বরিশাল বোর্ড এইচএসসি রেজাল্ট

বরিশাল বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪ – HSC Result 2024 Barisal Board

হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। বরিশাল বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম। আপনারা আপনাদের নিজস্ব বরিশাল বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবেন।

এইচএসসি পবলিক রেজাল্ট প্রকাশের ওয়েবসাইটের সার্ভারের মাধ্যমে যাদের রেজাল্ট চেক করতে সমস্যা হয়। আপনারা নিচের পদ্ধতির মাধ্যমে খুবই সহজে বরিশাল বোর্ড এর পরীক্ষার ফলাফল গুলো চেক করতে পারবেন। তবে, আপনারা অবশ্যই আজকের প্রতিবেদনটি সম্পূর্ন দেখবেন।

এইচএসসি রেজাল্ট ২০২৪ বরিশাল বোর্ড

এইচএসসি পরীক্ষার ফলাফল দেখার জন্য বরিশাল বোর্ডের (https://result.barisalboard.gov.bd/) এই ওয়েবসাইটের সার্ভারের লিংকে ক্লিক করতে হবে। তারপর, আপনাদের রোল  ও রেজিস্ট্রেশন নাম্বার এর প্রয়োজন হবে। তাহলে, আপনারা খুবই সহজে এইচএসসি ফলাফল চেক করতে পারবেন।

মার্কশীট সহ এইচএসসি রেজাল্ট

আপনাদের সুবিধার জন্য নিচে ওয়েবসাইট এর বিবরণ নিচে শেয়ার করা হল।

ধাপ ১: প্রথমে, বরিশাল বোর্ডের (https://result.barisalboard.gov.bd/) এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

ধাপ ২: তারপর, Examination এর অপসানটিতে ”HSC/Alim” সিলেক্ট করুন।

ধাপ ৩: এবার, Year এর অপসানটিতে “2024” সিলেক্ট করবেন।

ধাপ ৪: তারপর, Board এর অপশনে “Barisal” বোর্ড সিলেক্ট করতে হবে।

ধাপ ৫: এখন, Roll অপশনে, আপনার এডমিট কার্ডে রোল নাম্বারটি লিখে দিন।

ধাপ ৬: তারপর, নিচের Reg: No এর মধ্যে আপনার রেজিষ্ট্রেশন নাম্বারটি লিখে দিন।

ধাপ ৭: এবার, বাম পাশের দুটি সংখ্যার যোগফল লিখতে হবে, ফাঁকা ঘরটিতে।

আপনাদের সবকিছু সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে, “Submit” বাটনে ক্লিক করতে হবে। তাহলে, আপনার পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।

বরিশাল বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

আপনারা অনেকেই হয়ত বা জানেন না? কিভাবে রেজাল্ট প্রকাশের পর মার্কশিট সহ ফলাফল চেক করতে হয়। আপনারা চাইলে, অনলাইনে দুইটি ওয়েবসাইট থেকে মার্কশিট সহ আপনার এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন। তবে, রেজাল্ট চেক করার জন্য অবশ্যই আপনাদের এডমিট কার্ড এর রোল ও রেজিস্ট্রেশন নাম্বার এর প্রয়োজন হবে। নাহলে, আপনারা কোনভাবে কোন ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন না। আপনাদের সুবিধার জন্য নিচে ওয়েবসাইট দুইটির ঠিকানা দেওয়া হল।

আপনি উপরের দুইটি ওয়েবসাইটের মধ্যে যেকোনো একটি ওয়েবসাইটে ক্লিক করবেন। তারপর, আপনাকে বাংলাদেশ ইডুকেশন বোর্ড এর মূল ফলাফল প্রকাশের ওয়েবসাইটে প্রবেশ করাবে। এখন আপনাকে আপনার রোল, রেজিষ্ট্রেশন, বোর্ড এর নাম অবশ্যই নির্ভুলভাবে সিলেক্ট করতে হবে। তবেই, আপনি এই ওয়েবসাইট থেকে মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট চেক করতে পারবেন।

আমাদের শেষবাণীঃ

আপনারা আমাদের দেখানো পদ্ধতির মাধ্যমে বরিশাল বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম সম্পূর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আমাদের আজকের প্রতিবেদনটি ভালো লাগলে। আপনারা আপনাদের প্রিয় বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন।

বিঃদ্রঃ- আপনারা যদি, আপনাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে না পারেন। তাহলে, আপনারা আমাদের নিচের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। আমাদের ওয়েবসাইটের একজন কর্মচারী আপনার রেজাল্ট চেক করে জানিয়ে দেবে। তবে, আপনারা রোল, রেজিঃ ও বোর্ডের নামটি টেলিগ্রাম গ্রুপে লিখে মেচেজ করতে হবে। ধন্যবাদ

About Admision Notes

Check Also

ময়মনসিংহ বোর্ড এইচএসসি রেজাল্ট

ময়মনসিংহ বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪ (মার্কশীট সহ) – Mymensingh Board HSC Result with Marksheet

হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আপনারা কি জানেন? আজ আপনাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *