বেফাক পরীক্ষার মারহালা পরিবর্তন করার নিয়ম

বেফাক পরীক্ষার মারহালা পরিবর্তন করার নিয়ম

হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বেফাক পরীক্ষার মারহালা পরিবর্তন করার নিয়ম সম্পূর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা বেফাক পরীক্ষার মারহালা পরিবর্তন করার জন্য মুহতামিমের দ্বারা করতে হয়।

আপনি যে প্রতিষ্ঠানের মাদরাসায় পড়াশুনা করছেন। আপনার সেই মাদরাসার প্রধান মুহতামিমের সাথে যোগাযোগ করতে হবে। একমাত্র তিনি যদি, চান। তাহলে, মারহালা পরিবর্তন করা সম্ভব। আপনাদের সুবিধার জন্য নিন্মে বিস্তারিত শেয়ার করা হল।

বেফাক পরীক্ষার মারহালা পরিবর্তন করার নিয়ম

বেফাক পরীক্ষার মারহালা পরিবর্তন করার জন্য, মারহালা পরিবর্তনের ফরম পূরণ করার পর। সেটি বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড এর কাছে জমা দিতে হবে। তারপর, আপনার মাদরাসার শিক্ষার্থীদের মারহালা পরিবর্তন করা সম্ভব। নাহলে, আপনারা শিক্ষার্থীরা কোন ভাবে মারহালা পরিবর্তন করতে পারবেন না। আপনাদের সুবিধার জন্য নিচে মারহালা পরিবর্তন করার ফরমটি শেয়ার করছি।


বেফাক পরীক্ষার মারহালা পরিবর্তন করার নিয়ম


আপনারা যে মাদরাসায় পড়াশুনা করছেন, আপনাদের সেখানে দায়িত্ব প্রাপ্ত মুহতামিমের সাথে যোগাযোগ করতে হবে। তাহলে, আপনারা খুবই সহজে বেফাক পরীক্ষার মারহালা পরিবর্তন করতে পারবেন। এছাড়া, আপনারা নিচে নিজে কোন ভাবে মারহালা পরিবর্তন করতে পারবেন না।

মারহালা পরিবর্তনের ফরম PDF লিংক –  https://wifaqbd.org/admin/uploads/attach/639/attachment.pdf

আমাদের শেষকথাঃ

আশাকরি, আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বেফাক পরীক্ষার মারহালা পরিবর্তন করার নিয়ম সম্পূর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনাদের কোন বিষয়ে বুঝতে অসুবিধে হলে, প্রথমে নিজ নিজ মাদরাসায় যোগাযোগ করুন। তাহলে, আপনারা খুবই সহজে যে কোন সমস্যার সমাধান করতে পারবেন।

বিঃদ্রঃ-  আমাদের এই নিয়মটি অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে। যদি, কোন ভূল থাকে। তাহলে, আপনারা আমাদের নিচের টেলিগ্রামে জয়েন করে, বিস্তারিত আলোচনা করুন। ধন্যবাদ

এডমিশন নোটস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment

error: Content is Protected! 😋