বাংলালিংক ১৮ টাকায় ২ জিবি কোড – হ্যালো, বাংলালিংক গ্রাহক। কেমন আছেন সবাই। আশাকরি, ভালো আছেন। আর! হ্যাঁ। আমি ও ভালো আছি। আজকে আমি বাংলালিংক গ্রাহকদের জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি। আশাকরি, সবাই বিষয়টা ইতিমধ্যে জেনে গেছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাংলালিংক ১৮ টাকায় ২ জিবি ৭ দিন কোড। তবে, চলুন, শুরু করা যাক।
বাংলালিংক সিম ২০২২ থেকে ২০২৪ এর ব্যবহারকারি সবচেয়ে বেশি হয়েছে। গ্রামীন সিম কোম্পানীর পিছনে ফেলে। তবে, বুঝতে পারছেন। কতটাই ভালো সার্ভিস দিচ্ছে বাংলালিংক সিম কোম্পানী।
বাংলালিংক ১৮ টাকায় ২ জিবি অফার ২০২৪
প্রথমে চলুন, জেনে নেওয়া যাক কাদের সিমে এই অফারটি ক্রয় করতে পারবেন। কারন, এই ১৮ টাকায় ২ জিবি ৭ দিন অফারটি শুধুমাত্র নতুন সিম ব্যবহারকারীরা নিতে পারবেন। আপনারা যারা ইতিমধ্যে নতুন সিম ক্রয় করেছেন। তারা প্রতিমাসে ১ বার করে, ১২ মাস পর্যন্ত এই অফারটি ক্রয় করতে পারবেন। যারা, পুরাতন বাংলালিংক সিম ব্যবহারকারী রয়েছেন। তারা, এই অফারটি ক্রয় করতে পারবেন না।
বাংলালিংক ১৮ টাকায় ২ জিবি কোড ২০২৪
বাংলালিংক ১৮ টাকায় ২ জিবি ৭ দিন অফারটি ক্রয় করার জন্য। আপনাদের নতুন বাংলালিংক সিম যুক্ত মোবাইল থেকে একটি USSD কোড ডায়াল করতে হবে। বাংলালিংক ১৮ টাকায় ২ জিবি কোডটি হলঃ *১২১*৩২১৮# অথবা *121*3218#.
আপনারা যারা নতুন বাংলালিংক সিম ব্যবহার করেন। তারা, যদি ১৮ টাকা বাংলালিংক রিটেইলার থেকে রিচার্জ করেন। তাহলে, ও এই অফারটি চালু হয়ে যাবে।
আমাদের শেষকথাঃ
আশাকরি, আপনারা বাংলালিংক ১৮ টাকায় ২ জিবি কোড পেয়ে গেছেন। আজকের আর্টিকেলটি যদি, আপনাদের ভালোলাগে। তবে, আপনার বন্ধু-বান্ধবীর সাথে শেয়ার করুন। আর! মজা করে, বাংলালিংক সিমে ১৮ টাকায় ২ জিবি অফার ৭ দিনের জন্য উপভোগ করুন। ধন্যবাদ