হ্যালো, প্রিয় দর্শক। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওমানের ১ টাকা বাংলাদেশের কত টাকা অর্থাৎ, আমি আপনাদের আজ ফিনল্যান্ডের টাকার মান বাংলাদেশি টাকায় কত টাকা হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব।
বর্তমান সময়ে বাংলাদেশের অনেকে ভাই-বোন অর্থ উপার্জন করার জন্য ওমানে চলে যাচ্ছে। আর! অর্থ বা মুদ্রা আমাদের জীবিকা নির্বাহ ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। তাই, অনেক বাংলাদেশী ভাই-বোন টাকা ইনকাম করার জন্য প্রবাস জীবনে চলে যাচ্ছে। আবার, কেউ কেউ বিদেশে বিভিন্ন শ্রমিক হিসেবে কাজে নিয়োজিত হচ্ছে।
ওমানের ১ টাকা বাংলাদেশের কত টাকা ২০২৪
বর্তমান সময়ে ওমানের ১ টাকা বাংলাদেশে ৩০৫ টাকা। আপনারা হয়ত বা, অনেকেই জানেন প্রতিদিন সকল দেশের মুদ্রা বা টাকার মান কম বেশি হতে পারে। তবে, সঠিক মুদ্রার মান দেখার জন্য Oman Currency to BDT লেখাটি কপি করে গুগলে সার্চ করুন। তাহলে, আপনারা সবার প্রথমে ওমানের ১ টাকা বাংলাদেশে কত টাকা সেটার সঠিক তথ্য পাবেন।
বাংলাদেশের মুদ্রার নাম যেমন টাকা, তেমনি ওমানের মুদ্রার নাম ওমানি রিয়াল। আপনারা যারা, ওমানের মুদ্রার নাম কি? জানেন না। তাদের জন্য আমরা বিষয়টি শেয়ার করলাম। এছাড়া, আপনারা যদি গুগলে Omani Rial to BDT লিখে সার্চ করুন। তাহলে, ও আপনারা ওমানের টাকা সমান বাংলাদেশে কত টাকা। এই বিষয়ে সম্পূর্ণ একটা ধারনা পাবেন।
আজকে ওমানের ১ টাকা বাংলাদেশের কত টাকা
আপনাদের সুবিধার জন্য নিচে টেবিল এর মাধ্যমে ওমানের কত টাকা দিলে, বাংলাদেশী কত টাকা পাবেন। তার কয়েকটি বিস্তারিত ধারণা নিচে শেয়ার করা হল। এছাড়া, টেবিল এ কয়েকটা ওমানের মুদ্রার মান বাংলাদেশী টাকায় কত হবে সেটির বিষয়ে বিস্তারিত শেয়ার করা হল।
ওমানের মুদ্রা | বাংলাদেশী টাকা |
১ ওমানি রিয়াল | ৩০৫ টাকা ১৮ পয়সা |
৫ ওমানি রিয়াল | ১,৫২৫ টাকা ৮৯ পয়সা |
১০ ওমানি রিয়াল | ৩,০৫১ টাকা ৭৯ পয়সা |
২০ ওমানি রিয়াল | ৬,১০৩ টাকা ৫৮ পয়সা |
৫০ ওমানি রিয়াল | ১৫,২৫৮ টাকা ৯৫ পয়সা |
১০০ ওমানি রিয়াল | ৩০,৫১৭ টাকা ৯০ পয়সা |
৫০০ ওমানি রিয়াল | ১,৫২,৫৮৯ টাকা ৪৯ পয়সা |
১০০০ ওমানি রিয়াল | ৩,০৫,১৭৮ টাকা ৯৮ পয়সা |
ওমানের ১ রিয়াল বাংলাদেশের কত টাকা
আপনারা যারা জানতে চান? ওমানের 1 টাকা বাংলাদেশের কত টাকা। ওমানের ১ রিয়াল সমান বাংলাদেশ ৩০৫ টাকা। কিন্তু! র্বতমান সময়ে দেশের অর্থনীতির উপর প্রত্যেক দেশের মুদ্রার মান কম বেশি হয়ে থাকে। এই বিষয় বা প্রশ্নটা একই কিন্তু! অনেকেই বিষয়টা বুঝতে পারে না। আপনাদের সুবিধার জন্য বিষয়টি শেয়ার করা হল।
ওমানের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা
ওমানের ১০০ ওমানি রিয়াল সমান বাংলাদেশ ৩০,৫১৭ টাকা। তবে, এই টাকা বা মুদ্রার রেট প্রতিদিন কম বেশি হতে পারে। তবে, আমরা উপরে আপনাদের জন্য Live Currency Converter টুল দিয়েছি। আপনারা ওমানি রিয়াল বসাবেন সেটা বাংলাদেশ টাকায় কত হবে। সেটা আপনার জানতে পারবেন। আপনারা অবশ্যই লাইভ ডলার রেট চেক করার অপসান থেকে দেখে নিবেন। আশাকরি, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।
ওমান থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায়
ওমান থেকে খুবই সহজে সঠিক পদ্ধতিতে বাংলাদেশে টাকা পাঠানো সম্ভব। আপনারা বাংলাদেশের সরকারী যে ব্যাংক গুলো রয়েছে। আপনারা সেই সকল ব্যাংক গুলোর মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। এছাড়া, আপনারা অনেকেই হুডির মাধ্যমে ওমান থেকে বাংলাদেশে টাকা পাঠান। এত করে, এই পদ্ধতিতে অনেক রিক্স বা সমস্যা হতে পারে। আপনারা হয়ত বা, অনেকেই জানেন হুডি বাংলাদেশ সরকার বিরোধী একটি কর্মকান্ড। তাই, তাই, আমাদের সাজেশন থাকবে, আপনারা যদি ওমান থেকে বাংলাদেশে টাকা পাঠান। তাহলে, অবশ্যই আপনারা ব্যাকিং সার্ভিস এর মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাবেন।
আমাদের শেষকথাঃ
আশাকরি, আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আজকে ওমানের ১ টাকা বাংলাদেশের কত টাকা এই বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। আমাদের আর্টিকেলটি ভালো লাগলে। আপনার প্রিয় বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। আর! কোন কিছু বুঝতে অসুবিধে হলে, আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভূলবেন না। আমরা সব সময় আপনাদের কমেন্ট এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব । ধন্যবাদ