হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা। আপনারা যারা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর অনার্স পড়তে চাচ্ছেন। তাহলে, আমরা আপনাদের সাজেস্ট করব। অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগে পড়াশুনা করার জন্য। কারণ, বাংলা সাবজেক্ট তেমন কোন কঠিন সাবজেক্ট নয়।
আপনাদের যদি, বাংলা সাবজেক্টে পড়াশুনা করতে চান। তাহলে, আপনারা অনার্স পড়াশুনার পাশাপাশি ছোট খাট কাজ করতে পারবেন। আমার এক বন্ধু বাংলায় অনার্স করছে। সে পড়াশুনার পাশাপাশি কাজ করছে। এত তার পড়াশূনার কোন সমস্যা হচ্ছে না। তাই, আপনি যদি! পড়াশুনার পাশাপাশি কাজ কর্ম করতে চান। তাহলে, আপনার জন্য বাংলা বিভাগ পড়াশুনা করা উচিত হবে।
অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। আপনাদের এই ছয়টি সাবজেক্ট এর ভিতরে চারটি মেজর সাবজেক্ট রয়েছে এবং তিনটি নন মেজর সাবজেক্ট রয়েছে। এছাড়া, অনার্স ১ম বর্ষের সকল বিভাগের জন্য “স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস” বইটি বাধ্যতামূলক (Compulsory) পড়তে হবে। আপনাদের সুবিধার জন্য নিন্মে বাংলা বিভাগের সাবজেক্ট লিস্টের বিষয় কোড গুলো শেয়ার করা হল।
মেজর সাবজেক্ট/বিষয়
সাবজেক্ট/বিষয়ের নাম | সাবজেক্ট/বিষয় কোড |
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (Compulsory) | ২১১০০১ |
বাংলাদেশ এবং বাঙ্গালির ইতিহাস ও সংস্কৃতি | ২১১০০১ |
বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা | ২১১০০৩ |
বাংলা কবিতা (১) | ২১১০০৫ |
বাংলা উপন্যাস (১) | ২১১০০৭ |
নন মেজর সাবজেক্ট/বিষয়
সাবজেক্ট/বিষয়ের নাম | সাবজেক্ট/বিষয় কোড |
সমাজবিজ্ঞান পরিচিতি | ২১১০০৯ |
সমাজকর্ম পরিচিতি | ২১২১১১ |
রাজনৈতিক তত্ত্ব পরিচিতি | ২১১৯০৯ |
আমাদের শেষকথাঃ
আশাকরি, আপনারা অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা সম্পূর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আমাদের আজকের আর্টিকেলটি ভালো লাগলে, আপনারা আপনাদের প্রিয় বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। ধন্যবাদ