কামিল পরীক্ষার রেজাল্ট ২০২৫

হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই নিজ নিজ সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছেন। আপনারা কি জানেন? আজ কামিল পরীক্ষার রেজাল্ট ২০২৫ প্রকাশিত হয়েছে। আপনারা যারা, কামিল রেজাল্ট দেখার নিয়ম সম্পূর্কে বিস্তারিত জানেন না। তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনটি লেখা হয়েছে।

কামিল স্নাতকোত্তর (২ বছর মেয়াদী) ১ম, ২য় পর্ব পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। তবে, আপনাদের ভিতরে অনেকেই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কামিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানেন না। তাই, আপনাদের সুবিধার জন্য আমরা খুবই সহজ করে, কামিল পরীক্ষার ফলাফল দেখার সহজ পদ্ধতি শেয়ার করছি।

কামিল রেজাল্ট দেখার নিয়ম ২০২৫

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কামিল ফলাফল দেখার জন্য (http://result.iau.edu.bd/) এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর, আপনাদের রোল ও রেজিঃ নাম্বার দিয়ে কামিল ফলাফলটি চেক করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমরা ওয়েবসাইটির বিবরণ নিচে শেয়ার করছি।

কামিল পরীক্ষার রেজাল্ট

আপনারা উপরে যে স্কিনসর্ট দেখতে পাচ্ছেন। এটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর ফলাফল প্রকাশিত করার ওয়েবসাইট। আপনারা নিচের পদ্ধতি গুলো মনযোগ দিয়ে পড়ুন!

  • সর্ব প্রথমে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (http://result.iau.edu.bd/) এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • তারপর, আপনারা সবার উপরে Student Result এবং Madrasah Result নামে দুটি অপসান দেখতে পাবেন।
  • আপনি যদি, একজন ছাত্র-ছাত্রী হিসাবে রেজাল্ট দেখতে চান। তাহলে, আপনি Student Result অপসানটি সিলেক্ট করবেন।
  • তারপর, Class অপসানটিতে Kamil সিলেক্ট করতে হবে।
  • এরপর, Examination Year অপসানটিতে 2022 সিলেক্ট করতে হবে।
  • এবার, Year এর অপসানটিতে 1st, 2nd, 3rd and 4th Year সিলেক্ট করতে হবে। আপনার পরীক্ষা কোন বছরের জন্য দিয়েছেন। আপনি যদি, প্রথম বছর দেন! তাহলে, 1st Year সিলেক্ট করবেন। যদি, ২য় বছর পরীক্ষা দেন! তবে, 2nd Year সিলেক্ট করতে হবে। আশাকরি, বোঝতে পেরেছেন।
  • তারপর, Registration No. ফাঁকা কোড এ আপনার এডমিট কার্ড বা পরীক্ষার প্রবেশ পত্রের রেজিস্টার নাম্বারটি ইংরেজীতে লিখতে হবে।
  • তারপর, নিচে দুটি সংখ্যার মধ্যে যোগফল দেখতে পাবেন। উপরের স্কিনসর্টটি লক্ষ্য করুন। ওখানে, 10+4 = ? এমন রয়েছে। আপনি Captcha ফাঁকা কোডে দুটি সংখ্যার যোগফল লিখবেন ইংরেজীতে। যেমন: (10+4 = 14)। আপনি ফাঁকা কোডে দুটি সংখ্যার যোগফল লিখবেন ইংরেজীতে। এটি প্রতিবার ভিন্ন ভিন্ন সংখ্যার যোগফল আসতে পারে। তাই, সঠিক সংখ্যার যোগফলটি বসাতে হবে।

আপনাদের যদি, সবকিছু সঠিকভাবে পূরণ করা হয়ে যায়। তাহলে, আপনারা নিচের Result অপসানটিতে একটি ক্লিক করবেন। তাহলে, আপনারা কামিল পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।

কামিল রিটেইক/মান উন্নয়ন পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৫

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কামিল স্নাতকোত্তর (২ বছর মেয়াদী) ১ম ও ২য় পর্ব রিটেইক/মান উন্নয়ন পরীক্ষার ফলাফল দেখার জন্য (http://result.iau.edu.bd/result_improvement) এই লিংকে প্রবেশ করতে হবে। তারপর, উপরের যে পদ্ধতি শেয়ার করেছি। ঠিক একই বা সেম ভাবে কামিল রিটেইক/মান উন্নয়ন পরীক্ষার ফলাফল চেক করতে পারবেন। আপনারা শুধুমাত্র রিটেইক/মান উন্নয়ন পরীক্ষার পরক্ষিার্থীরা এই লিংকের মাধ্যমে ফলাফলটি চেক করবেন। তাহলে, আপনারা সঠিক রেজাল্ট দেখতে পাবেন।

কামিল একাডেমিক পরীক্ষার ফলাফল দেখার নিয়ম

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কামিল একাডেমিক পরীক্ষার ফলাফল দেখার জন্য (http://result.iau.edu.bd/academic_result) এই লিংকে প্রবেশ করতে হবে। তারপর, যা যা করতে হবে। আমরা আপনাদের বোঝানোর জন্য ওয়েবসাইটের একটি স্কিনসর্ট শেয়ার করছি।

কামিল পরীক্ষার রেজাল্ট

আপনারা কি উপরের ছবিটি দেখতে পাচ্ছেন। তাহলে, আপনারা নিচের পয়েন্ট এর বিবরণ গুলো বিস্তারিত দেখুন।

  • আপনারা উপরের লিংকে ক্লিক করলে, কামিল পরীক্ষার একাডেমিক পরীক্ষার ফলাফল দেখার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।
  • তারপর, Class অপসানটিতে Kamil সিলেক্ট করতে হবে।
  • এবার, Session Year অপসানটিতে আপনাদের পরীক্ষার সালটি সিলেক্ট করবেন।
  • তারপর, Registration No. ফাঁকা কোড এ আপনার এডমিট কার্ড বা পরীক্ষার প্রবেশ পত্রের রেজিস্টার নাম্বারটি ইংরেজীতে লিখতে হবে।
  • তারপর, নিচে দুটি সংখ্যার মধ্যে যোগফল দেখতে পাবেন। উপরের স্কিনসর্টটি লক্ষ্য করুন। ওখানে, 5+8 = ? এমন রয়েছে। আপনি Captcha ফাঁকা কোডে দুটি সংখ্যার যোগফল লিখবেন ইংরেজীতে। যেমন: (5+8 = 13)। আপনি ফাঁকা কোডে দুটি সংখ্যার যোগফল লিখবেন ইংরেজীতে। এটি প্রতিবার ভিন্ন ভিন্ন সংখ্যার যোগফল আসতে পারে। তাই, সঠিক সংখ্যার যোগফলটি বসাতে হবে।

আপনাদের যদি, সব কিছু সঠিকভাবে পূরণ করা হয়ে যায়। তাহলে, আপনারা নিচের Result অপসানটিতে একটি ক্লিক করবেন। তাহলে, আপনারা কামিল পরীক্ষার একাডেমিক ফলাফল দেখতে পারবেন।

আমাদের শেষকথাঃ

আশাকরি, আপনারা আমাদের দেখানো পদ্ধতির মাধ্যমে কামিল পরীক্ষার রেজাল্ট ২০২৫ দেখার নিয়ম সম্পূর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনাদের যদি, আমাদের আজকের প্রতিবেদনটি ভালো লাগে। তাহলে, আপনারা আপনাদের প্রিয় বন্ধ-বান্ধবের সাথে শেয়ার করুন।

বিঃদ্রঃ- আপনাদের যদি, এর পরও রেজাল্ট দেখতে কোন অসুবিধে হয়। তাহলে, আপনারা নিচের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। তারপর, আপনার ক্লাস, Year এবং রেজিঃ নাম্বার লিখে টেলিগ্রামে মেচেজ করুন। আমাদের একজন প্রতিনিধি আপনার ফলাফলটি চেক করে, মার্কশীট সহ রেজাল্ট জানিয়ে দেবে। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top