অনার্স ২য় বর্ষ রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন ২০২৪

আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন

হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনার্স ২য় বর্ষ রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন। আপনারা আমাদের সাজেশন থেকে ৯৯% কমন প্রশ্ন পাবেন। কারণ, আমরা সাজেশন গুলো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্যার দের কাছ থেকে নিয়েছি।

অনার্স ২য় বর্ষ সাজেশন ২০২৪
বিষয়: রাজনীতি ও উন্নয়নে নারী
বিষয় কোড: ২২১৯০৫

ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. ‘Feminism’- শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: ফরাসি শব্দ Femme শব্দ থেকে এসেছে।

২. দুইজন নারীবাদী লেখকের নাম লিখ।
উত্তর: ১. বোট ফ্রাইডেন ও ২. মেরি ওলস্টোন ক্রাফট।

৩. কৃষ্ণাঙ্গ নারীবাদ কি?
উত্তর:
জাতি, ধর্ম, বর্ম, লিঙ্গ ও শ্রেণীগত বৈষম্য ও নিপীড়ন করার জন্য যে নারীবাদ আন্দোলন পরিচপালিত হয়, তাই – কৃষ্ণাঙ্গ নারীবাদ।

৪. Eco-Feminism-এর অর্থ কি?
উত্তর: পরিবেশ নারীবাদ।

৫. ‘The Subjection of Women’- গ্রন্থের লেখক কে?
উত্তর:
জন স্টুয়ার্ট মিল (John Stuart Mill)।

৬. ‘The Second Sex’- গ্রন্থটির লেখক কে?
উত্তর:
সিমোন দ্য বোভোয়ার (Simone de Beauvoir)।

৭. মালালা ইউসুফজাই কোন দেশের নাগরিক?
উত্তর:
মালালা ইউসুফজাই পাকিস্থানের নাগরিক।

৮. Betty Freidem-এর বিখ্যাত বইয়ের নাম কি?
উত্তর: Betty Freidan এর বিখ্যাত বইয়ের নাম হলো – The Feminine Mystique.

৯. French Women’s suffrage Society-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: হুবারটিন অকলার্ট (Hubertine Auclert)।

১০. প্রথম নারী অধিকার বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: 
স্পেনেকা ফলস-এ অনুষ্ঠিত হয়। ১৮৪৮ সালের ১৯ ও ২০ জুলাই।

১১. Epistemology – শব্দের শাব্দিক অর্থ কি?
উত্তর: 
জ্ঞানতত্ত্ব।

১২. Suverrsive Women – গ্রন্থটির লেখক কে?
উত্তর: 
সাসকিয়া উইরিংগা (Saskia Wieringa)।

১৩. একজন র‍্যাডিক্যাল নারীবাদী লেখকের নাম লিখ।
উত্তর: সিমন দ্য বোভোয়ার।

১৪. A Vindication of the Rights of women – গ্রন্থটির লেখক কে?
উত্তর: 
ব্রিটিশ লেখিকা Marry Wallstoncraft (মেরি ওলস্টোনক্রাফ্ট)।

১৫. ম্যারি ওলস্টোনক্রাফ্ট কে ছিলেন?
উত্তর: 
আধুনিক নারীবাদী চিন্তাজগতের এক অন্যতম পথিকৃত।

১৬. বিশ্বের সর্বপ্রথম নারীর ভোটাধিকার প্রদান করে কোন দেশ?
উত্তর: 
নিউজিল্যান্ড, ১৮৯৩ থালে সীমিত আকারে।

১৭. জেন্ডার কি?
উত্তর: 
নারী ও পুরুষ সম্পর্কীয় মনস্তাত্ত্বিক, সামাজিক ও সাংস্কৃতিক বোধ হচ্ছে জেন্ডার।

১৮. পিতৃতন্ত্র কি?
উত্তর: 
পিতৃতন্দ্র হচ্ছে এক ধরনের শাসনব্যবস্থা যেখানে, সর্বক্ষেত্রেই পুরুষের আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং পুরুষকে নারীর তুলনায় শ্রেষ্ঠ ও শক্তিশালী মনে করা হয়।

১৯. ‘কেউ নারী হিমাবে, জন্মগ্রহন করেনা, নারী হিসাবে তেরী হয়’ – কথাটি কে বলেছেন?
উত্তর:
সিমন দ্য বোভোয়ার (Semon the Bevoyer).

২০. নারীর দ্বৈত ভূমিকা কি?
উত্তর: 
নারীর দ্বৈত ভূমিকা হলো তার পারিবারিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক বা কর্মক্ষেত্রে নারীর দায়িত্ব ও কর্তব্যবোধ।

২১. নারীর প্রতি সহিংসতা বলিতে কি বুঝ?
উত্তর: নারীর প্রতি সহিংসতা বলতে কোন নারীর উপর হুমকি বা বলপ্রয়োগের মাধ্যমে অনিচ্ছাকৃত কাজ করানোকে বোঝায়।

২২. বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদে মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষিত আছে?
উত্তর: পঞ্চাশ টি।

২৩. নারী অপহরনের সর্বোচ্চ শাস্তি কি?
উত্তর: 
নারী অপহরনের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদন্ড বা চৌদ্দ বছর পর্যন্ত সশ্রম-কারাদন্ড এবং সেই সাথে আর্থিক জরিমানা করা যেতে পারে।

২৪. ইভটিজিং কি?
উত্তর:
ঘরে বাইরে তথা রাস্তাঘাটে চলাফেরার সময় প্রায় সব বয়সের মেয়েদের অশ্লীল ইঙ্গিত বা অশোভন মন্তব্য দ্বারা উত্যক্ত করাই ইভটিজিং।

২৫. NBFO-এর পূর্ণরূপ কি?
উত্তর: National Black Feminist Organization.

২৬. WID-কি?
উত্তর:
WSD or Women in & Development হলো – একটি নারীবান্ধব উন্নয়ন মতবাদ।

২৭. GAD- এর পূর্ণরূপ কি?
উত্তর:
Gender and Development.

২৮. SDG -কি?
উত্তর: 
Sustainable Development Goals.

২৯. নারী দশকের মূল শ্লোগান কি?
উত্তর:
সমতা, উন্নয়ন ও শান্তি।

৩০. কোন বর্ষকে আন্তর্জাতিক নারীবর্ষ বলা হয়?
উত্তর: 
১৯৭৫ সালকে আন্তর্জাতিক নারীবর্ষ বলা হয়।

৩১. আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়?
উত্তর: 
৮ই মার্চ।

৩২. নারী বিষায়ক প্রথম বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: মেক্সিকো সিটিতে ১৯৭৫ সালে।

৩৩. কোন দশককে আন্তর্জাতিক নারী দাশক বলা হয়?
উত্তর:
১৯৭৬-১৯৮৫ সালকে আন্তর্জাতিক নারী দশক বলা হয়।

৩৪. CEDAW-এর পূর্নরাপ কি?
উত্তর: Convention on the Elimination of all forms of Discrimination against Women.

৩৫. চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: 
চীনের রাজধানী বেইজিং-এ অনুষ্ঠিত হয়।

৩৬. ‘বেইজিং প্লাস টেন’ সম্মেলন কবে অনষ্ঠিত হয়?
উত্তর: 
২০০৫ সালের ২৮ ফেব্রায়ারী থেকে ১১ মার্চ পর্যন্ত।

৩৭. কত সালে ভারতের নারীসমাজ ভোটাধিকার লাভ করে?
উত্তর:
১৯৪৯ সালে।

৩৮. বিধবা বিবাহ কে প্রচলন করেন?
উত্তর: 
ইশ্বেরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেন।

৩৯. কে প্রথম সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
উত্তর:
লর্ড উইলিয়াম বেনটিংক।

৪০. কোন সমাজে বিবাহ রেজিস্ট্রি বাধ্যতামূলক?
উত্তর: 
মুসলিম সমাজে।

৪১. বাংলাদেশে নারী জাগরনের পথিকৃত বলা হয় কাকে?
উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে।

৪২. বাংলাদেশে কত সালে ‘যৌতুক নিরোধ আইন’ পাস হয়?
উত্তর: 
১৯৮০ সালে।

৪৩. প্রথিবীর প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: 
শ্রীমাভো বন্দরনায়েকে (শ্রীলংকা)।

৪৪. বর্তমানে ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মাহিলা আসন সংখ্যা কত?
উত্তর: তিনটি।

৪৫. MDG কি?
উত্তর: Millennium Development Goals.

৪৬. বাংলাদেশে মহিলাদের জন্য পৃথক মন্ত্রনালয় কোনটি?
উত্তর: 
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রনালয়।

৪৭. PFA কি?
উত্তর:
Platform for Action হলো নারী অধিকার সংরক্ষন ও উন্নয়নের লক্ষ্যে গৃহীত একটি পদক্ষেপ।

৪৮. ফতোয়া কি?
উত্তর: ফতোয়া শব্দের অর্থ ধর্মীয় বিধি বিধান। ইসলাম ধর্মীয় বিশেষজ্ঞ বা মুফতি কর্তৃক প্রদও বিধি-বিধানকে ফতোয়া বলে।

৪৯. নারীবাদ কি?
উত্তর: 
নারীবাদ হলো এক ধরনের মতবাদ যা সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী সম্পর্কিত গতানুগতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে লিঙ্গভিত্তিক বৈষম্য বিলোপ ও পুরুষের মতো নারীর সমান অধিকার অর্জনে প্রয়াসি।

৫০. পৃথিবীর প্রথম নারী রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: 
ইসাবেলা পেরন (আর্জেন্টিনা)।

৫১. নারীর ক্ষমতায়নে কাজ করে এমন পরটি NGO-এর নাম লিখ?
উত্তর:  ১. ব্রাক ২.গ্রামীন ব্যাংক ৩. আশা ও ৪. সৃজনী।

৫২. নারীবাদের মূল কথা কি?
উত্তর: নারীবাদের মূলকথা হলো – মানুষ হিসাবে সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠিত করা।

৫৩. কখন থেকে বাংলাদেশে নারীদের ভোটাধিকার পূর্নাঙ্গভাবে স্বীকৃত হয়েছে?
উত্তর: 
১৯৭২ সালে সংবিধান প্রণীত হওয়ার পর থেকে।

৫৪. বাংলার প্রথম ফেমিনিস্ট নারী কে?
উত্তর: 
বেগম রোকেয়া।

৫৫. বাংলার প্রথম নারীবাদী সংগঠনের নাম কি?
উত্তর: 
১৮৮৫ সালে স্বর্ণকুমারী দেবী প্রতিষ্ঠিত ‘সার্বি সমিতি’।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. পুরুষতান্ত্রিক মতাদর্শ কি?
২. শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের নারীর অবস্থান উল্লেখ কর।
৩. নারী অধস্থনতা বলিতে কি বুঝ?
৪. নারী নির্যাতন বলিতে কি বুঝ?
৫. কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানি কি?
৬. লিঙ্গভিত্তিক সন্ত্রাসের সংজ্ঞা দাও।
৭. নারী উন্নয়ন বলিতে কি বুঝ?
৮. নারীর ক্ষমতায়নে NGO- এর ভূমিকা লেখ।
৯. নারী উন্নয়নের কৌশল বা নীতিমালা কি?
১০. রাজনীতিতে নারীর অংশগ্রহন বলিতে কি বুঝ?
১১. নিরাপদ মাতৃত্ব বলিতে কি বুঝ ?
১২. নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ সরকার গৃহীত উদ্যোগসমূহ কি কি?
১৩. জেন্ডার শ্রম বিভাজন কি?
১৪. নারীর দ্বৈত ভূমিকা বলিতে কি বুঝ?
১৫. নারীর উপর বিশ্বায়নের প্রভাব লিখ।

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. যৌতুক কি? বাংলাদেশের সমাজে যৌতুকের কারনগুলো আলোচনা কর।
২. বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নারীর অবদান আলোচনা কর।
৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান আলোচনা কর।
৪. বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত নারী অধিকারসমূহ আলোচনা কর।
৫. বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহনের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা কর।
৬. শিক্ষাক্ষেত্রে নারীর পশ্চাদপদতার কারনসমূহ আলোচনা কর।
৭. বাংলাদেশের প্রশাসন ও স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অবস্থান বর্ণনা কর।
৮. জাতিসংঘ ঘোষিত নারী উন্নয়নের পদক্ষেপসমূহ আলোচনা কর।
১০. নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপসাধন বস্তুত: পক্ষে একটি নারী অধিকার সনদ’- মতামত দাও।
১১. বাংলাদেশে নারী আন্দোলনের মূল ইস্যুসমূহ আলোচনা কর।
১২. বাংলাদেশের সমাজে নারীর নিরাপতা হুমকি কি কি?
১৩. নারীবাদ ও মার্কসবাদের তুলনামূলক ভালোচনা কর।
১৪. বাংলাদেশের রাজনীতিকে নারীর নেতৃত্বমূলক ভূমিকা আলোচনা কর।

মোঃ জাকির হোসেইন
প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
আশাশুনি সরকারী কলেজ
অনলাইন প্রকাশ – বিরেশ বিশ্বাস (ছাত্র)!!

আমাদের শেষবাণীঃ

আশাকরি, আপনারা আজকের প্রতিবেদনের মাধ্যমে রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন ২০২৪ সম্পূর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমাদের এই সাজেশন গুলো দেখে পড়লে, আপনারা ১০০% না হোক ৯৯% পরীক্ষায় কমন প্রশ্ন আশাকরতে পারেন। ধন্যবাদ

আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন

Leave a Comment