ডিপ্লোমা রেজাল্ট দেখার নিয়ম ২০২৪

Telegram Group Join Now

হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আপনারা কি জানেন? আজকে আপনাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/এগ্রি রেজাল্ট প্রকাশ করা হয়েছে। আপনারা যারা, এখনো ডিপ্লোমা রেজাল্ট দেখতে পারেননি।

আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে খুবই সহজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রি ও বিএম/ডিকম ইত্যাদি ডিপ্লোমা কোর্সের রেজাল্ট দেখতে পারবেন। তবে, চলুন! আজকের প্রতিবেদনটি শুরু করা যাক।

ডিপ্লোমা রেজাল্ট দেখার নিয়ম ২০২৪

বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধিনে থাকা কোর্চে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রি ও বিএম/ডিকম ইত্যাদি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য (https://bteb.gov.bd/) এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর, আপনারা এই ওয়েবসাইটের মেনুতে “রেজাল্ট” অপসানটি খুঁজে পাবেন। আপনারা এই মেনুর রেজাল্ট অপসান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা এগ্রি, এইচ এস সি পর্যায়, বিএম/ডিকম, এস এস সি পর্যায় সল্পমেয়াদী ও অন্যান্য রেজাল্ট গুলো খুবই সহজে দেখতে পারবেন।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেজাল্ট ২০২৪

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেজাল্ট  দেখার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (https://www.bteb-result.com/) এই ওয়েবসাইটের লিংকে ক্লিক করতে হবে। তাহলে, আপনারা নিচের ছবির মত দেখতে পাবেন। আপনাদের সুবিধার জন্য নিচে বিস্তারিত শেয়ার করা হল।

কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট

আপনারা যেহেতু উপরের ওয়েবসাইটে প্রবেশ করেছেন। তাই, আমরা ওয়েবসাইট এর বিবরণ নিচে শেয়ার করছি।

  • আপনাদের প্রথমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (http://180.211.162.102:8444/) এই সার্ভারের লিংকে ক্লিক করতে হবে।
  • তারপর, আপনারা উপরের স্কিনসর্ট এর মত ছবি দেখতে পারবেন।
  • এবার, Select Exam Type এর অপসানটিতে (DIPLOMA IN ENGINEERING, DIPLOMA IN TEXTILE, DIPLOMA IN AGRICULTURE, DIPLOMA IN FISHERIES, DIPLOMA IN FORESTRY, DIPLOMA IN MEDICAL) যে রেজাল্ট দেখতে চান সেটি সিলেক্ট করতে হবে।
  • তারপর, Select Exam Year এ আপনার রেজাল্ট প্রকাশিত করার সালটি সিলেক্ট করতে হবে।
  • এবার, আপনাদের Type Roll No এর ফাঁকা কোর্ডে রোল নং লিখতে হবে।
  • তারপর, Type Reg No (Optional) অপসানে আপনাদের রেজিস্ট্রেশন নং লিখতে হবে।

আপনাদের যদি, এবার সবকিছু ঠিক থাকে। তাহলে, আপনারা “View Result” একটি ক্লিক করতে হবে। তাহলে, আপনারা খুবই সহজে ২/৫ সেকেন্ড এর ভিতরে আপনার রেজাল্টটি দেখতে পারবেন।

আমাদের শেষবাণীঃ

আই হোপ আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ডিপ্লোমা রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম সম্পূর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনাদের যদি, এই বিষয়ের ওপর কিছু জানার থাকে। তাহলে, আপনারা টুক করে, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিবেন। কারণ, আমরা সব সময় আপনাদের সয়হতার জন্য টেলিগ্রামে আমাদের প্রতিনিধি সবসময় একটিভ থাকে। ধন্যবাদ

Telegram Group Join Now

Leave a Comment

error: Content is Protected! 😋