বিলাসী গল্পের MCQ | বিলাসী গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

বিলাসী গল্পের MCQ – হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য। ‘বিলাসী’ গল্পের MCQ প্রশ্ন ও উত্তর। আশাকরি, আপনারা আরো কয়েকটা নতুন নতুন ‘বিলাসী‘ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উওর পড়তে পারবেন।

‘বিলাসী’ গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই গল্পটি একাদশ-দ্বাদশ শ্রেনীর ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু! অনেক গাইডে ‘বিলাসী’ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উওর নেই। এই জন্য আপনাদের কথা চিন্তা করে কয়েকটা ইউনিক বহুনির্বাচনি প্রশ্ন সহ উত্তর তৈরি করা হয়েছে।

বিলাসী গল্পের MCQ প্রশ্ন ও উত্তর

১. বিলাসী গল্পের লেখক কে?
 
ক. রবীন্দ্র নাথ ঠাকুর         খ. প্রমথ চৈধুরী
গ. কাজী নজরুল ইসলাম  ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পিতার নাম কি?
 
ক. মতিলাল চট্টোপাধ্যায়     খ. বিরেন্দ্র চট্টোপাধ্যায়
গ. দুর্গা দাস চৌধুরী              ঘ. বীরবল চট্টোপাধ্যায়
উত্তরঃ ক. মতিলাল চট্টোপাধ্যায়।
৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বিখ্যাত উপন্যাস কোনটি?
 
ক. সোনার তরী     খ. সারা দুপুর
গ. দেবদাস            ঘ. ভাটির চিঠি
উত্তরঃ গ. দেবদাস।
৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহন করেন?
 
ক. ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর
খ. ১৮৭৭ সালের ১৫ সেপ্টেম্বর
গ. ১৮৭৮ সালের ১৫ সেপ্টেম্বর
ঘ. ১৮৮০ সালের ১৫ সেপ্টেম্বর
উত্তরঃ ক. ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর।
৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরন করেন?
 
ক. ১৯৩৭ সালের ১৫ই মার্চ
খ. ১৯৩৮ সালের ১৬ই জানুয়ারি
গ. ১৯৪০ সালের ১৫ই জুন
ঘ. ১৯৮০ সালের ১৬ই জানুয়ারি
উত্তরঃ খ. ১৯৩৮ সালের ১৬ই জানুয়ারি।
৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জগত্তারিনী স্বর্নপদক পান?
 
ক. ১৯২৩ সালে     খ. ১৯২৫ সালে
গ. ১৯২২ সালে      ঘ. ১৯২৭ সালে
উত্তরঃ ক. ১৯২৩ সালে।
৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন?
 
ক. ২০ বছর     খ. ২১ বছর
গ. ১৮ বছর      ঘ. ২৪ বছর
উত্তরঃ ঘ. ২৪ বছর।
৮. হিন্দু ধর্মনুসারে সাপের দেবী কে?
 
ক. মনসা     খ. কালী
গ. দূর্গা         ঘ. শীতলা
উত্তরঃ ক. মনসা।
৯. ম্যালেরিয়া কথাটি না হয় নাই পড়িলাম___ উক্তিটি কোন গল্পের অন্তর্গত?
 
ক. মানুষ       খ. আমার পথ
গ. বিলাসী     ঘ. মানুষ
উত্তরঃ গ. বিলাসী।
১০. বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়িত?
 
ক. ফার্স্ট ক্লাস       খ. সেকেন্ড ক্লাস
গ. থার্ড ক্লাস          ঘ. ফোরর্থ ক্লাস
উত্তরঃ গ. থার্ড ক্লাস।
১১. মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে বিলাসী কত দিন বেঁচে ছিলেন?
 
ক. বারো দিন        খ. কুড়ি দিন
গ. সাত দিন           ঘ. চৌদ্দ দিন।
উত্তরঃ গ. সাত দিন।
১২. কিভাবে ‘বিলাসী’ গল্পে বিলাসীর মৃত্যু হয়?
 
ক. বিষপানে         খ. অনাহারে
গ. বর্জঘাত           ঘ. ম্যালেরিয়া
উত্তরঃ ক. বিষপানে।
১৩. পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি?
 
ক. ট্রান্স-সাইবেরিয়ন         খ. ইকামার্স
গ. মালো                              ঘ. লস্কর
উত্তরঃ ক. ট্রান্স-সাইবেরিয়ন।
১৪. পৃথবীর গভীরতম হ্রদ কোনটি?
 
ক. বৈকাল          খ. বঙ্গপোসাগর
গ. এডেন            ঘ. সাইবেরিয়ন
উত্তরঃ ক. বৈকাল।
১৫. বিলাসী গল্পের কামাখ্যা কি?
 
ক. নগর          খ. দোকানের নাম
গ. তীর্থস্থান      ঘ. হ্রদ
উত্তরঃ গ. তীর্থস্থান।
১৬. হিন্দু ধর্ম অনুসারে বিদ্যার দেবী কে?
 
ক. সরস্বতী        খ. কালী
গ. দূর্গা              ঘ. লক্ষী
উত্তরঃ ক. সরস্বতী।
১৭. সামুদ্রিক লবন তৈরির জন্য বিখ্যাত বন্দর কোনটি?
 
ক. এডেন        খ. সাইবেরিয়ান
গ. ইরান           ঘ. রাশিয়া
উত্তরঃ ক. এডেন।
১৮. ‘বিলাসী’ গল্পের নিকা শব্দের অর্থ কি?
 
ক. বিয়ে            খ. বিধবা
গ. জন্মদিন        ঘ. যুদ্ধ
উত্তরঃ ক. বিয়ে।
১৯. ‘বিলাসী’ গল্পের পঞ্চমুখ শব্দের অর্থ কি?
 
ক. মুখর           খ. প্রবেশন
গ. প্রশিক্ষন       ঘ. সেলামি
উত্তরঃ ক. মুখর
২০. ‘বিলাসী’ গল্পের ধুনুচি শব্দের অর্থ কি?
 
ক. বাঁশের ঝুড়ি        খ. বেতের ঝুড়ি
গ. কুনচির লাঠি       ঘ. গোলাবারুদ
উত্তরঃ ক. বাঁশের ঝুড়ি।
২১. ‘বিলাসী’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
 
ক. প্রথমআলো পত্রিকায়       খ. সরৎ পত্রিকায়
গ. ভারতী পত্রিকায়               ঘ. জি বাংলা পত্রিকায়
উত্তরঃ গ. ভারতীয় পত্রিকায়।
২২. ‘বিলাসী’ গল্পে কৃতবিদ্যা শব্দটির অর্থ কি?
 
ক. বানী          খ. শিক্ষা
গ. আধুনিক    ঘ. বিদ্বান
উত্তরঃ খ. বিদ্বান।
২৩. ‘বিলাসী’ গল্পের গিয়াস উদ্দিন তোগলক কে ছিলেন?
 
ক. রাজা        খ. পর্যতক
গ. সুলতান     ঘ. সম্রাট
উত্তরঃ ঘ. সম্রাট।
২৪. ‘বিলাসী’ গল্পের মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল?
ক. আম-জাম           খ. আম-লেবু
গ. আম- কাঁঠাল        ঘ. কাঁঠাল-লিচু
উত্তরঃ গ. আম- কাঁঠাল।
২৫. ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয়ের কত বিঘা জমি ছিল?
 
ক. বারো-তেরো
খ. দশ-বারো
গ. পনেরো-কুঁড়ি
ঘ. কুঁড়ি-পঁচিশ

উত্তরঃ ঘ. কুঁড়ি-পঁচিশ

আমাদের শেষকথাঃ

আশাকরি, আপনারা আজকের পোস্টটি পড়ে, বিলাসী গল্পের MCQ এবং বিলাসী গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উওর বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। আজকের পোস্টটি যদি, ভালো লাগে। তবে, আপনার বন্ধু-বান্ধবীর সাথে শেয়ার করুন। আর! নিত্য নতুন যে কোন গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ

4.6/5 - (14 votes)

Leave a Comment