হ্যালো, শিক্ষার্থীরা। আপনাদের জন্য একটি সুখবর। আপনারা কি জানেন? সুইজারল্যান্ডে স্কলারশিপ ‘দ্য সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ’, আবেদন শুরু হয়েছে। আপনারা যারা সুইজারল্যান্ডে পড়াশুনা করার জন্য স্কলারশিপ নিতে চাচ্ছেন। বাংলাদেশের ছাত্রছাত্রীদের আবেদন করার সুযোগ রয়েছে।
রিসার্চ ফেলোশিপ, পিএইচডি স্কলারশিপ ও পোস্ট ডক্টরাল এই সব শিক্ষার্থীদের সুইজারল্যান্ডে স্কলারশিপ প্রদান করবে।আজ শুক্রবার ২৪ আগস্ট ২০২৪ থেকে আবেদন শুরু হয়েছে। আর! আবেদন শেষ হবে, আগামী ২৪ অক্টোবর ২০২৪ পর্যন্ত।
আরো জানুনঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি
সুইজারল্যান্ড স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া
সুইজারল্যান্ডে স্কলারশিপ এর আবেদন অনলাইনের মাধ্যমে করতে পারবেন। আপনারা এই (https://www.sbfi.admin.ch/sbfi/en/home/education/scholarships-and-grants/swiss-government-excellence-scholarships.html) লিংকের মাধ্যমে সুইজারল্যান্ডে স্কলারশিপের আবেদন বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
বাংলাদেশের ছাত্রছাত্রীরা সুইজারল্যান্ডে স্কলারশিপের জন্য বিস্তারিত জানতে পারবেন। নিচের ইমেলই ও ফোন নং দিয়ে। এছাড়া, আপনারা নিচের ঠিকানাই সরাসরি গিয়ে আবেদন জমা দিতে পারবেন।
Helpline for application
Contact E-Mail: dhaka@eda.admin.ch
Contact Phone: 00880 2 5505 1601
Address for submission of application
Embassy of Switzerland
Bay’s Edgewater, 8th floor, Plot 12, North
Avenue, Gulshan 2
1212 Dhaka
Bangladesh
সুইজারল্যান্ড স্কলারশিপের সুযোগ সুবিধা
- আংশিক টিউশন ফি।
- মাসে মাসে ভাতা দিবে।
- স্বাস্থ্যবিমা দিবে।
- যাতায়াতের জন্য বিমানভাড়া দিবে।
- আবাসন-ভাতা দিবে।
- সাপোর্ট সার্ভিস এবং বিভিন্ন ট্রিপ, ডিনার ও দর্শনীয় স্থান ভ্রমণে অংশগ্রহণের সুযোগ করে দিবে।
সুইজারল্যান্ড স্কলারশিপের আবেদনের যোগ্যতা
- স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
- ভালো একাডেমিক ফল হতে হবে।
- ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
- সাধারণ এবং নির্দিষ্ট যোগ্যতার বিস্তারিত তথ্যের জন্য নিজ দেশের নির্দিষ্ট করে দেওয়া শিটগুলো দেখতে হবে।
আশাকরি, সুইজারল্যান্ড স্কলারশিপ এর বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন।
সূত্রঃ প্রথম আলো।