হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা শেয়ার করব। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে, যারা সিম্পল সমাজবিজ্ঞান বিভাগে অনার্স করতে চাচ্ছেন। আপনারা যারা, সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের নাম গুলো জানেন না।
আমরা আজকের আর্টিকেলটিতে আপনাদের সাথে অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বিষয় সমূহের তালিকা শেয়ার করব। তাহলে, আপনাদের এই বিভাগের বই গুলো ক্রয় করার জন্য সুবিধা হবে। তবে, চলুন! কথা না বাড়িয়ে, আজকের প্রতিবেদনটি শুরু করা যাক।
অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের বইয়ের নাম ও সাবজেক্ট কোড গুলো জানা দরকার। এর কারণ, আপনি যখন কলেজে সাবজেক্ট চয়েস করবেন। তখন, শিক্ষার্থীদের অনেক সময় সাবজেক্ট এর নাম দেখে ধারণা নিতে হয়। কোন সাবজেক্ট তার জন্য সহজ এবং কোনটা কঠিন। আপনাদের সুবিধার জন্য নিচে বই গুলোর নামের তালিকা শেয়ার করা হল।
মেজর বিষয়/সাবজেক্ট
বইয়ের নাম | বিষয় কোড |
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | ২১১৫০১ |
প্রারম্ভিক সমাজবিজ্ঞান | ২১২০০১ |
সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা | ২১২০০৩ |
রাজনৈতিক সমাজবিজ্ঞান | ২১২০০৫ |
সামাজিক সমস্যা | ২১২০০৭ |
নোটঃ মেজর বিষয়/সাবজেক্ট বলতে বোঝায়। যে সাবজেক্ট গুলো আপনারা না চাইলে, বাধ্যতামূলক পড়তে হবে।
নন মেজর সাবজেক্ট/বিষয়
বইয়ের নাম | বিষয় কোড |
রাজনৈতিক তত্ব পরিচিতি | ২১১৯০৯ |
অর্থনীতির মূলনীতি | ২১২২০৯ |
নোটঃ নন মেজর সাবজেক্ট/বিষয় বলতে বোজায়। আপনারা আপনাদের পচ্ছন্দ অনুযায়ী এই দুটি সাবজেক্ট থেকে যে কোন একটি বিষয়ে পড়তে পারবেন।
অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সাবজেক্ট কয়টি?
আপনারা যারা, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশুনা করতে চাচ্ছেন। আপনাদের মোট ৬টি সাবজেক্টে পড়াশুনা করতে হবে। আপনাদের সমাজবিজ্ঞান বিভাগে ৫টি মেজর সাবজেক্ট থাকবে। যে গুলো আপনাকে বাধ্যতামূলক পড়তে হবে। এছাড়া, আপনাদের সমাজবিজ্ঞান বিভাগে ২টি নন মেজর সাবজেক্ট থাকবে। এর দুটি সাবজেক্ট থেকে আপনাদের যে কোন একটি সাবজেক্ট নিতে পারবেন। আর! এই হল সমাজবিজ্ঞান বিভাগের মোট ৬টি সাবজেক্ট।
আমাদের শেষকথাঃ
আশাকরি, আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে খুবই সহজে অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সাবজেক্টের নাম ও বিষয় কোড সম্পূর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আমাদের আজকের আর্টিকেলটি ভালো লাগলে। আপনাদের প্রিয় বন্ধু-বান্ধবের কাছে। আমাদের আজকের প্রতিবেদনটি শেয়ার করুন। ধন্যবাদ