হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাসি পিসি গল্পের MCQ প্রশ্ন ও উত্তর PDF শেয়ার করব। আশাকরি, আপনারা অরো নতুন কিছু “মাসি পিসি” গল্পের বহুনির্বাচনী টিক এর বিষয়ে জানতে পারবেন।
“মাসি পিসি” গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। এই গল্পটি একাদ্বশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তবে, আপনারা ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ও এই বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তরগুলো পড়তে পারেন। আপনাদের সব কিছু মাথায় রেখে আমরা কয়েকটি মাসি পিসি গল্পের টিকচিহ্ন সহ প্রশ্ন ও উত্তর তৈরি করেছি।
মাসি পিসি গল্পের MCQ প্রশ্ন ও উত্তর PDF
১. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহন করেন?
ক. ১৮০৮ খ. ১৯০৮
গ. ১৮৩৯ ঘ. ১৯৩৯
উত্তরঃ খ. ১৯০৮
২. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কোথায়?
ক. চাঁদপুরের জেলেপল্লিতে
খ.কলকাতার কালীঘাটে
গ. ঢাকার বিক্রমপ্ররে
ঘ. বিহারের সাঁওতাল পরগনায়
উত্তরঃ ঘ. বিহারের সাঁওতাল পরগনায়।
৩. মানিক বন্দ্যোপাধ্যায় কী হিসাবে বাংলা সাহিত্যে খ্যাতিমান?
ক. উপন্যাস ও প্রবন্ধ লেখক
খ. প্রবন্ধ ও নাটক লেখক
গ. নাটক ও উপন্যাস লেখক
ঘ. উপন্যাস ও ছোটগল্প লেখক
উত্তরঃ ঘ. উপন্যাস ও ছোটগল্প লেখক।
৪. মানিক বন্দ্যোপাধ্যায় বাজি ধরে লিখেছিলেন কোন গল্প?
ক. অতসীমামী খ. টিকটিকি
গ. হলুদ পোড়া ঘ. সরীসৃপ
উত্তরঃ ক. অতসীমামী।
৫. মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?
ক. ৪৭ বছর খ. ৫০ বছর
গ. ৪৮ বছর ঘ. ৪৯ বছর
উত্তরঃ গ. ৪৮ বছর।
৬. কত বছর বয়সে মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম লেখা প্রকাশিত হয়?
ক. ২০ বছর খ. ১৯ বছর
গ. ১৮ বছর ঘ. ১৫ বছর
উত্তরঃ ক. ২০ বছর।
৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য রচনার ব্যাপ্তি কত বছর?
ক. ২৯ বছর খ. ২৮ বছর
গ. ৩৯ বছর ঘ. ৪৯ বছর
উত্তরঃ ক. ২৮ বছর।
৯. ‘সরীসৃপ’মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কোন ধরনের রচনা?
ক. নাটক খ. ছোটগল্প
গ. উপন্যাস ঘ. প্রবন্ধ
উত্তরঃ খ. ছোটগল্প।
১০. মানিক বন্দ্যোপাধ্যায় মূলত কোন প্রকৃতির ছিলেন?
ক. নীতিমনস্ক খ. ধর্মমনস্ক
গ. সংস্কারমনস্ক ঘ. বিজ্ঞানমনস্ক
উত্তরঃ ঘ. বিজ্ঞানমনস্ক।
১১.‘পুতুল নাচের ইতিকথা’মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রচনা?
ক. উপন্যাস খ. ছোটগল্প
গ. নাটক ঘ. পালাগান
উত্তরঃ ক. উপন্যাস।
১২.‘দিবারাত্রির কাব্য’মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রচনা?
ক. ছোটগল্প খ. উপন্যাস
গ. নাটক ঘ. পালাগান
উত্তরঃ খ. উপন্যাস।
১৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোন জেলায়?
ক. বিক্রমপুর খ. মানিকগঞ্জ
গ. শয়ীয়তপুর ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ ক. বিক্রমপুর।
১৪. মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় মৃত্যবরণ করেন?
ক. কলকাতায় খ. বিক্রমপুর
গ. ঢাকায় ঘ. বিহারে
উত্তরঃ ক. কলকাতায়।
১৫. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যবরণ করেন?
ক. ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর
খ. ১৯৫৬ সালের ৪ ডিসেম্বর
গ. ১৯৫৬ সালের ৫ ডিসেম্বর
ঘ. ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর
উত্তরঃ ক. ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর।
১৬. মানিক বন্দ্যোপাধ্যায় বাজি ধরে লিখেছিলেন কোন গল্প?
ক. অতসীমামী খ. সরীসৃপ
গ. টিকটিকি ঘ. হলুদ পোড়া
উত্তরঃ ক. অতসীমামী।
১৭. কোন শ্রেণীতে পড়ার সময় মানিক বন্দ্যোপাধ্যায় ‘অতসীমামী’গল্প লিখে খ্যাতি অর্জন করেন?
ক. বিএসসি খ. এসএসসি
গ. বিএ ঘ. এইচএসসি
উত্তরঃ ক. বিএসসি।
১৮. মানিক বন্দ্যোপাধ্যায় কাদের সঙ্গে বাজি রেখে ‘অতসীমামী’গল্প রচনা করেন?
ক. বন্ধুদের খ. প্রতিবেশীদের
গ. শিক্ষকদের ঘ. সমালোচকদের
উত্তরঃ ক. বন্ধুদের।
১৯. ‘প্রাগৈতিহাসিক’ছোটগল্পের রচয়িতা কে?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মোতাহের হোসেন চৌধুরী
উত্তরঃ ক. মানিক বন্দ্যোপাধ্যায়।
২০. কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?
ক. ১ জন খ. ২ জন
গ. ৩ জন ঘ. ৭ জন
উত্তরঃ গ. ৩ জন।
২১. সারতি কী কাঠের তৈরি?
ক. তাল বা শাল খ. জাম বা শাল
গ. আম বা তাল ঘ. গাব বা তাল
উত্তরঃ ক. তাল বা শাল।
২২. মাসি-পিসির সালতির গতি ঠেকানোর কারণ কী?
ক. জগুর আহ্বান
খ. কৈলাশের আহ্বান
গ. বৃদ্ধ লোকটির অসুস্থতা
ঘ. আহ্লাদির অসুস্থতা
উত্তরঃ খ. কৈলাশের আহ্বান।
২৩. ‘মাসি-পিসি’গল্পে অল্পদিন আগে কার মেয়েটা শ্বশুর বাড়িতে মরছে?
ক. রহমানের খ. কৈলাশের
গ. গোকুলের ঘ. কানাইয়ের
উত্তরঃ ক. রহমানের।
২৪. ‘মাসি-পিসি’গল্পে জগু কে?
ক. আহ্লাদির স্বামী
খ. মাসির স্বামী
গ. পিসির স্বামী
ঘ. রহমানের মেয়ের স্বামী
উত্তরঃ ক. আহ্লাদির স্বামী।
২৫. পাড়ার লোক ছুটে এলে মাসি-পিসি কার কার চৌদ্দপুরুষ উদ্ধার করতে সাহস পায়?
ক. গোকুল ও দারোগাবাবুর
খ. গোকুল ও কৈলেশের
গ. দারোগাবাবু ও জগুর
ঘ. জগু ও কৈলেশের
উত্তরঃ ক. গোকুল ও দারোগাবাবুর।
২৬. ‘মাসি-পিসি’গল্পে‘বেলা আর নেই কৈলেশ’- উক্তিটি কার?
ক. পিসির খ. মাসির
গ. জগুর ঘ. আহ্লাদির
উত্তরঃ খ. মাসির।
২৭. মাসি-পিসি আহ্লাদিকে কোথায় পাঠাতে নারাজ?
ক. স্কুলে খ. কাজে
গ. শহরে ঘ. শ্বশুরবাড়িতে
উত্তরঃ ঘ. শ্বশুরবাড়িতে।
বিঃদ্রঃ- আপনার মাথায় যদি, কোন Mashi Pishi MCQ আসে। তাহলে, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আপনাদের বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের ওয়েবসাইটে যুক্ত করব।
আমাদের শেষকথাঃ
আশাকরি, আপনারা আজকের পোস্টটি পড়ে, মাসি পিসি গল্পের MCQ বহুনির্বাচনি প্রশ্ন ও উওর বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। আজকের পোস্টটি যদি, ভালো লাগে। তবে, আপনার বন্ধু-বান্ধবীর সাথে শেয়ার করুন। আর! নিত্য নতুন যে কোন গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ