হ্যালো, প্রিয় ছাত্র-ছাত্রীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম। আপনারা যারা এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারেন না। তারা, আমাদের আজকের পোস্টটির মাধ্যমে চেক করতে পারবেন।
এসএসসি রেজাল্ট 2024
আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আপনি কি আপনার এসএসসি রেজাল্ট চেক করতে চান? কিন্তু! আপনার রেজিস্ট্রেশন নং মনে নাই। এখন আপনি কিভাবে SSC Result 2024 দেখতে পারবেন। যাই হোক, আপনি যদি আজকের আর্টিকেলটি সম্পূর্ন পড়েন। তাহলে, আপনি রোল নাম্বার দিয়ে SSC Result Check করতে পারবেন।
এসএসসি রেজাল্ট চেক ২০২৪
আপনারা হয়ত বা ইতিমধ্যে সংবাদ পেয়েছেন যে, আজ আপনাদের এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৪ প্রকাশ করা হয়েছে। আপনারা যারা এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে চান। আপনারা (http://www.educationboardresults.gov.bd/) এই ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে, আপনারা খুবই সহজে আপনাদের এসএসসি পরীক্ষার ফলাফল চেক করতে পারবেন।
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৪
আপনারা এসএসসি পরীক্ষার রেজাল্ট দুইটি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবেন। প্রথম ওয়েবসাইটি আমরা উপরে শেয়ার করেছি। আমরা এখন দ্বিতীয় ওয়েবসাইটা শেয়ার করব। আপনারা চাইলে, (https://eboardresults.com/) এই ওয়েবসাইটের মাধ্যমে ও SSC Result 2024 খুবই সহজে চেক করতে পারবেন।
রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট ২০২৪ বের করার নিয়ম
আপনারা যারা রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট চেক করতে চাচ্ছেন। তারা, একটি মাত্র উপায় বা নিয়মের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে পাবেন। আপনাদের হাতে থাকা যে কোন বাটন ফোন অথবা স্মার্ট ফোন এর মাধ্যমে এসএমএস এর মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল চেক করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমরা সকল বোর্ড এর SMS সিস্টেমটা শেয়ার করা হল।
এসএমএস এ রেজাল্ট দেখার নিয়মঃ SSC <স্পেস> Board <স্পেস> Roll <স্পেস> 2024 and পাঠিয়ে দিন, 16222 নাম্বারে।
উদাহরনঃ SSC JES 23456 2024 লিখে Send to করুন 16222 নাম্বরে।
আপনার যে বোর্ড সেই বোর্ড এর ইংরেজি বড় হাতের অক্ষরে প্রথম তিনটি অক্ষর লিখতে হবে। যেমনঃ যশোর (Jessore) বোর্ড। আপনি উপরের উদাহরনটি দেখলে বুঝতে পারবেন। আপনাদের সুবিধার জন্য সকল বোর্ড এর তিনটি ইংরেজি শব্দ নিচে টেবিল এর মাধ্যমে দেওয়া হল।
Education Board Name | First 3 Word |
Barisal | BAR |
Comilla | COM |
Chittagong | CHI |
Dinajpur | DIN |
Dhaka | DHA |
Rajshahi | RAJ |
Sylhet | SYL |
Jessore | JES |
বিঃদ্রঃ- আপনাদের যার যে বোর্ড সেই বোড এর প্রথম ইংরেজি বড় হাতের অক্ষর লিখতে হবে। আর! সব নিয়ম বা SMS পাঠানোর নিয়ম গুলো একই থাকবে।
আমাদের শেষকথাঃ
আশাকরি, আপনারা খুবই সহজে রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট দেখতে পেরেছেন। আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যদি, উপকৃত হন। তাহলে, আপনি আপনার প্রিয় বন্ধু-বান্ধবের সাথে আজকে পোস্টটি ফেসবুক ও মেচেন্জারে শেয়ার করুন। ধন্যবাদ