যশোর বোর্ড এইচএসসি রেজাল্ট

যশোর বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪ – Jessore Board HSC Result 2024

হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যশোর বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম। আপনারা যারা যশোর বোর্ড থেকে এইচ এস সি ২০২৪ এর পরীক্ষা দিয়েছেন। আপনারা যদি চান? তাহলে, যশোর বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন।

আপনারা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে সব কিছু বিস্তারিত জানতে পারবেন। আপনারা যারা যশোর বোর্ড এর এইচএসসি রেজাল্ট ২০২৪ চেক করতে চাচ্ছেন। আপনারা শুধু মাত্র রোল ও রেজিঃ নাম্বারের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।

এইচএসসি রেজাল্ট ২০২৪ যশোর বোর্ড

এইচএসসি পরীক্ষা যশোর বোর্ডের রেজাল্ট দেখার জন্য (http://result.jessoreboard.gov.bd/) এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এটি যশোর বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট। আপনারা সবার আগে রেজাল্ট দেখার জন্য নিজ নিজ বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেখবেন। কারণ, সবার আগে আপনাদের রেজাল্ট নিজের বোর্ডের কাছে হস্তান্তর করা হয়। আপনাদের সুবিধার জন্য নিচে ওয়েবসাইটের বিবরণ শেয়ার করা হল।

যশোর বোর্ড এইচএসসি রেজাল্ট

উপরের ওয়েবসাইটের বিবরণগুলো নিচে ধাপে ধাপে শেয়ার করা হল।

ধাপ ১: প্রথমে, (http://result.jessoreboard.gov.bd/) এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

ধাপ ২: তারপর, Reg. No এর অপসানটিতে এডমিট কার্ডের রেজিস্ট্রেশন নম্বরটি ইংরেজীতে লিখতে হবে।

ধাপ ৩: তারপর, Roll এর অপসানটিতে এডমিট কার্ডের রোল নংটি ইংরেজীতে লিখতে হবে।

এবার, সবকিছু সঠিকভাবে পূরণ করার পর, Find অপসানটিতে একটি ক্লিক করতে হবে। তাহলে, আপনারা মার্কশীট সহ যশোর বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪ দেখতে পারবেন।

যশোর বোর্ডের এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

যশোর বোর্ডের এইচএসসি রেজাল্ট ফলাফল দেখার জন্য (http://www.educationboardresults.gov.bd/) এই ওয়েবসাইটের মাধ্যমেও দেখতে পারবেন। এই ওয়েবসাইটি হল – বাংলাদেশ শিক্ষা বোর্ডের অফিশিয়াল রেজাল্ট দেখার ওয়েবসাইট। আপনারা এই ওয়েবসাইটে মাধ্যমে এডমিট কার্ডের রোল ও রেজিঃ নং এর মাধ্যমে পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।

আপনারা যদি, উপরের দুটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ফলাফল না দেখতে পারেন। তাহলে, আপনারা শুধুমাত্র রোল নং দিয়ে এইচএসসি পরীক্ষার ফলাফল চেক করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য নিচে পদ্ধতি শেয়ার করা হল।

রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট যশোর বোর্ড

মোবাইলে এসএমএসের  মাধ্যমে রোল নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট দেখার জন্য, মোবাইলে ম্যাচেজ অপসান থেকে, বড় হাতের HSC লিখে স্পেস দিয়ে নিজ নিজ বোর্ডের প্রথম তিনটি অক্ষর দিয়ে স্পেস, তারপর রোল নং লিখে ১৬২২২ নং এ ম্যাচেজ পাঠাতে হবে। প্রতিবার ম্যাসের পাঠানোর জন্য যে কোন অপারেটরের সিম থেকে ২.৬৫ পয়সা চার্জ কেটে নিবে। আপনাদের বোঝার জন্য নিচে SMS পদ্ধতির নিয়ম শেয়ার করা হল।

উদাহরণঃ SSC JES 123456 লিখে Sent করুন 16222

আমাদের শেষকথাঃ

আশাকরি, আপনারা আমাদের দেখানো পদ্ধতির মাধ্যমে যশোর বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম সম্পূর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনাদের যদি, আমাদের আজকের প্রতিবেদনটি ভালো লাগে। তাহলে, আপনারা আপনাদের প্রিয় বন্ধ-বান্ধবের সাথে শেয়ার করুন।

বিঃদ্রঃ- আপনাদের যদি, রেজাল্ট দেখতে কোন অসুবিধে হয়। তাহলে, আপনারা নিচের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। তারপর, আপনার রোল, রেজিঃ নাম্বার এবং বোর্ডের নাম লিখে টেলিগ্রামে মেচেজ করুন। আমাদের একজন প্রতিনিধি আপনার ফলাফলটি চেক করে, মার্কশীট সহ রেজাল্ট জানিয়ে দেবে। ধন্যবাদ

About Admision Notes

Check Also

সিলেট বোর্ড এইচএসসি রেজাল্ট

সিলেট বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪ – Sylhet Board HSC Result 2024

হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই নিজ নিজ সৃষ্টিকর্তার কৃপায় সুস্থ ও সুন্দর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *