যুব উন্নয়ন প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে যুব উন্নয়ন প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা ছোট খাটো কাজ শিখে, নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছেন। তাদের জন্য বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর অল্প টাকার ভিতরে প্রশিক্ষণ দিয়ে থাকে।
আপনি কোন ধরনের কাজ শিখতে চান? আপনাকে সেই কাজের ওপর প্রশিক্ষণ নিতে হবে। আমরা আপনাদের সব সময় সাজেস্ট করব। আপনারা যে কাজ করতে পচ্ছন্দ করেন বা আপনার মন থেকে চাই এমন ধরণের কাজের জন্য প্রশিক্ষণ নিতে পারেন।
বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্স/ ট্রেডের নাম
বাংলাদেশের ১৮-৩৫ বছর বয়সী কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীদের কর্মসংস্থানের নিমিত্ত দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান গড়ে তোলার জন্য নিম্নবর্ণিত প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পারবেন। আপনাদের সুবিদার জন্য নিচে প্রশিক্ষণ কোর্স/ট্রেডের নাম গুলো শেয়ার করা হল।
- কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন
- প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন
- ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং
- ইলেকট্রনিক্স
- রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং
- মডার্ন অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন
- পোশাক তৈরি
- ব্লক বাটিক ও স্ক্রিন প্রিন্টিং
- ড্রাইভিং
- গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি” বিষয়ক প্রশিক্ষণ কোর্স।
আপাতত, আপনারা এই ১০টি প্রশিক্ষণ কোর্স রয়েছে। আপনারা আপনাদের পচ্ছন্দের যে কোন একটি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারেন। তবে, আমরা আপনাদের সাজেস্ট করব “কম্পিউটার বেসিক” এর কাজ শেখার জন্য। কারণ, বর্তমান সময়ে সব কাজগুলো কম্পিউটারের মাধ্যমে করতে হয়।
যুব উন্নয়ন প্রশিক্ষণ ভর্তি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
আপনাদের সুবিধার জন্য নিচে যুব উন্নয়ন প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তিটি শেয়ার করা হল। আপনারা নিচের বিজ্ঞপ্তির মাধ্যমে সকল জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখতে পারবেন। আপনারা যদি, নিজ নিজ জেলার বিজ্ঞপ্তিটি দেখতে চান। তবে, আমরা নিচে সেই বিষয়ে বিস্তারি আলোচনা করেছি।
আপনারা আপনাদের প্রতিটি জেলা ভিত্তিক যুব উন্নয়নের ওয়েবসাইট থেকে যুব উন্নয়ন প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমরা আপনাদের সকল জেলায় যুব উন্নয়নের প্রশিক্ষণের ওয়েবসাইট গুলো নিচে শেয়ার করছি। আপনারা আপনাদের নিজ নিজ জেলার ওয়েবসাইটে “নোটিশ বোর্ড” এ ভর্তি নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন।
যুব উন্নয়ন প্রশিক্ষণ নিয়োগ বিজ্ঞপ্তি (জেলার ভিত্তিক) ২০২৫
নিজ নিজ জেলার নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে আপনার জেলার নাম খুঁজে জেলা ভিত্তিক ওয়েবসাইট এর লিংকে কি্লক করতে হবে। তাহলে, আপনারা আপনাদের জেলার ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞপ্তি দেখতে পাবেন।
জেলার নাম | জেলা ভিত্তিক ওয়েবসাইট |
Dhaka | |
Faridpur | |
Gazipur | |
Gopalganj | |
Jamalpur | |
Kishoreganj | |
Madaripur | |
Manikganj | |
Munshiganj | |
Mymensingh | |
Narayanganj | |
Narsingdi | |
Netrokona | |
Rajbari | |
Shariatpur | |
Sherpur | |
Tangail | |
Bogra | |
Joypurhat | |
Naogaon | |
Natore | |
Nawabganj | |
Pabna | |
Rajshahi | |
Sirajganj | |
Dinajpur | |
Gaibandha | |
Kurigram | |
Lalmonirhat | |
Nilphamari | |
Panchagarh | |
Rangpur | |
Thakurgaon | |
Barguna | |
Barisal | |
Bhola | |
Jhalakati | |
Patuakhali | |
Pirojpur | |
Bandarban | |
Brahmanbaria | |
Chandpur | |
Chittagong | |
Comilla | |
Cox’s Bazar | |
Feni | |
Khagrachhari | |
Lakshmipur | |
Noakhali | |
Rangamati | |
Habiganj | |
Moulvibazar | |
Sunamganj | |
Sylhet | |
Bagerhat | |
Chuadanga | |
Jessore | |
Jhenaidah | |
Khulna | |
Kushtia | |
Magura | |
Meherpur | |
Narail | |
Satkhira |
আপনারা যারা যে জেলার নিয়োগ বিঞ্জপ্তি দেখতে চান। সেই জেলার ওয়েবসাইটে একটি ক্লিক করতে হবে। তারপর, ওয়েবসাইটির হোম পেজে মেনু বারের নিচে “নোটিশ বোর্ড” এর অপসান দেখতে পাবেন। আপনারা ওখান থেকে খুবই সহজে আপনাদের নিজ নিজ জেলার নিয়োগ বিঞ্জপ্তি দেখতে পাবেন।
আমাদের শেষকথাঃ
আশাকরি, আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যুব উন্নয়ন প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ সম্পূর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনাদের যদি, আজকের আর্টিকেলটি ভালো লাগে। তাহলে, আপনারা আমাদের এই প্রতিবেদন বা পোস্টটি আপনার বেকার বন্ধুদের কাছে শেয়ার করতে পার। ধন্যবাদ