হ্যালো, প্রিয় বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ বের করার নিয়ম। আপনারা যারা অনার্স পয়েন্ট বের করতে পারেন না। তারা অবশ্যই আজকের পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
আমরা আপনাদের সাথে NU CGPA নির্ণয় করার নিয়ম খুবই সহজে বিস্তারিত আলোচনা করব। আপনাদের আর কোন ওয়েবসাইট থেকে এই বিষয়টি দেখতে বা শিখতে হবে না। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে খুবই সহজে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের সিজিপিএ (CGPA) নির্ণয় করার পদ্ধতি বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
অনার্স পয়েন্ট বের করার নিয়ম
আপনাদের সবার আগে NU CGPA Calculate করার জন্য আপনাদের অবশ্যই পয়েন্ট টেবিল এর প্রয়োজন হবে। কেননা আপনারা পয়েন্ট টেবিল না দেখলে আপনাদের অনার্স পয়েন্ট বের করতে পারবেন না। আপনাদের সুবিদার জন্য নিচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম এর পয়েন্ট টেবিল শেয়ার করা হল।
Mark Range | Grade Point (GP) | Letter Grade (LG) | Division |
80-100 | 4.00 | A+ | 1st Class |
75-79 | 3.75 | A | 1st Class |
70-74 | 3.50 | A- | 1st Class |
65-69 | 3.25 | B+ | 1st Class |
60-64 | 3.00 | B | 1st Class |
55-59 | 2.75 | B- | 2nd Class |
50-54 | 2.50 | C+ | 2nd Class |
45-49 | 2.25 | C | 2nd Class |
40-44 | 2.00 | D | 3rd Class |
0-39 | 0.00 | F | – – – |
আপনাদের সবার প্রথমে এই টেবিল এর পয়েন্ট মুখস্ত বা চেক করতে হবে। আপনাদের সুবিধার জন্য নিচে আমার রেজাল্ট এর সিজিপিএ শেয়ার করছি। আপনাদের প্রথমে NU Result Check করতে হবে।
আপনারা চাইলে, আমার মত আপনাদের রেজাল্ট বের করতে পারবেন। উপরের ছবির মত করে। অনার্স রেজাল্ট চেক করার নিয়ম এখানে। আপনারা প্রথমে রেজাল্ট বের করে নিবেন। তারপর, নিচে বিস্তারিত পড়ুন।
জাতীয় বিশ্ববিদ্যালয় এর CGPA গ্রেডিং পদ্ধতি
আপনাদের সাথে এবার সর্বশেষ CGPA গ্রেডিং পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের জন্য সঠিক এবং সহজ নিয়মে CGPA গ্রেডিং পদ্ধতি শেয়ার করব।
আপনাদের প্রতিটা বিষয় বা সাবজেক্ট এর ক্রেডিট হচ্ছে ৪ অথবা 4.
প্রথমে যে কোন বিষয়ে প্রাপ্ত পয়েন্টকে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে শুন দিতে হবে। এভাবে সকল সাবজেক্টের পয়েন্টকে তাদের ক্রেডিট দিয়ে শুন দিয়ে সব গুনফলকে এক সাথে যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত পয়েন্ট। তারপর, সর্বশেষ আপনাকে “এক বছরের মোট অর্জিত পয়েন্ট এর সাথে মোট ক্রেডিট দিয়ে ভাগ করলে। আপনার CGPA গ্রেডিং পাওয়া যাবে। আপনাদের সুবিধার জন্য নিচে বিস্তারিত উদাহরন দেওয়া হল।
আপনারা উপরের রেজাল্ট দেখতে পাচ্ছেন। আপনাদের সহজ ভাবে বুঝানোর জন্য BIRESH BISWAS এর CGPA গ্রেডিং শেয়ার করা হল।
Course Title | লেটার গ্রেড (LG) | Subject Credit | গ্রেড পয়েন্ট (GP) | Credit x GP | মোট ক্রেডিট |
POLITICAL AND CONSTITUTIONAL DEVELOPMENT IN BANGLADESH (1971 TO DATE) | C+ | 4 | 2.50 | 4x2.50 | 10 |
FUNDAMENTALS OF INTERNATIONAL POLITICS | C+ | 4 | 2.50 | 4x2.50 | 10 |
GOVERNMENT AND POLITICS IN SOUTH ASIA: INDIA, PAKISTAN, NEPAL AND SRILANKA | B- | 4 | 2.75 | 4x2.75 | 11 |
APPROACHES TO THE STUDY OF POLITICS | B- | 4 | 2.75 | 4x2.75 | 11 |
INTRODUCTION TO PEACE AND CONFLICT STUDIES | C+ | 4 | 2.50 | 4x2.50 | 10 |
PUBLIC ADMINISTRATION IN BANGLADESH | D | 4 | 2.00 | 4x2.00 | 8 |
RESEARCH METHODOLOGY AND STATISTICS | A | 4 | 3.75 | 4x3.75 | 15 |
POLITICAL SOCIOLOGY | B+ | 4 | 3.25 | 4x3.25 | 13 |
Total Credit= 88 |
উপরের টেবিল এ প্রতিটি সাবজেক্ট এর ক্রেডিট 4 ধরতে হবে। আপনারা BIRESH BISWAS এর উপরের রেজাল্ট সিট দেখলে বুঝতে পারবেন। প্রতিটা সাবজেক্ট এর ক্রেডিট 4 দেওয়া আছে। আমার রেজাল্ট সিট এর মত আপনাদের রেজাল্ট সিট এ ক্রেডিট দেওয়া থাকবে।
Credit x GP বলতে এখানে, 4 এর সাথে গ্রেড পয়েন্ট (GP) গুন করতে হবে। তারপর, গ্রেড পয়েন্ট (GP) এর সাথে 4 গুন করে যা যোগফল হবে। সেটি যোগ করতে হবে। আমার মোট ক্রেডিট হয়েছে (৮৮)।
এবার আপনার কয়টা সাবজেক্ট সেটি দেখতে হবে। আমার যেহেতু মোট ৮ টি সাবজেক্ট রয়েছে। তাই, আমি ৮ টি সাবজেক্ট এর সাথে ক্রেডিট গুন (4x8=32) করব। আপনার যে কয়টি সাবজেক্ট হবে, সেই সংখ্যা দিয়ে 4 দিয়ে গুন করতে হবে।
আমার ক্রেডিটঃ ৩২
অতএব, মোট সিজিপিএ= ৮৮÷৩২= ২.৭৫ (2nd Class)
আপনারা সবাই জানেন, ২.৭৫ সমান (2nd Class) সবাই উপরের টেবিল লক্ষ্য করুন।
ডিগ্রি সিজিপিএ বের করার নিয়ম
আপনাদের সুবিধার জন্য আমরা আরো সহজ পদ্ধতিতে অনার্স এর CGPA গ্রেডিং পদ্ধতি শেয়ার করব। আপনারা যারা উপরের CGPA গ্রেডিং পদ্ধতি বুঝতে পারছেন না। তাদের জন্য নিচের সহজ পদ্ধতি শেয়ার করা হল।
Course Title | লেটার গ্রেড (LG) | গ্রেড পয়েন্ট (GP) |
POLITICAL AND CONSTITUTIONAL DEVELOPMENT IN BANGLADESH (1971 TO DATE) | C+ | 2.50 |
FUNDAMENTALS OF INTERNATIONAL POLITICS | C+ | 2.50 |
GOVERNMENT AND POLITICS IN SOUTH ASIA: INDIA, PAKISTAN, NEPAL AND SRILANKA | B- | 2.75 |
APPROACHES TO THE STUDY OF POLITICS | B- | 2.75 |
INTRODUCTION TO PEACE AND CONFLICT STUDIES | C+ | 2.50 |
PUBLIC ADMINISTRATION IN BANGLADESH | D | 2.00 |
RESEARCH METHODOLOGY AND STATISTICS | A | 3.75 |
POLITICAL SOCIOLOGY | B+ | 3.25 |
মোট গ্রেড পয়েন্ট= 22 |
আমরা গ্রেড পয়েন্ট গুলো একসাথে যোগ (2.50+2.50+2.75+2.75+2.50+2.00+3.75+3.25=22 করেছি। আপনারা প্রথমে গ্রেড পয়েন্ট গুলো যোগ করে নিবেন। তারপর, গ্রেড পয়েন্ট এর সাথে আপনার যে কয়টি সাবজেক্ট রয়েছে, সেটি দিয়ে (22÷8= 2.75) ভাগ করতে হবে।
উদাহরনঃ ২২÷৮= ২.৭৫ (2nd Class)
আপনারা সবাই জানেন, ২.৭৫ সমান (2nd Class) সবাই উপরের টেবিল লক্ষ্য করুন।
আশাকরি, আপনারা সবাই উপরের পদ্ধতির থেকে নিচের পদ্ধতি খুবই সহজে বুজতে পারবেন। আপনারা এই দুইটি পদ্ধতির মাধ্যমে অনার্স ও ডিগ্রির CGPA বের করতে পারবেন।
আমাদের শেষকথাঃ
আপনারা আশাকরি, আমাদের ওয়েবসাইট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ বের করার নিয়ম জানতে পেরেছেন। আমাদের ওয়েবসাইট আপনাদের সব সময় নিভূর্ল প্রশ্নের সহজ ভাবে উত্তর দিয়ে থাকে। আজকের আর্টিকেলটি যদি ভালো লাগে। তাহলে, আপনার প্রিয় বন্ধু-বান্ধব ও বান্ধবিদের সাথে শেয়ার করুন।
আর! হ্যাঁ। কোন কিছু বুঝতে যদি অসুবিধে হয়। তাহলে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ