তানজিম বোর্ড পরীক্ষার রেজাল্ট ২০২৪

Telegram Group Join Now

হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে তানজিম বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম শেয়ার করব। আপনারা যারা, তানযীমুল মাদারিসিল কাওমিয়া আল-আরাবিয়া রেজাল্ট চেক করতে পারেন না। তাদের জন্য আমাদের আজকের এই আর্টিকেলটি।

তানজিম বোর্ড পরীক্ষার রেজাল্ট ২০২৪

তানজিম বোর্ড পরীক্ষার ফলাফল দেখার জন্য আপনাকে প্রথমে (http://www.tanzimulmadaris.org.bd/) এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর, মেনুবার থেকে ”ফলাফল” অপসানটি ক্লিক করলে, নিচের ছবির মত দেখতে পাবেন। তারপর, আপনি যদি একটু লক্ষ্য করেন। তবে, আপনি মাদরাসাওয়ারী ফলাফলমেধা অনুযায়ী ফলাফল ব্যাক্তিগত ফলাফল তিনটি ফলাফল দেখতে পাবেন। আপনাদের সুবিধার জন্য আমরা নিচে সব গুলো বিষয় শেয়ার করব।

তানজিম বোর্ড মাদরাসাওয়ারী ফলাফল দেখার নিয়ম

আপনারা নিচের ছবিতে তিনটি আপসান দেখতে পাচ্ছেন। একটি মাদরাসাওয়ারী ফলাফল এবং অন্যটি মেধা অনুযায়ী ফলাফল, অপরটি ব্যাক্তিগত ফলাফল আপনারা যে রেজাল্ট চেক করতে চান সেই অপসানটিতে ক্লিক করুন।

মাদরাসাওয়ারী ফলাফল

আপনাদের সুবিধার জন্য আমরা ‍নিচে স্কিনসর্ট এর বিবরণ নিচে শেয়ার করা হল।

  • আপনাদের প্রথমে, https://app.tanzimulmadaris.org.bd/result/madrasa এই লিংকে প্রবেশ করতে হবে।
  • তারপর, পরীক্ষার নাম নির্বাচন করতে হবে।
  • তারপর, জামাত নির্বাচন করতে হবে।
  • এবার, মাদ্রাসা নির্বাচন করতে হবে।
  • সর্বশেষ, Search এ ক্লিক করতে হবে।

তাহলে, আপনারা খুবই সহজে তানজিম বোর্ড মাদরাসাওয়ারী ফলাফল চেক করতে পারবেন।

তানজিম বোর্ড মেধা অনুযায়ী ফলাফল দেখার নিয়ম

আপনারা যারা মেধা অনুযায়ী পরীক্ষার ফলাফল দেখতে চান। তারা, নিচের ছবিতে মেধা অনুযায়ী ফলাফল অপসানটিতে একটি ক্লিক করতে হবে।

মেধা অনুযায়ী ফলাফল

আপনাদের সুবিধার জন্য নিচে বিবরণ শেয়ার করা হল।

  • সবার প্রথমে, (https://app.tanzimulmadaris.org.bd/result/merit-list) এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • তারপর, পরীক্ষার নাম নির্বাচন করতে হবে।
  • এবার, জোন নির্বাচন করতে হবে।
  • তারপর, জামাত নির্বাচন করতে হবে।
  • সর্বশেষ, Search এ ক্লিক করতে হবে।

তাহলে, আপনারা খুবই সহজে তানজিম বোর্ড মেধা অনুযায়ী ফলাফল চেক করতে পারবেন।

তানজিম বোর্ড ব্যাক্তিগত ফলাফল দেখার নিয়ম

আপনারা যারা তানজিম ব্যাক্তিগত ফলাফল দেখতে চান। আপনারা অবশ্যই ব্যাক্তিগত ফলাফল দেখার অপসানে ক্লিক করবেন।

তানজিম ব্যক্তিগত ফলাফল

আপনাদের সুবিধার জন্য নিচে বিবরণ শেয়ার করা হল।

  • সবার, প্রথমে (https://app.tanzimulmadaris.org.bd/result/individual) এই লিংকে ক্লিক করুন।
  • তারপর, পরীক্ষার নাম নির্বাচন করুন।
  • এরপর, জোন নির্বাচন করুন।
  • তারপর, জামাত নির্বাচন করুন।
  • এবার, রোল নং ইংরেজিতে লিখে দিন।
  • সর্বশেষ, Search এ ক্লিক করতে হবে।

তাহলে, আপনারা খুবই সহজে তানজিম বোর্ড ব্যাক্তিগত ফলাফল চেক করতে পারবেন।

আমাদের শেষকথাঃ

আশাকরি, আপনারা খুবই সহজে তানজিম বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখতে পেয়েছেন। আমাদের আজকের আর্টিকেলটি ভালো লাগলে আপনার প্রিয় বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। ধন্যবাদ

4.7/5 - (4 votes)

Leave a Comment