হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম। আপনারা অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফল যারা দেখতে পারেন না। তারা, আমাদের আর্টিকেলটি সম্পূর্ন বিস্তারিত পড়ুন।
বর্তমান সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশের দিন কোন ভাবে রেজাল্ট চেক করা যায় না। কারণ, ওই দিন অতিরিক্ত ভিজিটর ওয়েবসাইটে প্রবেশ করে একই সময়ে। তাই, ওয়েবসাইট এর সার্ভার ডাওন হয়ে যায়। আমরা আজকে এসব কিছুর সমাধান শেয়ার করব।
অনার্স ২য় বর্ষের রেজাল্ট বের করার নিয়ম
অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২৪ বের করার জন্য সবার প্রথমে, (http://results.nu.ac.bd/) এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর, আপনারা (Honours) অর্নাস এর অপসানটি সিলেক্ট করতে হবে। তাহলে, আপনারা ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের রেজাল্ট দেখার অপসান দেখতে পারবেন। আপনাদের সুবিধার জন্য নিচে পদ্ধতি শেয়ার করা হল।
আপনাদের সুবিধা জন্য নিচে পয়েন্ট এর মাধ্যমে বিবরণ শেয়ার করা হল।
- প্রথমে, Exam. Roll এর রোল নং টি লিখতে হবে।
- তারপর, Registraion এ রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
- এবার, Exam Year লিখতে হবে।
- তারপর, Enter the code above here এ অদৃশ্যমান কোড গুলো লিখতে হবে।
আপনারা এখন সবকিছু সঠিক ভাবে পূরণ করা হয়ে গেলে, Search Result এ একটি ক্লিক করতে হবে। তাহলে, আপনারা খুবই সহজে অনার্স ২য় বর্ষের রেজাল্ট দেখতে পারবেন।
SMS এর মাধ্যমে অনার্স রেজাল্ট দেখার নিয়ম
আপনারা খুবই সহজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফলাফল দেখার জন্য। আপনাদের মোবাইল ফোন এর SMS অপসানের মাধ্যমে চেক করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য নিচে এসএমএস পদ্ধতি নিচে শেয়ার করা হল।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ২য় রেজাল্ট দেখার নিয়মঃ NU <স্পেস> H2 <স্পেস> Honours Roll Number পাঠিয়ে দিন, 16222 নম্বারে।
উদাহরণঃ NU H1 123456 লিখে Send to করুন 16222 নম্বারে।
আমাদের শেষকথাঃ
আশাকরি, আপনারা খুবই সহজে অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফল বের করার নিয়ম জানতে পেরেছেন। আজকের আর্টিকেলটি ভালো লাগলে। আপনার প্রিয় বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। আর! কোন কিছু বুঝতে অসুবিধে হলে, আমাদের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ