ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ১ম অধ্যায়: আমাদের প্রত্যেকের জিবনে নানান ধরনের সমস্যা হয়ে থাকে। বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সুবিধা নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করে থাকি। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পড়াশুনা ও বিভিন্ন কাজকর্ম খুবই সহজ হয়ে যাচ্ছে। প্রযুক্তির উন্নয়ন আমাদের এমন একটি জায়গায় এনে দাঁড় করিয়েছে যে, প্রতিদিনই নিত্য নতুন জ্ঞান যুক্ত হচ্ছে। আমাদের প্রতিদিনের জীবনও পরিবর্তন হচ্ছে খুবই দ্রুত।
আপনারা হয়ত, জানেন না! ডিজিটাল প্রযুক্তি এখন আর কম্পিউটার চালানোর মধ্যে সীমাবদ্ধ নেই, আমাদের জীবনের সাথে সম্পর্কিত সকল ধরণের সমস্যার প্রযুক্তিগত সমাধান ডিজিটাল প্রযুক্তির মধ্যে অন্তর্ভুক্ত। আমরা আজকে ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ১ম অধ্যায় এ শিখব বা পড়ব ডিজিটাল সময়ের তথ্য নিয়ে। নিচে ডিজিটাল সময়ের তথ্য ৭ম শ্রেণি ১ম অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ১ম অধ্যায় কুইজ প্রশ্ন
১. বর্তমান সময়ে কি সাহায্যে সমস্যার সমাধান করা যাই?
উত্তরঃ ডিজিটাল প্রযুক্তির সুবিধা নিয়ে।
২. শিশির এর ইঁদুরের নাম কি?
উত্তরঃ ‘ধূমকেতু’।
৩. ডিজিটাল প্রযুক্তি এখন আর কিসের মধ্যে সিমাবদ্ধ নয়?
উত্তরঃ কম্পিউটার চারানোর মধ্যে।
৪. তথ্যের উৎস প্রধানত কয় ধরনের?
উত্তরঃ দুই ধরনের (মানবীয় ও জড় উৎস)।
৫. মুদ্রণ মাধ্যম কোন গুলো?
উত্তরঃ পত্রিকা, ম্যাগাজিন, বই ইত্যাদি।
৬. ইলেকট্রনিক মাধ্যম কোন গুলো?
উত্তরঃ রেডিও, টেলিভিশন ইত্যাদি।
৭. ইন্টারনেট বা নিউ মিডিয়া কোন গুলো?
উত্তরঃ ওয়েবসাইট, অনলাইন পত্রিকা, অনলাইন টেলিভিশন ইত্যাদি।
৮. কম্পিউটার বা সফটওয়্যারের ভাষা কি?
উত্তরঃ কোডিং বা কোড।
৯. সংরক্ষণ মানে কি?
উত্তরঃ রক্ষা করা।
১০. ক্লাউডের বাংলা বাংলা মানে কি?
উত্তরঃ ‘মেঘ’!
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ১ম অধ্যায় শুন্যস্থান পূরন
১. শিক্ষা প্রতিষ্ঠান _____ কেন্দ্র।
উত্তর: সামাজিক।
২. ডিজিটাল প্রযুক্তি এখন আর _____ চালানোর মধ্যে সীমাবদ্ধ নেই।
উত্তর: কম্পিউটার।
৩. বর্তমান সমস্যার প্রযুক্তিগত সমাধান _____ প্রযুক্তির মধ্যে অন্তর্ভুক্ত।
উত্তর: ডিজিটাল।
৪. শিশির এই ইঁদুরের নাম _____।
উত্তর: ‘ধূমকেতু’।
৫. আমরা _____ এই উৎস থেকেই তথ্য সংগ্রহ করেছি।
উত্তর: মানবীয় ও জড়।
৬. সংরক্ষণ মানে হচ্ছে _____।
উত্তর: ‘রক্ষা করা’ বা ‘জমিয়ে রাখা’।
৭. কম্পিউটারে টাইপ করে কম্পিউটারের _____ রাখেন।
উত্তর: হার্ডডিস্কে।
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন ১। কি জন্য ছাত্র-ছাত্রীর পড়াশুনা কমে গেছে?
উত্তর: ‘ভিডিও গেমসের আসক্তি’র কারণে।
প্রশ্ন ২। কম্পিউটারের ভাষা কি?
উত্তর: কোড বা কোডিং।
প্রশ্ন ৩। ‘দুটি কলম কিনলে একটি কলম ফ্রি’এটি কি?
উত্তর: বিজ্ঞাপন।
প্রশ্ন ৪। কনটেন্ট কি?
উত্তর: নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য সংগ্রহ করা।
প্রশ্ন ৫। কম্পিউটারের হার্ডডিস্ককে কি বলে?
উত্তর: ডাটা সংরক্ষণের যন্ত্র।
প্রশ্ন ৬। আগের কালের মানুষ কিসে তথ্য সংগ্রহ করত?
উত্তর: পাথরে খোদাই করে, গুহায় বিভিন্ন সাংকেতিক ভাষায় লিখে, কিংবা গাছের গুঁড়িতে লিখে।
প্রশ্ন ৭। বাংলাদেশের মোট বিভাগ কয়টি?
উত্তর: ৮টি।
প্রশ্ন ৮। গুগল ফর্ম কি?
উত্তর: লেখালেখি করার ফ্রি টুল।