চতুর্থ শ্রেণীর গণিত সমাধান ১ম অধ্যায়

চতুর্থ শ্রেণীর গণিত সমাধান ১ম অধ্যায় – বড় সংখ্যা ও স্থানীয় মান

হ্যালো,বন্ধুরা। কেমন আছ সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে তোমাদের (৪র্থ) চতুর্থ শ্রেণীর গণিত সমাধান ১ম অধ্যায় এর বাড়ির কাজগুলোর সমাধান শেয়ার করব। তোমাদের যাদের, ৪র্থ শ্রেণীর গণিত বইয়ের গাইড নেই। তাদের আর কষ্ট করে, বাজারে গিয়ে গাইড বই ক্রয় করতে হবে না।

আমরা চতুর্থ শ্রেনীর প্রথম অধ্যায় এর সবকিছু বিস্তারিত ভাবে শেয়ার করব। আমরা ৪র্থ শ্রেণীর পাঠ্যবইয়ের ছাত্র-ছাত্রীদের বাড়ি কাজ অথবা পাঠ্যবইয়ের প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের আজকের অনলাইন ক্লাসটি সম্পূর্ণ দেখবেন।


চতুর্থ শ্রেণীর গণিত সমাধান ১ম অধ্যায় ২০২৪

৪র্থ শ্রেণীর গণিত বইয়ের ১ম অধ্যায়ের নামটি হল – বড় সংখ্যা ও স্থানীয় মান। আমরা তোমাদের জন্য প্রথম অধ্যায়ের পাঠ্যবইয়ের পরীক্ষার প্রস্তুতির জন্য পাঠ্য বইয়ের অসমাপ্ত অঙ্কের সমাধান ও অনুশীলনীর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

১.১ পাঁচ অঙ্কের সংখ্যা

📝 নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়, কথায় লেখ এবং উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় কর

(১). ২৩৫১৭
(২). ৫০৩২৬
(৩). ৯৩০০৫

সমাধানঃ


(১) ২৩৫১৭ সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি।

কথায় লিখি: “তেইশ হাজার পাঁচশত সতেরো”

স্থানীয় মান নির্ণয়:

২     ৩    ৫    ১     ৭
।      ।     ।     ।     ।___৭ একক____৭
।      ।     ।     ।_______১ দশক ___১০
।      ।     ।__________৫ শতক___৫০০
।      ।______________৩ হাজার __৩,০০০
।__________________২ অযুত  __২০,০০০

(২) ৫০৩২৬ সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি।

কথায় লিখি: “পঞ্চাশ হাজার তিনশত ছাব্বিশ”

স্থানীয় মান নির্ণয়:

৫     ০     ৩    ২    ৬
।      ।     ।     ।     ।____ ৬ একক__৬
।      ।     ।     ।________ ২ দশক __২০
।      ।     ।____________৩ শতক __৩০০
।      ।_______________ ০ হাজার __০
।___________________ ৫ অযুত  __৫০,০০০

(৩) ৯৩০০৫ সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি।

কথায় লিখি: “তিরানব্বই হাজার পাঁচ”

স্থানীয় মান নির্ণয়:

৯    ৩     ০     ০     ৫
।     ।      ।     ।      ।___ ৫ একক___৫
।     ।      ।     ।________০ দশক ___০
।     ।      ।____________০ শতক ___০
।     ।________________৩ হাজার __৩,০০০
।___________________ ৯ অযুত  __ ৯০,০০০


📝 অঙ্কে লেখ:

(১) সাতান্ন হাজার তিনশত তেষট্টি
(২) ত্রিশ হাজার ছয়শত পাঁচ
(৩) ছিয়াশি হাজার দুই
(৪) ৪টি দশ হাজার ও ৯টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা
(৫) ৬টি দশ হাজার, ৭টি এক হাজার ও ৫টি দশ দ্বারা গঠিত সংখ্যা

সমাধান: প্রদত্ত সংখ্যাগুলোকে অঙ্কে লিখা হলো-

(১). সাতান্ন হাজার তিনশত তেষট্টি = ৫৭,৩৬৩
(২). ত্রিশ হাজার ছয়শত পাঁচ = ৩০,৬০৫
(৩). ছিয়াশি হাজার দুই = ৮৬,০০২
(৪). ৪টি দশ হাজার = ৪ × ১০,০০০= ৪০,০০০
        ৯টি এক হাজার= ৯ × ১০০০  = +৯,০০০
                            ∴  গঠিত সংখ্যা = ৪৯,০০০

(৫).  ৬টি দশ হাজার = ৬ × ১০,০০০ = ৬০,০০০
৭টি এক হাজার = ৭ × ১০,০০   =       ৭,০০০
        ৫টি দশ            =       ৫০         =        +  ৫০
                               ∴  গঠিত সংখ্যা =    ৬৭,০৫০


১.২ ছয়, সাত ও আট অঙ্কের সংখ্যা

📝 সংখ্যাগুলো উচ্চস্বরে পড়, কথায় লিখ ও স্থানীয় মান নির্ণয় কর।

(১). ৮৯৪৩১২
(২).
৩৬০৫১৮
(৩). ৭৩০০৮৪
(৪). ২৪৬৩৭৫১

সমাধান: প্রদত্ত সংখ্যাগুলোকে অঙ্কে লিখা হলো এবং স্থানীয় মান নির্ণয় করা হল।

(১). ৮৯৪৩১২ সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি।

কথায় লিখি: “আট লক্ষ চুরানব্বই হাজার তিনশত বারো”

স্থানীয় মান নির্ণয়:

৮    ৯     ৪    ৩    ১    ২
।     ।     ।     ।     ।    ।___২ একক___২
।     ।     ।     ।     ।______১ দশক___১০
।     ।     ।     ।_________৩ শতক___৩০০
।     ।     ।_____________৪ হাজার__৪০০০
।     ।_________________৯ অযুত___৯০০০০
।____________________৮ লক্ষ___৮০০০০০

(২). ৩৬০৫১৮ সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি।

কথায় লিখি: “তিন লক্ষ ষাট হাজার পাঁচশত আঠারো”

স্থানীয় মান নির্ণয়:

৩    ৬    ০    ৫    ১     ৮
।     ।     ।     ।    ।      ।__৮ একক___৮
।     ।     ।     ।    ।______১ দশক___১০
।     ।     ।     ।_________৫ শতক___৫০০
।     ।     ।____________০ হাজার___০
।     ।________________৬ অযুত__৬০,০০০
।___________________৩ লক্ষ____৩,০০,০০০

(৩). ৭৩০০৮৪ সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি।

কথায় লিখি: “সাত লক্ষ ত্রিশ হাজার চুরাশি”

স্থানীয় মান নির্ণয়:

৭   ৩    ০     ০   ৮   ৪
।     ।     ।     ।    ।    ।___৪ একক__৪
।     ।     ।     ।    ।______ ৮ দশক__৮০
।     ।     ।     ।_________০ শতক___০
।     ।     ।_____________০ হাজার__০
।     ।_________________৩ অযুত__৩০,০০০
।____________________৭ লক্ষ____৭,০০,০০০

(৪). ২৪৬৩৭৫১ সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি।

কথায় লিখি: “চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত একান্ন”

স্থানীয় মান নির্ণয়:

২    ৪    ৬    ৩    ৭     ৫   ১
।     ।     ।     ।     ।     ।    ।_১ একক__২
।     ।     ।     ।     ।     ।____৫ দশক___১০
।     ।     ।     ।     ।_______৭ শতক___৩০০
।     ।     ।     ।___________৩ হাজার__৪,০০০
।     ।     ।______________ ৯ অযুত___৯০,০০০
।     ।__________________৪ লক্ষ____৮,০০,০০০
।_____________________২নিযুত____২০,০০০,০০


২. উচ্চস্বরে পড়, কথায় লেখ ও স্থানীয় মান নির্নয় করঃ

(১) ৪১২৩৪৭৬ (২) ৬৮৭১০৩৫ (৩) ৫৬০৯৩২০ (৪) ১১১১১১১

সমাধান:

(১). ৪১২৩৪৭৬ সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি।

কথায় লিখি: “একচল্লিশ লক্ষ তেইশ হাজার চারশত ছিয়াত্তর”

স্থানীয় মান নির্ণয়:

৪     ১    ২   ৩   ৪     ৭    ৬
।     ।     ।    ।    ।     ।     ।_৬ একক__৬
।     ।     ।    ।    ।     ।_____৭ দশক__৭০
।     ।     ।    ।    ।_________৪ শতক__৪০০
।     ।     ।    ।____________৩ হাজার_৩,০০০
।     ।     ।______________২ অযুত___২০,০০০
।     ।__________________১ লক্ষ___১,০০,০০০
।_____________________৪ নিযুত__৪,০০০,০০০

(২). ৬৮৭১০৩৫ সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি।

কথায় লিখি: “আটষাট্টি লক্ষ একাত্তর হাজার পঁয়ত্রিশ”

স্থানীয় মান নির্ণয়:

৬   ৮  ৭   ১   ০   ৩   ৫
।    ।    ।    ।   ।    ।   ।_৫ একক__৫
।    ।    ।    ।   ।    ।____৩ দশক__৩০
।    ।    ।    ।   ।_______০ শতক__০
।    ।    ।    ।_________১ হাজার__১০০০
।    ।    ।____________৭ অযুত__৭০,০০০
।    ।_______________৮ লক্ষ___৮,০০,০০০
।__________________৬ নিযুত__৬,০০০,০০০

(৩). ৫৬০৯৩২০ সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি।

কথায় লিখি: “ছাপান্ন লক্ষ নয় হাজার তিনশত বিশ”

স্থানীয় মান নির্ণয়:

৫   ৬    ০    ৯   ৩    ২   ০
।    ।     ।     ।    ।    ।    ।_০ একক__০
।    ।     ।     ।    ।    ।____২ দশক__২০
।    ।     ।     ।    ।_______৩ শতক__৩০০
।    ।     ।     ।__________৯ হাজার__৯০০০
।    ।     ।_____________০ অযুত___০
।    ।________________৬ লক্ষ____৬,০০,০০০
।___________________৫ নিযুত___৫,০০০,০০০

(৪). ১১১১১১১ সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি।

কথায় লিখি: “এগারো লক্ষ এগারো হাজার একশত এগারো”

স্থানীয় মান নির্ণয়:

১    ১   ১    ১    ১    ১   ১
।    ।    ।    ।    ।    ।    ।_১ একক__১
।    ।    ।    ।    ।    ।____১ দশক__১০
।    ।    ।    ।    ।_______১ শতক___১০০
।    ।    ।    ।__________১ হাজার__১০০০
।    ।    ।_____________১ অযুত__১০,০০০
।    ।________________১ লক্ষ___১,০০,০০০
।___________________১ নিযুত__১,০০০,০০০


প্রিয় ‍শিক্ষার্থীরা, আপনারা চতুর্থ শ্রেণীর গণিত সমাধান ১ম অধ্যায় প্রশ্ন সমাধান গুলো নিচের Math Solution C – 1 বাটনে ক্লিক করলে, PDF পেয়ে যাবেন। আপনারা এই পিডিএফ ফাইলে, বড় সংখ্যা ও স্থানীয় মান সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবেন।

আমাদের শেষকথাঃ

আশাকরি, আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে চতুর্থ শ্রেণীর গণিত ১ম অধ্যায়ের প্রশ্ন ও সমাধান বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। আপনাদের যদি, আজকের প্রতিবেদনটি ভালো লাগে। তাহলে, আপনারা আপনাদের প্রিয় বন্ধু-বান্ধবের সাথে! আমাদের এই পোস্টটি শেয়ার করুন। ধন্যবাদ

About Admision Notes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *