তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৭ম শ্রেণির ১ম অধ্যায় ২০২৫

Photo of author

এডমিশন নোটস

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সপ্তম শ্রেণি – ১ম অধ্যায়
অধ্যায়ের শিরোনাম: প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৭ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১ম অধ্যায়: হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছ তোমরা? আশাকরি, সকলেই ভালো আছ। আমরা আজকের আপনাদের সাথে শেয়ার করব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তম শ্রেণির প্রথম অধ্যায় – প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আশাকরি, তোমরা আজকের পোস্টটি সম্পূর্ণ পড়লে, বাড়ির কাজ বা দলগত কাজ গুলো খুবই সহজে করতে পারবে।

বর্তমান যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যুগ। আপনারা এই অধ্যায়ে প্রাত্যহিক জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তোমরা হয়ত জান? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার যেমন ভালো তেমনি এর খারাপ দিক রয়েছে। আমরা আজকে আপনাদের বাড়ির কাজের বিষয়ে বিস্তাতির আলোচনা করব।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৭ম শ্রেণির ১ম অধ্যায় দলগত কাজ

তোমাদের সুবিধার জন্য নিন্মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৭ম শ্রেণির ১ম অধ্যায়ের দলগত কাজের বা বাড়ির কাজের সমাধান দেওয়া হল।

দলগত কাজঃমনে করো তুমি ঠিক করেছ কোনো ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার না করে তোমার দিন কাটাবে। সারা দিনে কোন কাজগুলো তুমি করতে পারবে না তার একটা তালিকা করো।

দলগত কাজের সমাধানঃ

উত্তরঃ তথ্য প্রযুক্তি ব্যবহার না করে, সারা দিনে কোন কাজগুলো আমরা করতে পারব না। তার একটি তালিকা নিচে দেওয়া হল।

  • মোবাইল ফোন, ইমেইল বা ফেসবুকের মাধ্যমে কারোর সঙ্গে কথা বা যোগাযোগ করা সম্ভব হবে না।
  • ইন্টারনেট বা গুগলের সাহায্যে কোনো প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যাবে না।
  • GPS বা গুগল ম্যাপ ব্যবহার করে, রাস্তা/ঠিকানা বা পথ খুঁজে বের করা সম্ভব হবে না।
  • টিভি, ইউটিউব, ফেসবুক বা অনলাইন গেম খেলার কোন সুযোগ থাকবে না।
  • অনলাইনে ক্লাস করা, ই-বুক পড়া বা ইন্টারনেট থেকে শিক্ষা সংক্রান্ত কোনো তথ্য সংগ্রহ করা সম্ভব হবে না।
  • অনলাইন শপিং বা মোবাইলের ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠানো সম্ভব হবে না।
  • অনলাইনে খবর পড়া বা আবহাওয়ার পূর্বাভাস দেখা সম্ভব হবে না।
  • কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে কোনো ধরণের ডকুমেন্ট তৈরি বা মেইল পাঠানো সম্ভব হবে না।

আপনারা এই গুলো ছাড়া আরো অনেক এমন কাজ রয়েছে। যেগুলো তথ্য প্রযুক্তির ব্যবহার না করে করতে পারবেন না। তবে, আপাতত উপরের কাজগুলো সাধারণত করতে পারবেন না।

আমাদের শেষকথাঃ

আই হোপ, তোমরা “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” পাঠ্যবইয়ের প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৭ম শ্রেণীর ১ম অধ্যায়ের দলগত কাজ বা বাড়ির কাজের সমাধান সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছ। আমাদের আজকের প্রতিবেদনটি যদি! ভালো লাগে। তাহলে, আপনার প্রিয় বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। আর! কোন কিছু বোঝতে অসুবিধে হলে, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভূলবেন না। ধন্যবাদ!

Leave a Comment

error: Content is Protected! 😋