হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আপনারা কি জানেন? আজ জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে। আপনারা যারা, এখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ফলফল চেক করতে পারেননি।
আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে খুবই সহজে মাস্টার্স ফাইনাল রেজাল্ট ২০২৪ দেখতে পারবেন। আপনারা হয়ত বা, সার্ভার জনিত সম্যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পাচ্ছেন না। তবে, আমরা আপনাদের সাথে রেজাল্ট দেখার অল্টারনেটিভ সার্ভার শেয়ার করব। আর! এই সার্ভারের মাধ্যমে খুবই সহজে প্রিলিমিনারি টু মাস্টার্স অথবা মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।
মাস্টার্স শেষ পর্ব রেজাল্ট ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স রেজাল্ট দেখার জন্য (www.nu.ac.bd/results) এই ওয়েবসােইটে প্রবেশ করতে হবে। তারপর, আপনারা বামপাশে তিনটি অপসান দেখতে পাবেন। আপনারা Masters অপসানটিতে একটি ক্লিক করবেন। তাহলে, আপনারা খুবই সহজে মাস্টার্স প্রিলি ও মাস্টার্স ফাইনাল দুটি অপসান পেয়ে যাবেন। এখন, আপনি কোন রেজাল্ট দেখতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে।
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম
আপনারা যদি, উপরের ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে না পারেন। তাহলে, আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের (http://103.113.200.7/) এই অল্টারনেটিভ সার্ভারের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইটের বিবরণ শেয়ার করা হল।
আপনারা যখন, ওপরের অল্টারনেটিভ সার্ভারের মাধ্যমে ফলাফল চেক করবেন। ঠিক তখনি আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদের সুবিধার জন্য নিচে ওয়েসাইটের বিষয় শেয়ার করা হল।
- আপনাদের প্রথমে, এই লিংকে প্রবেশ করতে হবে।
- তারপর, Masters অপসানটি সিলেক্ট করতে হবে।
- এবার, দুটি অপসান দেখতে (Masters Preli & Masters Final) পাবেন।
- তারপর, আপনার রোল নং ও রেজিঃ নং ইংরেজিতে লিখতে হবে।
- এবার, পরীক্ষার সালটি লিখতে হবে।
- তারপর, অদৃশ্য ছবির সংখ্যাটি নিচের ফাঁকা কোডে বসাতে হবে।
আপনাদের যদি, সব কিছু সঠিক ভাবে পূরণ করা হয়ে যায়। তাহলে, আপনারা এবার Search Result এ ক্লিক করলে, আপনাদের রেজাল্ট দেখতে পারবেন।
SMS এর মাধ্যমে মাস্টার্স শেষ পর্ব রেজাল্ট দেখার নিয়ম
আপনারা যার, ওপরের নিয়ম গুলোর মাধ্যমে মাস্টার্স শেষ পর্ব রেজাল্ট দেখতে পাননি। আপনারা এবার যদি, নিচের এসএমএস পদ্বতি মাধ্যমে রেজাল্ট চেক করতে চান। তাহলে, আপনারা খুবই সহজে রেজাল্ট বের করতে পারবেন। আপনাদের এবার এসএমএস পাঠানোর জন্য যে কোন সিম থেকে ২.৫০ পয়সা চার্জ কাটবে। তবে, চলুন এসএমএস পদ্ধতি নিচে শেয়ার করা যাক।
এসএমএস এর মাধ্যমে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার রেজাল্ট দেখার নিয়মঃ NU <স্পেস> MF<স্পেস> Masters Roll Number পাঠিয়ে দিন, 16222 নাম্বারে।
উদাহরনঃ NU MF 123456 লিখে Send to করুন 16222 নাম্বরে।
আমাদের শেষবানীঃ
আশাকরি, আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে খুবই সহজে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার রেজাল্ট ২০২৪ দেখতে পেরেছেন। আপনাদের এর পর ও যদি! মাস্টার্স ফলাফল চেক করতে না পার। তাহলে, আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। আপনারা আপনাদের রোল নং ও রেজিঃ নং দিলে। আমাদের একজন প্রতিনিধি আপনার রেজাল্টটি চেক করে দিবে। শুভকামনা