ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম – India Visa Check

Telegram Group Join Now

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম – হ্যালো, বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইন্ডিয়ান ভিসা চেক করার উপায়। আপনারা যারা পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করতে চান। তারা, আজকের আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

ইন্ডিয়ান ভিসা চেক অনলাইন বাংলাদেশ আগে যে ভাবে দেখতে হত। বর্তমান সময়ে ওই নিয়মটা দিয়ে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং এর নিয়মটা সম্পূর্ন পরিবর্তন হয়েছে। আপনাদের সুবিধার জন্য নিচে বিস্তারিত আলোচনা করব।.

ইন্ডিয়ান ভিসা চেক

আমরা সবার প্রথমে আপনাদের সাথে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন  ইন্ডিয়ান ভিসা প্রসেসিং কিভাবে চেক করতে হয়। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার যদি, পাসপোর্ট বই জমা দেওয়ার পর একটি টোকেন দিয়ে থাকে। আপনারা ওই টোকেন এর Webfile নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য নিচে ছবি সহ নিয়ম শেয়ার করা হল।

আপনাদের সবার প্রথমে (https://indianvisaonline.gov.in/) এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর, আপনারা নিচের ছবিটা লক্ষ্য করুন।

ইন্ডিয়ান ভিসা চেক

আপনারা প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করার পর For Regular/Paper visa by Indian Mission/Post, Apply here অপসানটিতে ১টি ক্লিক করতে হবে। যেমনটা উপরের ছবিতে দেখতে পাচ্ছেন। এবার নিচের ধাপ অনুসরন করুন।

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

আপনাদের এবার ২য় ছবিটি লক্ষ্য করতে হবে। এখানে CHECK YOUR VISA STATUS অপসানে একটি ক্লিক করতে হবে। তারপর, আপনি নিচের ছবিটি লক্ষ্য করুন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক

আপনারা এবার দেখতে পাচ্ছেন Aplication ID এবং Passport No লিখতে হবে। তারপর, Please enter above text অপসানটিতে কালো লেখা ছবিতে যে লেখাটা থাকবে সেটি লিখে Check Status এ ক্লিক করতে হবে। তারপর নিচের ছবিটি লক্ষ্য করুন।

ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন

আপনার যদি, Visa Status Enquiry এমন Your visa is Processed and printed লেখা থাকে। তাহলে, আপনার ভিসা ডেলিভারি দিবে।

বিঃদ্রঃ- আপনার মোবাইল যদি Confirm মেচেজ না আসে। তাহলে, ভিসা অফিসে যাওয়ার প্রয়োজন নেই। কারণ, আপনার মেচেজ না আসলে ভিসা ডেলিভারি দিবে না।

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

আপনারা যদি, ইন্ডিয়ান ভিসা চেক করতে চান। তাহলে, আপনারা (https://indianvisaonline.gov.in/) এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর, উপরের নিয়ম গুলো করতে হবে। তাহলে, আপনারা খুবই সহজে পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন।

ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন লাগে

আপনাদের ইন্ডিয়ান ভিসা পেতে ২ মাস ১৫ দিন সময় লাগবে। আর! সর্বশেষ তিনমাস সময় লাগতে পারবে। আপনারা দালালের ক্ষপরে পড়বেন না। নাহলে, আপনার ভিসা ৩ মাস পর ও দিবে না।

আমাদের শেষকথাঃ

আশাকরি, আপনারা খুবই সহজে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম জানতে পেরেছেন। আপনাদের যদি, কোন বিষয়ে বুঝতে অসুবিধা হয়। তাহলে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন করুন। আর! এই পোস্টটি ভালো লাগলে আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন।

Telegram Group Join Now

Leave a Comment

error: Content is Protected! 😋