হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। লালসালু উপন্যাসের MCQ ও প্রশ্ন উত্তর। আপনারা যারা, এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করতে যাচ্ছেন অথবা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাদের জন্য আমাদের আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ন হবে।
আমরা শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে, লালসালু উপন্যাসের মূলভাব থেকে ও বহুনির্বাচনী প্রশ্ন তৈরি করেছি। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে একাদশ-দ্বাদশ শ্রেণীর বাংলা বইয়ের সকল অধ্যয়ের MCQ প্রশ্ন সমাধান পাবেন। এছাড়া, তোমরা যারা গাইড বই বা সাজেশন কিনতে পারনি। তারা, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে লালসালু উপন্যাসের এমসিকিউ পড়তে পার।
লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর
১. লালসালু উপন্যাসের লেখক কে?
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ্ খ. কাজী নজরুল ইসলাম
গ. আল মাহমুদ ঘ. আহসান হাবীব
উত্তরঃ ক. সৈয়দ ওয়ালীউল্লাহ্।
২. লালসালু উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কি?
ক. The Tree Without Roots খ. Tree Without Roots
গ. The Without Roots ঘ. The Tree Roots
উত্তরঃ খ. Tree Without Roots.
৩. লালসালু উপন্যাসের পটভূমি কি?
ক. রাজনীতি খ. ধর্মনীতি
গ. উদ্বাস্ত্র সমাজ ঘ. গ্রামীণ সমাজ
উত্তরঃ ঘ. গ্রামীণ সমাজ।
৪. লালসালু উপন্যাসের মূল উপজীব্য কি?
ক. ধর্মীয় ভণ্ডামীর নিখুঁত চিত্র খ. কৃষকের জীবনের করুণ চিত্র
গ. নারীর বন্দীদশার করুণ চিত্র ঘ. ধর্মীয় মূল্যবোধ সৃষ্টির চিত্র
উত্তরঃ ধর্মীয় ভণ্ডামীর নিখুঁত চিত্র।
৫. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯২২ সালের ২৫ আগস্ট খ. ১৯২২ সালের ১৫ আগস্ট
গ. ১৯২২ সালের ৫ আগস্ট ঘ. ১৯২২ সালের ২৬ আগস্ট
উত্তরঃ খ. ১৯২২ সালের ১৫ আগস্ট।
৬. সৈয়দ ওয়ালীউল্লাহ সর্বশেষ কর্মস্থল কোনটি?
ক. প্যারিস খ. লন্ডন
গ. করাচি ঘ. ঢাকা
উত্তরঃ ক. প্যারিস।
৭. সৈয়দ ওয়ালীউল্লাহ স্ত্রীর নাম কি?
ক. আন্-মারি লুই রোজিতা মার্সেল তিবো
খ. আন্-মারি লুই রোসনি মার্সেল তিবো
গ. আন্-মারি লুই রোজনী মার্সেল তিবো
ঘ. আন্-মারি লুই সোজিতা মার্সেল তিবো
উত্তরঃ ক. আন্-মারি লুই রোজিতা মার্সেল তিবো।
৮. সৈয়দ ওয়ালীউল্লাহ মায়ের নাম কি?
ক. নাসিম আরা খাতুন খ. সাজিদা খাতুন
গ. কুলসুম অক্তার ঘ. জেসমিন খাতুন
উত্তরঃ ক. নাসিম আরা খাতুন।
৯. সৈয়দ ওয়ালীউল্লাহ পিতার নাম কি?
ক. সৈয়দ আহমদ উল্লাহ খ. সৈয়দ আবদুল অলীম
গ. সৈয়দ ওসমান আরী ঘ. সৈয়দ কাজী আবু জাফর
উত্তরঃ ক. সৈয়দ আহমদ উল্লাহ।
১০. লালসালু উপন্যাসের প্রধান ভিত্তি কি?
ক. চরিত্র খ. প্লট
গ. সংলাপ ঘ. শৈলী
উত্তরঃ খ. প্লট।
১১. লালসালু উপন্যাসের ভাষাগত অবয়ব সংস্থানের ভিত্তি কি?
ক. চরিত্র খ. প্লট
গ. সংলাপ ঘ. শৈলী
উত্তরঃ ঘ. শৈলী।
১২. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় মৃত্যুবরণ করেন?
ক. প্যারিস খ. রোম
গ. লন্ডন ঘ. চট্রগ্রাম
উত্তরঃ ক. প্যারিস।
১৩. ‘উপন্যাস’ -এর ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Story খ. Small Story
গ. Novel ঘ. Big Story
উত্তরঃগ. Novel.
১৪. উপন্যাসের প্রধান উপজীব্য বিষয় কি?
ক. চরিত্র-চিত্রণ খ. মানুষের জীবন
গ. লেখকের জীবনি ঘ. বিশ্বাসযোগ্য কাহনী
উত্তরঃ খ. মানুষের জীবন।
১৫. ‘লালসালু’ কোন শ্রেণির উপন্যাস?
ক. সামাজিক খ. রুপক
গ. মনস্তাত্ত্বিক ঘ. আঞ্চলিক
উত্তরঃ ক. সামাজিক।
১৬. ‘লালসালু’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৯৪৮ খ. ১৯৪৭
গ. ১৯৪৯ ঘ. ২৯৫০
উত্তরঃ ক. ১৯৪৮ সালে।
১৭. ‘লালসালু’ উপন্যাসের নায়িকা চরিত্র কোনটি?
ক. রহিমা খ. জমিলা
গ. হাসুনির মা ঘ. আমেনা
উত্তরঃ খ. জমিলা।
১৮. ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত সকল ঘটনার নিয়ন্ত্রক কে?
ক. খালেক ব্যাপারী খ. মজিদ
গ. আমেনা ঘ. আক্কাস
উত্তরঃ খ. মজিদ।
১৯. মজিদের কথা অনুযায়ী আক্কাসের বদ মতলব কোনটি?
ক. স্কুল প্রতিষ্ঠা করা খ. দাড়ি না রাখা
গ. নামাজ না পড়া ঘ. কবর জেয়ারত করা
উত্তরঃ ক. স্কুল প্রতিষ্ঠা করা।
২০. ‘লালসালু’ উপন্যাসে মতিগঞ্জের সড়ক থেকে মহব্বতনগর গ্রাম কোন দিকে?
ক. পূর্ব খ. পশ্চিম
গ. দক্ষিন ঘ. উত্তর
উত্তরঃ ঘ. উত্তর।
২১. ‘মরা মানুষ জিন্দা হয় ক্যামনে?’ উক্তিটি কার?
ক. মজিদের খ. কাদেরের
গ. আমেনা ঘ. জমিলা
উত্তরঃ ক. মজিদের।
২২. “____ কী মিঞা? তোমার দিলে কি ময়লা আছে?” – উক্তিটি কার?
ক. পির সাহেবের খ. খালেক ব্যাপারীর
গ. মজিদের ঘ. আক্কাস
উত্তরঃ গ. মজিদের।
২৩. ‘লালসালু’ উপন্যাসে উল্লেখিত ‘খোদার এলেমে বুক ভরে না’ কেন?
ক. কুসংস্কারের জন্যে খ. স্বার্থপরতার জন্যে
গ. স্বাধীনতার জন্যে ঘ. তলার পেট শূন্য বলে
উত্তরঃ ঘ. তলার পেট শূন্য বলে।
২৪. মজিদের বর্ণনায় রহিমার পেটে কত প্যাঁচের বেড়ি রয়েছে?
ক. চৌদ্দ খ. পনের
গ. বারো ঘ. তেরো
উত্তরঃ ক. চৌদ্দ।
২৫. ‘লালনালু’ উপন্যাসের বর্ণনায় কোথাকার মানুষেরা অশিক্ষিত বর্বর?
ক. গারো পাহাড়ে খ. মধুপুরের
গ. মতিগঞ্জের ঘ. মহব্বতনগরের
উত্তরঃ ক. গারো পাহাড়ে।
২৬. ‘লালসালু’ উপন্যাসে হাঁপানি রোগী কে?
ক. হাসুনির মা খ. সোলেমানের বাপ
গ. মজিদ ঘ. কালুমতি
উত্তরঃ খ. সোলেমানের বাপ।
২৭. ‘লালসালু’ উপন্যাসে শিকারির একাগ্রতা কার চোখে?
ক. মজিদের খ. তাহেরের
গ. কাদেরের ঘ. কালুমতির
উত্তরঃ খ. তাহেরের।
২৮. মধুপুর তেকে গারো পাহাড় কত দিনের পথ?
ক. দুই খ. চার
গ. তিন ঘ. এক
উত্তরঃ গ. তিন।
২৯. ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত দিনমান ক্ষণের সবুর কীসের মালিক?
ক. কবরের খ. ফাঁসির
গ. অধীরতার ঘ. অধৈর্যের
উত্তরঃ খ. ফাঁসির।
৩০. মজিদের বর্ণনায় রহিমার পেটে কত প্যাঁচের বেড়ি রয়েছে?
ক. চৌদ্দ খ. সাত
গ. বারো ঘ. পনের
উত্তরঃ ক. চৌদ্দ।
৩১. তোমার দাড়ি কই মিঞা? – কাকে বলা হয়েছে?
ক. আক্কাস খ. কাদের
গ. তাহের ঘ. আমেনা
উত্তরঃ ক. আক্কাস।
৩২. ’মাজারটি তার শক্তির মূল’ বলতে কি বোঝানো হয়েছে?
ক. অনুরাগ খ. ভীতি
গ. আনুগত্য ঘ. বিশ্বাস
উত্তরঃ ঘ. বিশ্বাস।
৩৩. খোলা মাঠে হাড় কাঁপায় কোন মাসের শীত?
ক. মাঘ খ. অগ্রহায়ণ
গ. পৌষ ঘ. ফাল্গুন
উত্তরঃ খ. অগ্রহায়ণ।
৩৪. ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্রটি কোন প্রকৃতির?
ক. ধূর্ত খ. মনস্তাত্ত্বিক
গ. সাহসী ঘ. বিচক্ষণ
উত্তরঃ ক. ধূর্ত।
৩৫. ‘লালসালু’ উপন্যাসের নায়িকা চরিত্র কোনটি?
ক. জমিলা খ. রহিমা
গ. হাসুনির মা ঘ. আমেনার মা
উত্তরঃ ক. জমিলা।
৩৬. ’লালসাল ‘ উপন্যাসের প্রধান চরিত্র কোনটি?
ক. রহিমা খ. মজিদ
গ. জমিলা ঘ. আমেনার মা
উত্তরঃ ক. রহিমা (মজিদের প্রথম স্ত্রী রহিমা ‘লালসালু’ উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র)।
৩৭. ’লালসাল ‘ উপন্যাসের প্রধান চরিত্র কোনটি?
ক. মজিদ খ. জমিলা
গ. রহিমা ঘ. আমেনার মা
উত্তরঃ ক. মজিদ (‘লালসালু’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ)।
৩৮. ’লালসালু’ উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কি?
ক. মতলুব খাঁ খ. জামিল
গ. দুদু মিয়া ঘ. মজিদ
উত্তরঃ ক. মতলুব খাঁ।
৩৯. মজিদ কোন দৃষ্টিতে ধান কাটা দেখে?
ক. সাবধানী দৃষ্টিতে খ. শ্যেন দৃষ্টিতে
গ. প্রসন্ন দৃষ্টিতে ঘ. কৌতূহলী দৃষ্টিতে
উত্তরঃ খ. শ্যেন দৃষ্টিতে।
৪০. মজিদ পূর্বে কোথায় বাস করত?
ক. মধুপুর গড়ে খ. পাহাড়পুরে
গ. গারো পাহাড়ে ঘ. সিলেটে
উত্তরঃ গ. গারো পাহাড়ে।
৪১. ‘লালসালু’ উপন্যাসে পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে কে?’
ক. খেতানির মা খ. হাসুনির মা
গ. ছনুর বাপ ঘ. তাহেরের বাপ
উত্তরঃ ক. খেতানির মা।
৪২. ‘লালসালু’ উপন্যাসে মরণযোগ্য যন্ত্রনা পাচ্ছে কে?
ক. ছনুর বাপ খ. খেতানির মা
গ. তাহরের বাপ ঘ. খালেক বেপারী
উত্তরঃ ক. ছনুর বাপ।
৪৩. ‘লালসালু’ উপন্যাসে কে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চাই?
ক. মজিদ খ. আক্কাস
গ. ছনুর বাপ ঘ. জমিলা
উত্তরঃ খ. আক্কাস।
৪৪. ‘লালসালু’ উপন্যাসের শেষ বাক্য কোনটি?
ক. বিশ্বাসের পাথরে যেন খোদাই সে-চোখ
খ. স্বদেশের উপকারে নাই যার মন
গ. খোদার উপর তোয়াক্কল রাখ
ঘ. নাফরমানি করিও না
উত্তরঃ ক. বিশ্বাসের পাথরে যেন খোদাই সে-চোখ।
৪৫. ‘লালসালু’ উপন্যাসে উল্লেখিত হাসপাতালটি কোথায় অবস্থিত?
ক. মতিগঞ্জে খ. করিমগঞ্জে
গ. মধুপুর সড়কে ঘ. গারো পাহাড়ে
উত্তরঃ ক. মতিগঞ্জে।
৪৬. মজিদের ভাষায় স্ত্রীলোকদের সন্তানাদি হয় না কেন?
ক. পেটে বেড়ি পড়ায়
খ. মাজারে শিরনি না দেওয়ার
গ. পিরদের পানিপড়া না খাওয়ার
ঘ. পর্দাপ্রথা না মানায়
উত্তরঃ ক. পেটে বেড়ি পড়ায়।
৪৭. ‘লালসালু’ উপন্যাসের বর্ণনায় এককালে উড়ুনি মেয়ে ছিল কে?
ক. রহিমা খ. হাসুনির মা
গ. বুড়ি ঘ. খেতানির মা
উত্তরঃ গ. বুড়ি।
৪৮. ‘লালসালু’ উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বেজে চলে কোথায়?
ক. গারো পাহাড়ে খ. ডোম পাড়ায়
গ. মতিগঞ্জে ঘ. আউয়ালপুরে
উত্তরঃ খ. ডোম পাড়ায়।
৪৯. ‘লালসালু’ উপন্যাসে কার দেহে ভরা ধানের গন্ধ?
ক. জমিলার খ. রহিমার
গ. হাসুনির বাবা ঘ. হাসুনির মা
উত্তরঃ খ. রহিমার।
৫০. ‘লালসালু’ উপন্যাসে সাত ছেলের বাপ কে?
ক. দুদু মিয়া খ. কাদের
গ. তাহের ঘ. সোলেমান
উত্তরঃ ক. দুদু মিয়া।
৫১. ‘লালসালু’ উপন্যাসে কোঁচবিদ্ধ হয়ে নিহত হয় কে?
ক. জাবেদ খ. আবেদ
গ. ছমিরুদ্দিন ঘ. তাহেরের মা
উত্তরঃ গ. ছমিরুদ্দিন।
৫২. হাসুনির মায়ের আর্জি কী?
ক. রোগমুত্তি খ. কল্যান
গ. বাঁচা ঘ. মত্তত
উত্তরঃ ঘ. মত্তত।
আমাদের শেষকথাঃ
আশাকরি, আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি লালসালু উপন্যাস mcq প্রশ্ন ও উত্তর এর প্রতিবেদনে বিস্তারিত জানতে পেরেছেন। আমাদের লালসালু উপন্যাসের MCQ তে যদি, কোন ভূল থাকে। তাহলে, আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে সঠিক উত্তরটি লিখে দিবেন।
আর! আপনাদের যদি কোন সমস্যা থাকে। তাহলে, আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে, বিস্তারিত বিষয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ