বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি অনার্স ২য় বর্ষ সাজেশন ২০২৪

আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন

হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি অনার্স ২য় বর্ষ সাজেশন PDF। আশাকরি, আপনারা আমাদের সাজেশন থেকে পড়াশুনা করলে, ভালো ফলাফল করবেন।

অনার্স ২য় বর্ষ সাজেশন ২০২৪
বিষয়: বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি
বিষয় কোড: ২২২১১৫

ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. ‘Socious’ শব্দের অর্থ কী?
উত্তর: সঙ্গ বা একত্রে থাকা।

২. সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: 
অগাস্ট কোঁৎ।

৩. ‘Society’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ ল্যাটিন শব্দ ‘Socius’ থেকে।

৪. “The Dynamics of Rural Society’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘The Dynamics of Rural Society’ গ্রন্থছির লেখক R. K. Mukherjee.

৫. “Six Villages of Bangal’ গ্রন্থের লেখক কে?
উত্তর: Ramkrinsha Mukherjee, (রামকৃষ্ণ মুখার্জী)।

৬. ‘সমাজ কাঠামো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়।’- উক্তিটি কার?
উত্তর: হার্বার্ট স্পেন্সারের।

৭. সামাজিক ইতিহাস কী?
উত্তর: সামাজিক ইতিহাস পরিবর্তনশীল সামাজিক সম্পর্ক, সামাজিক অনুষ্ঠান-প্রতিষ্ঠান-এর পরিবর্তন, বিস্তারন এবং সামাজিক মূল্যবোধের পরিবর্তনের ধারা নিয়ে আলোচনা করে।

৮. ‘Fundamental of Sociology’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Fundamental of Sociology’ গ্রন্থের রচয়িতা হলেন Hans Raj.

৯. বাংলাদেশের আয়তন কত?
উত্তর: ১,৪৭,৫৭০ বর্গ কি.মি. (সমুদ্রসীমা ১,১৮,৮১৩ বর্গ কি. মি.)।

১০. কোন ভাষা হতে বাংলা ভাষার উৎপত্তি?
উত্তর: মাগধী প্রাকৃত।

১১. বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

১২.বাংলাদেশের সরকার প্রধানের নাম কী?
উত্তর: প্রধানমন্ত্রী।

১৩.অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৪. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত সালের কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।

১৫. স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়?
উত্তর: স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।

১৬. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
উত্তর: 
ভারত (India).

১৭. সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উত্তর: নওগাঁ জেলার বদলগাছি উপজেলায়।

১৮.১৯৭৪ সালের আদমশুমারিতে শিক্ষিত বলতে কী বুঝানো হয়েছে?
উত্তর: ১৯৭৪ সালের আদমশুমারিতে শিক্ষিত বলতে, যেকোনো ভাষা পড়া ও লেখার সামর্থ্য বা ক্ষমতাকে বুঝানো হয়েছে।

১৯. বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল কত?
উত্তর: ৭২ বছর ছয় মাস বছর। (২০১৯)

২০. বাংলাদেশে অতিনগরায়ণের যেকোনো একটি কারণ লিখ।
উত্তর:
অধিক জনসংখ্যা।

২১. বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি কত সালে হয়েছিল?
উত্তর: ১৯৯৭ সালে।

২২. পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর: ১৭৫৭ সালের ২৩ জুন।

২৩. ছয় দফার প্রথম দফা কী?
উত্তর: শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি।

২৪.পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর: ১৭৫৭ সালের ২৩ জুন।

২৫. ময়নামতি কোথায় অবস্থিত?
উত্তর: কুমিল্লায় অবস্থিত।

২৬. সুলতান ইলিয়াস শাহ কী উপাধি ধারণ করেন?
উত্তর: শা-ই-বাঙালা।

২৭. প্রাচীন বাংলার কয়েকটি উল্লেখযোগ্য জনপদের নাম লিখ।
উত্তর: গৌড়, বঙ্গ, রাঢ়, সমতট, হরিকেল, বরেন্দ্র ইত্যাদি।

২৮. উপমহাদেশের সবচেয়ে প্রাচীন অধিবাসী কারা?
উত্তর: আর্যরা।

২৯. ‘Political Elites in Bangladesh’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ড. রঙ্গলাল সেন।

৩০. ‘An Essay on the Principles of Population’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর:
‘An Essay on the Principles of Population গ্রন্থের রচয়িতা ম্যালথাস।

৩১. ‘মেগাসিটি’ কাকে বলে?
উত্তর: এক কোটির অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি বলে।

৩২. জনসংখ্যা কাঠামো কী?
উত্তর: জনসংখ্যার কাঠামো হচ্ছে, এমন একটি জনমিতিক কাঠামো যা বিভিন্ন জনমিতিক হারের একটি পৃথক অর্থপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করে।

৩৩. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর: বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%.

৩৪. যুক্তফ্রন্ট কখন গঠিত হয়?
উত্তর: ১৯৫৩ সালে।

৩৫. নরগোষ্ঠী কী?
উত্তর: 
নরগোষ্ঠী বলতে বুঝায় মানব জাতির একটি উপরিভাগ; সদস্যদের মধ্যে থাকা কতিপয় সাধারণ দৈহিক বৈশিষ্ট্য এবং এই সাধারণ দৈহিক বৈশিষ্ট্যগুলো পরবর্তী বংশে জৈবিক সূত্রে বর্তিয়ে থাকে।

৩৭. বাংলাদেশে বসবাসরত চারটি উপজাতির নাম লিখ।
উত্তর: 
চাকমা, মারমা, সাঁওতাল ও মণিপুরি।

৩৮. বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃ-গোষ্ঠীর নাম লিখ।
উত্তর: বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃ-গোষ্ঠীর নাম হলো গারো।

৩৯. প্রত্নতত্ত্ব কী?
উত্তর: 
প্রত্নতত্ত্ব হলো প্রাচীনকালের মুদ্রা বা অট্টালিকা প্রভৃতির ধ্বংসাবশেষ।

৪০. দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: মোহাম্মদ আলী জিন্নাহ।

৪১. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি?
উত্তর: 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো ২১শে ফেব্রুয়ারি।

৪২. The History of Human Marriege গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: The History of Human Marriege গ্রন্থের রচয়িতা নৃবিজ্ঞানী এডওয়ার্ড ওয়েস্টার মার্ক।

৪৩. Kinship প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: Kinship প্রত্যয়টি সর্বপ্রথম ইয়ন মর্গান ব্যবহার করেন।

৪৪. গ্রামীণ এলিট কী?
উত্তর: গ্রামীণ এলিট হলো গ্রামীণ বণিক শ্রেণি।

৪৫. গারোদের ভাষার নাম কী?
উত্তর: গারোদের ভাষার নাম ‘মান্দি’।

৪৬. মেগাসিটি কী?
উত্তর: যে শহরে এককোটি লোক বসবাস করে সে শহরকে মেগাসিটি বলে।

৪৭. BRAC এর পূর্ণরূপ কী?
উত্তর: BRAC এর পূর্ণরূপ Bangladesh Rural Advancement Committee.

৪৯. ব্রাক এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: BRAC এর প্রতিষ্ঠাতা হলেন – স্যার ফজলে হাসান আবেদ।

৫০. WAD এর পূর্ণরূপ কী?
উত্তর: WAD এর পূর্ণরূপ Woman and Development.

৫১. CEDAW এর পূর্ণরূপ কী?
উত্তর: CEDAW এর পূর্ণরূপ Convention on the Elimination of all forms of Discrimination against Women.

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. ভূমি সংস্কার কি?
২. কৃষি কাঠামো কি?
৩. নারী উন্নয়নের ব্রাকের কর্মসূচি গুলো কি কি?
৪. কুমিল্লা মডেল কি?
৫. ইসলামী সংস্কৃতি কি?
৬. পল্লী উন্নয়ন বলতে কী বোঝো?
৭. জ্ঞাতি সম্পর্কে সংজ্ঞা দাও।
৮. শ্রেণী ও জাতি বর্ণের মধ্যে পার্থক্য আলোচনা কর।
৯. নগর সম্প্রদায় বলতে কি বুঝ?
১০. বাংলাদেশের গ্রামের সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ লেখ।
১১. পরিবারের সংজ্ঞা দাও।
১২. গ্রামীণ উন্নয়নে পল্লী বিদ্যুতের ভূমিকা উল্লেখ কর।
১৩. সুশীল সমাজ বলতে কি বুঝ?
১৪. সামাজিক প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও।
১৫. খামার ব্যবস্থা কি?

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. বাংলাদেশের গ্রামীণ সমাজে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ক্ষমতা কাঠামোর প্রকৃতি আলোচনা কর।
২. বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক পটভূমি আলোচনা কর।
৩. বাংলাদেশের নারীর ক্ষমতায়নের পথে প্রধান প্রতিবন্ধকতা সমূহ আলোচনা কর।
৪. বাংলাদেশের নারীর ক্ষমতায়নের সরকার গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা কর।
৫. বাংলাদেশের সমাজের সামাজিক ও সাংস্কৃতিক পটভূমি আলোচনা কর।
৬. বাংলাদেশের পরিবারের সাম্প্রতিক প্রবণতা আলোচনা কর।
৭. বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাটানোর উপাদান সমূহ আলোচনা কর।
৮. বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির উপর শিল্পায়নের প্রভাব আলোচনা কর।
৯. বাংলাদেশের প্রেক্ষিতে কাম্য জনসংখ্যা তত্ত্বটি পর্যালোচনা কর।
১০. বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক স্তর বিন্যাস আলোচনা কর।
১১. বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও নারীর প্রকৃত ক্ষমতায়ন মধ্যে আন্ত সম্পর্কে বিশ্লেষণ কর।
১২. বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা আলোচনা কর।
১৩. বাংলাদেশের গারো আধুনিক গোষ্ঠীর জীবনধারা আলোচনা কর।
১৪. বাংলাদেশের জনগোষ্ঠীর গোষ্ঠী গত পরিচয় বিশদভাবে আলোচনা কর।

আমাদের শেষকথাঃ

আশাকরি, আপনারা আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি অনার্স ২য় বর্ষ সাজেশন সম্পূর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আমাদের আজকের প্রতিবেদন বা পোস্টটি ভালো লাগলে। আপনারা আপনাদের প্রিয় বন্ধু-বান্ধবীদের সাথে শেয়ার করুন।

আর! হ্যাঁ। কোন কিছু বুঝতে অসুবিধা হলে, আমাদের কমেন্ট বক্স অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। অনার্স যে কোন সাজেশন ফ্রিতে নিতে চাইলে, নিচের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। ধন্যবাদ

আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন

Leave a Comment