নার্সিং পরীক্ষার রেজাল্ট

নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪ – bnmc.teletalk.com.bd result

হ্যালো, প্রিয় ছাত্রছাত্রীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ নার্সিং কাউন্সিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম।

আশাকরি, আপনারা আজকের আর্টিকেলটি সম্পূর্ন দেখলে। আপনারা খুবই সহজে নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। তবে, চলুন কথা না বাড়িয়ে আজকের আর্টিকেলটি শুরু করা যাক।

বাংলাদেশ নার্সিং কাউন্সিল পরীক্ষার রেজাল্ট ২০২৪

আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ নার্সিং কাউন্সিল পরীক্ষার রেজাল্ট খুবই সহজে দেকতে পারবেন। আমরা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর অফিশিয়াল ওয়েবসাইটে যেমন ধারনা পেয়েছি। আমরা সেই পদ্ধতি গুলো শেয়ার করব।

নার্সিং পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

আপনারা দুটি পদ্ধতিতে নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪ দেখতে পাবেন। একটি অফিশিয়ার ওয়েবসাইটের মাধ্যমে এবং অন্যটি এসএমএস পদ্ধতির মাধ্যমে। আমরা প্রথমে আপনাদের সুবিধার জন্য অনলাইন পদ্ধতি নিচে শেয়ারি করছি।

বাংলাদেশ নার্সিং কাউন্সিল পরীক্ষার রেজাল্ট

আপনারা উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন। আপনাদের প্রথমে (http://bncdb.bnmc.gov.bd/admin/find_result) এই লিংকে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইট এ প্রবেশ করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য নিচে বিবরণ শেয়ার করা হল।

  • সবার প্রথমে, (http://bncdb.bnmc.gov.bd/admin/find_result) এই ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে।
  • তারপর, ”পরীক্ষার সাল” সিলেক্ট করতে হবে।
  • এরপর, ”Student ID” লিখতে হবে।
  • এবার, ”Student Roll” লিখতে হবে।

আপনাদের এই গুলো লিখতে হবে। তারপর, সর্বশেষ আপনাদের Search Result এ ক্লিক করতে হবে। তাহলে, আপনার খুবই সহজে নার্সিং পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন।

SMS এর মাধ্যমে নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখব

আপনারা এসএমএস পদ্ধতির মাধ্যমে খুবই সহজে নাসিং পরীক্ষার ফলাফল চেক করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমরা নিচে SMS পদ্ধতি শেয়ার করা হল।

এসএমএস এ রেজাল্ট দেখার নিয়মঃ BNMC <space> পরীক্ষার ধরণ <space> রোল নাম্বর লিখে পাঠান 16222 নম্বরে

আপনাদের সুবিধার জন্য নিচে ইংরেজিতে পরীক্ষার নাম বা ধরণ গুলো শেয়ার করা হল।

পরীক্ষার ধরণ ইংরেজি পরীক্ষা নাম
সার্টিফিকেট ইন নার্সিং (সিএন) CN
ডিপ্লোমা ইন নার্সিং (ডিপ্লোমা) Diploma
ব্যাচেলর অফ সাইন্স ইন নার্সিং (বিএসসি) BSc
মাস্টার্স অফ সাইন্স ইন নার্সিং (এমএসসি) MSc
মিডওয়াইফারি MCM 

উদাহরণঃ –  BNMC CN 123456 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

বিঃদ্রঃ– SMS এর মাধ্যমে যে কোন পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য প্রথমে BNMC লিখতে হবে। তারপর, যে পরীক্ষার রেজার্ট দেখতে চান সেটি ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখতে হবে। আপনারা নিচের উদাহরণটি দেখলে বুঝতে পারবেন। এবং তারপর রোল নং লিখে ১৬২২২ নাম্বারে মেচেজ সেন্ট করতে হবে।

উদাহরণঃ BNMC Diploma 123456 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

আমাদের শেষকথাঃ

আশাকরি, আপনারা খুবই সহজে নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আমরা সব সময় আপনাদের প্রত্যেকটা বিষয়ের উপর বিস্তারিত ধারনা দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি, আজকের আর্টিকেলটি ভালো লাগে। তাহলে, আপনাদের প্রিয় বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। ধন্যবাদ

About Admision Notes

Check Also

সুইজারল্যান্ডে স্কলারশিপ

সুইজারল্যান্ডে স্কলারশিপ ২৪ আগস্ট ২০২৪ থেকে আবেদন শুরু

হ্যালো, শিক্ষার্থীরা। আপনাদের জন্য একটি সুখবর। আপনারা কি জানেন? সুইজারল্যান্ডে স্কলারশিপ ‘দ্য সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *