হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সমাজসেবা অধিদপ্তর এডমিট কার্ড ডাউনলোড ২০২৪ করার নিয়ম। আপনারা যারা, ইতিমধ্যে সমাজসেবা অধিদপ্তরের নতুন নিয়োগ বিঞ্জপ্তিতে সমাজকর্মী পদে আবেদন করেছেন।
আপনারা কি ভাবছেন? আমাদের পরীক্ষা কবে হবে এবং এডমিট কার্ড কি ভাবে ডাওনলোড করা যাবে। আপনারা মাঝে মাঝে চেক করতে পারেন। যে আপনাদের সমাজকর্মী পদের এডমিট কার্ড সমাজসেবা অধিদপ্তর প্রকাশ করেছি কি না?
ইউনিয়ন সমাজকর্মী এডমিট কার্ড ডাউনলোড করার নিয়ম ২০২৪
আপনারা সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তির এডমিট কার্ডটি (http://dss.teletalk.com.bd/) এই ওয়েবসাইটের মাধ্যমে ডাওনলোড করতে পারবেন। আপনারা প্রথমে Written/Viva Test পরীক্ষার জন্য এডমিট কার্ড ডাওনলোড করতে পারবেন। তারপর, আপনারা Written/Viva Test পরীক্ষায় চান্স পেলে, পরবর্তী Field Test এর এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য নিচে বিস্তারিত শেয়ার করা হল।
সমাজসেবা অধিদপ্তর সমাজকর্মী পদের এডমিট কার্ড ২০২৪
আপনারা সমাজকর্মী পদের এডমিট কার্ড সমাজসেবা অধিদপ্তরের (http://dss.teletalk.com.bd/) এই ওয়েবসাইটের মাধ্যমে ডাওনলোড করতে পারবেন। আপনারা যারা, বুঝবেন না। এডমিট কার্ড কিভাবে ডাওনলোড করব। আপনাদের সুবিধার জন্য আমরা নিচে বিস্তারি শেয়ার করছি।
আপনাদের সুবিধার জন্য নিচে ওয়েবসাইটের বিবরণটি বিস্তারিত ভাবে শেয়ার করছি।
- আপনাদের, সবার প্রথমে (http://dss.teletalk.com.bd/) এই লিংকে প্রবশ করতে হবে।
- তারপর, Test অপসানটিতে Written/Viva Test সিলেক্ট করতে হবে।
- এবার, আপনার User Id টি লিখতে হবে।
- তারপর, আপনাদের Password টি লিখতে হবে।
- আপনারা User Id ও Password আপনাদের আবেদন এর ২নং মেচেজ এ পাবেন অথবা Applicant’s Copy এর শেষের দিকে পাবেন।
আপনাদের এবার সবকিছু সঠিক ভাবে পূরণ করা হয়ে গেলে, Submit বাটনে ক্লিক করতে হবে। তাহলে, আপনারা আপনাদের সমাজসেবা অধিদপ্তর সমাজকর্মী পদের এডমিট কার্ড ডাওনলোড করতে পারবেন।
আমাদের বাণীঃ
আশাকরি, আপনারা আমাদের ওয়েবসাইটের দেখানো পদ্ধতির মাধ্যমে খুবই সহজে সমাজসেবা অধিদপ্তর এডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছেন। সমাজসেবা অধিদপ্তর যে কোন পদের এডমিট কার্ড এই একই নিয়মের মাধ্যমে ডাওনলোড করতে পারবেন।
আপনাদের যদি, আজকের প্রতিবেদনটি ভালো লাগে। তাহলে, আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। কারণ, আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে সকল ধরণের চাকরী পরীক্ষার সময় ও তারিখ বিষয়ে শেয়ার করি। ধন্যবাদ