের শেষকথাঃ

আশাকরি, আপনারা খুবই সহজে দাখিল পরীক্ষার রেজাল্ট চেক করতে পেরেছেন। আমাদের আজকের আর্টিকেলটি ভালো লাগলে। আপনারা প্রিয় বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন। আর! কোন কিছু বুঝতে অসুবিধে হলে, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে। আপনার সমস্যার কথা খুলে বলুন। ধন্যবাদ

About Admision Notes

Check Also

যশোর বোর্ড এসএসসি রেজাল্ট

যশোর বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪

হ্যালো, প্রিয় ছাত্রছাত্রীরা। কেমন আছ সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাতের সাথে শেয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *