জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ২য় অধ্যায়: আমাদের প্রত্যেকের সময় বদলানোর সাথে সাথে পেশার পরিবর্তন হচ্ছে। শিল্প বিপ্লবের ধাক্কায় দ্রুত মানুষের জিবনের চাহিদা বদলে যাচ্ছে। আর! চাহিদা পূরনের জন্য বদলে যাচ্ছে পেশার রূপ বা ধরন। সৃজনশীল ভাবনা ও সূক্ষ্ম চিন্তনকে কাজে লাগিয়ে সেসব পেশায় নিজেদেরকে মানিয়ে নিতে পারলে আমাদের সামনের পথচলা হবে সাফল্যময়।
আমাদের সমাজে জীবন-যাপন করার জন্য পেশার রুপ বদল খুবই গুরুত্বপূর্ন। আমরা দেখেছি, আমাদের আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও পরিচিতজন সবাই একই ধরনের কাজ করেন না। যেমন-কৃষক ধান উৎপাদন করেন, জেলেরা মাছ চাষ করেন। আবার অনেকেই আছে যারা বিভিন্ন কলকারখানায় বিভিন্ন পণ্যসামগ্রী উৎপাদনের সাথে জড়িত যেমন গার্মেন্টসে শ্রমিক কর্মচারীরা পোশাক তৈরির সাথে যুক্ত রয়েছেন, ঔষধ শিল্পের সাথে জড়িত পেশাজীবিরা ওষুধ উৎপাদন করছেন,অনেকে আসবাবপত্র উৎপাদনের সাথে জড়িত রয়েছেন। জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ২য় অধ্যায়ে আমরা পেশার রূপ বদল সম্পর্কে বিস্তারিত জানতে পারব।
জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ২য় অধ্যায় কুইজ প্রশ্ন
১. সময়ের সাথে সাথে মানুষের বদলায় কি?
উত্তরঃ পেশা।
২. মানুষের জীবনের চাহিদা বদলায় দ্রত কি জন্য?
উত্তরঃ শিল্প বিপ্লবের জন্য।
৩. কোথায় মানুষ নানান পেশার কাজ করে?
উত্তরঃ শহরে।
৪. বাংলাদেশের অর্থনৈতিক খাতকে কয়টি ভাগে বিভক্ত?
উত্তরঃ তিনটি।
৫. বাংলাদেশের অর্থনৈতিক খাতগুলো কি কি?
উত্তরঃ কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত।
৬. চাষাবাদ, বীজবপন ও শস্য-উদ্ভিদ পরিচর্যা কি ধরনের খাত?
উত্তরঃ কৃষি খাত।
৭. বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ খাত কোনটি?
উত্তরঃ কৃষি খাত।
৮. আমরা যে পোষাক ব্যবহার করি, এটা কোন খাতের উদাহরন?
উত্তরঃ শিল্প খাত।
৯. প্রকৃতি থেকে সংগ্রহ করে তা কারখানায় প্রক্রিয়াজাত করা কোন খাতের কাজ?
উত্তরঃ শিল্প খাত।
১০. বর্তমান সময়ে কিসের মাধ্যমে অর্থের লেনদেন করা যায়?
উত্তরঃ মোবাইল।
১১. বর্তমান নতুন পেশার নাম কি?
উত্তরঃ ফ্রিল্যান্সিং।
১২. আবির কি কাজ করত?
উত্তরঃ কৃষি কাজ।
১৩. আবির কি কাজ ছেড়ে চাকুরিতে যোগদান করছে?
উত্তরঃ কৃষি কাজ।
১৪. আবিরের কোম্পানীর নাম কি?
উত্তরঃ দিগন্ত কৃষি সার্ভিসে স লিমিটেড।।
১৫. মোবাইল ফোনের মাধ্যমে কি করা যায়?
উত্তরঃ ব্যাংকিং, যোগাযোগ সুবিধা।
জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ২য় অধ্যায় শুন্যস্থান পূরন
১. সময়ের সাথে সাথে মানুষের _____ বদলায়।
উত্তর: পেশা।
২. _____ ধাক্কায় দ্রুত বদলে যাচ্ছে জীবনের চাহিদা।
উত্তর: শিল্প বিপ্লবের।
৩. শহুরে জীবনে সকালে ঘুম ভাঙ্গতেই শোনা যায় _____ ।
উত্তর: ‘ছাই নিবেন গো, ছাই!’
৪. জেলেরা _____ করেন।
উত্তর: মাছ চাষ।
৫. বাংলাদেশের সকল অর্থনর্থৈতিক খাতকে _____ খাতে বিভক্ত করা হয়।
উত্তর: তিনটি।
৬. বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ _____।
উত্তর: কৃষি খাত।
৭. গ্রামের মানুষজন পূর্বের পেশা ছেড়ে যুক্ত হচ্ছে _____ ।
উত্তর: নতুন নতুন পেশায়।
৮. _____ বছর আগেও কৃষকরা জমিতে হাল দিয়ে চাষ করত।
উত্তর: ২০ বছর।
৯. বর্তমান সময়ে কৃষকরা _____ ব্যবহার করে ধান কাটেন।
উত্তর: মেশিন।
১০. _____ ব্যবহারের কারণে কৃষিতে শ্রমিকের চাহিদা অনেক কমে গেছে।।
উত্তর: মেশিন বা যন্ত্রের।
জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ২য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন ১। মানুষের জীবনের চাহিদা পরিবর্তনের কারন কি?
উত্তর: মানুষের জীবনের চাহিদা পরিবর্তনের কারন হল – শিল্প বিপ্লব।
প্রশ্ন ২। শহুরে জীবনে সকালে ঘুম ভাঙ্গতেই কি শুনা যায়?
উত্তর: শহুরে জীবনে ভোরে ঘুম ভাঙ্গতেই শোনা যায় ‘ছাই নিবেন নাকি, ছাই!’ কিংবা দরজায় এসে দাঁড়ালে দেখা যায়, সংবাদ পত্র বিলি করে গেছেন হকার। আর গ্রামীণ জীবনে ভোরে গোয়ালা এসে দুধ দিয়ে যান, পাখির কল-কাকলীর সাথে যুক্ত হয় মুড়ি-মুড়কিওয়ালার হাঁকডাক।
প্রশ্ন ৩। কৃষি খাত কি?
উত্তর: ফসল উৎপাদন, মৎস চাষ, গবাদি পশু-পাখি পালন ইত্যাদি।
প্রশ্ন ৪। শিল্প খাত কি?
উত্তর: পোশাক তৈরি, রাসায়নিক সামগ্রী উৎপাদন, আসবাবপত্র তৈরি ইত্যাদি।
প্রশ্ন ৫। সেবা খাত কি?
উত্তর: চিকিৎসা, শিক্ষা, দ্রব্য বিক্রয় মেরামত, বিপণন ইত্যাদি।
প্রশ্ন ৬। কৃষকের উৎপাদন মূলক কাজ কি খাতের অন্তভূক্ত?
উত্তর: কৃষি খাতের অন্তভূক্ত।
প্রশ্ন ৭। দৈনন্দিন জীবনে অনেক কিছু ব্যবহার করি যা সরাসরি প্রকৃতি থেকে আসে না এগুলো কি খাতের অন্তভূক্ত ?
উত্তর: দৈনন্দিন জীবনে অনেক কিছু ব্যবহার করি যা সরাসরি প্রকৃতি থেকে আসে না এগুলো শিল্প খাতের অন্তভূক্ত।
প্রশ্ন ৮। ফসল উৎপাদন, মৎস চাষ ও গবাদি পশু-পাখি পালন কোন শিল্প?
উত্তর: কৃষি খাত।
প্রশ্ন ৯। বর্তমান সময়ে কি কাজের চাহিদা বাড়ছে?
উত্তর: র্বতমান সময়ে ফ্রিল্যান্সিং কাজের চাহিদা বাড়ছে।
প্রশ্ন ১০। সুন্দরভাবে জীবন-যাপনের জন্য কি প্রয়োজন?
উত্তর: নিত্যনতুন পেশার ও অর্থের।