হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম। আপনারা অনকেই ভর্তি পরীক্ষার ফলাফল চেক করতে পারেন না।
তাই, আমরা আজকে জাবি ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম দেখার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখার পর, যে কেউ ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। তবে, চল! কথা না বাড়িয়ে আজকের প্রতিবেদনটি শুরু করা যাক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪
আপনারা যারা, এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন। আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (https://ju-admission.org/user/login) ভর্তি পরীক্ষার রেজাল্ট এই লিংকের মাধ্যমে দেখতে পারবেন। আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের স্কিনসর্ট সহ বিবরণ শেয়ার করা হল।
আপনারা যদি, শুধুমাত্র আপনাদের ব্যক্তিগত ফলাফল (ইউনিট ভিত্তিক) রেজাল্ট দেখতে চান। তাহলে, উপরের লিংকে ক্লিক করতে হবে। তারপর, আপনারা উপরের স্কিনসর্ট এর মত ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপর, আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়ে ছিলেন। আপনাদের সেটি বসাতে হবে এবং তার নিচে পাসওয়ার্ড বসিয়ে “লগইন করুন” অপসানটিতে ক্লিক করতে হবে। তাহলে, আপনার প্রোফাইলে আপনার ভর্তি পরীক্ষার ফলাফলটি আপডেট করে দেওয়া হয়েছে। এছাড়া, আপনারা আরও একটি পদ্ধতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সকল ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার রেজাল্ট (২০২৩-২০২৪)
আপনাদের সুবিধার জন্য জাবি ক, খ, গ ও ঘ সকল ইউনিট এর ভর্তি পরীক্ষার রেজাল্ট নিচে শেয়ার করা হল। আপনারা আপনাদের সাবজেক্ট ও ইউনিট দেখে পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে, আপনাদের নিজ নিজ রোল নং দেখুন। আপনি সিলেক্ট হয়েছেন কি? না!
ইউনিট / ইনস্টিটিউট | ফলাফল | |
---|---|---|
A ইউনিট |
গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি | Male Merit |
Female Merit | ||
C1 ইউনিট |
কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ | Male Present |
Female Present | ||
C ইউনিট |
কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট | Male Science Merit |
Male Humanities Merit | ||
Male Business Merit | ||
Male English Merit | ||
Male BICLC Merit | ||
Female Science Merit | ||
Female Humanities Merit | ||
Female Business Merit | ||
Female English Merit | ||
Female BICLC Merit | ||
D ইউনিট |
জীববিজ্ঞান অনুষদ | Male Merit (সংশোধিত) |
Female Merit (সংশোধিত) | ||
B ইউনিট |
সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ | Male Merit (সংশোধিত) |
Female Merit (সংশোধিত) | ||
IBA-JU ইউনিট |
ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) | Male Merit |
Female Merit | ||
E ইউনিট |
বিজনেস স্টাডিজ অনুষদ | Male Business Merit |
Male Non-Business Merit | ||
Female Business Merit | ||
Female Non-Business Merit |
আমাদের শেষকথাঃ
আশাকরি, আপনারা আমাদের দেখানো পদ্ধতির মাধ্যমে খুবই সহজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪ দেখার বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আপনাদের যদি, এরপর ও কোন কিছু বোঝতে অসুবিধে হয়। তাহলে, আপনারা নিচের কমেন্ট বক্স কমেন্ট করতে ভূলবেন না। ধন্যবাদ