পৌরনীতি ও সুশাসন ২য় পত্র – ১ম অধ্যায় MCQ

আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন

পৌরনীতি ও সুশাসন ২য় পত্র
১ম অধ্যায়: ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছ। আজ আমরা তোমাদের সাথে এইচএসসি পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর শেয়ার করব। আমরা তোমাদের জন্য বোর্ড বইয়ের লাইন বাই লাইন ধরে ধরে, বহুনির্বাচনি প্রশ্ন তৈরি করেছি। আশাকরি, তোমাদের এই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন গুলোর অনুশীলন করা আরো সহজ হবে।

পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ১ম অধ্যায় mcq

১. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে কত সালে?

ক. ১৫৯৮
খ. ১৬৯৮
গ. ১৭৫৭
ঘ. ১৭৯৮

উত্তরঃ খ. ১৬৯৮

২. রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয়?

ক. ১৭৬৯ সালে
খ. ১৭৭৩ সালে
গ. ১৭৬৩ সালে
ঘ. ১৭৭৬ সালে

উত্তরঃ খ. ১৭৭৩ সালে।

৩. রবার্ট ক্লাইন্ড কখন বাংলার দেওয়ানি লাভ করে?

ক. ১৭৫৭
খ. ১৭৬৫
গ. ১৮৫৭
ঘ. ১৮৯০

উত্তরঃ খ. ১৭৬৫

৪. ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রথম ভারতবর্ষে আগমন করে?

ক. ১৬০০ সালে
খ. ১৬০১ সালে
গ. ১৭৫৭ সালে
ঘ. ১৮৫৭ সালে

উত্তরঃ ক. ১৬০০ সালে।

৫. সিরাজউদ্দৌলা কত সালে বাংলার নবাব হন?

ক. ১৭৫২ সালে
খ. ১৭৫৪ সালে
গ. ১৭৫৬ সালে
ঘ. ১৭৫৭ সালে

উত্তরঃ গ. ১৭৫৬ সালে।

৬. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে?

ক. ১৭৫৭ সালে
খ. ১৮৫৭ সালে
গ. ১৯০৫ সালে
ঘ. ১৯৪৭ সালে

উত্তরঃ ক. ১৭৫৭ সালে।

৭. কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করা হয়?

ক. ১৭৫৭
খ. ১৭৬৫
গ. ১৭৮৫
ঘ. ১৭৯৩

উত্তরঃ ঘ. ১৭৯৩ সালে।

৮. ‘Divide and Rule’ নীতি কোন শাসকদের নীতিকে নির্দেশ করে?

ক. পর্তুগীজ শাসক
খ. ডাচ শাসক
গ. ফরাসি শাসক
ঘ. ইংরেজ শাসক

উত্তরঃ ঘ. ইংরেজ শাসক।

৯. পলাশীর প্রান্তরে নবাবের সৈন্য সংখ্যা কত হাজার ছিল?

ক. ৪০
খ. ৩০
গ. ২৫
ঘ. ৫০

উত্তরঃ ঘ. ৫০

১০. কোন আইন দ্বারা ভারতবর্ষে সরাসরি ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়?

ক. রেগুলেটিং অ্যাক্ট-১৭৭৩
খ. চিরস্থায়ী বন্দোবস্ত-১৭৯৩
গ. বেঙ্গল প্যাক্ট-১৯২৩
ঘ. ভারত শাসন আইন-১৮৫৮

উত্তরঃ ঘ. ভারত শাসন আইন-১৮৫৮

১১. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা-বিহার- উড়িষ্যার ‘দেওয়ানি সনদ’ লাভ করে কত সালে?

ক. ১৬৫৫
খ. ১৭৫৫
গ. ১৬৬৫
ঘ. ১৭৬৫

উত্তরঃ ঘ. ১৭৬৫

১২. ১৮৬১ সালের কাউন্সিল আইনের মাধ্যমে ভারতে সর্বপ্রথম গঠিত হয়?

ক. আইনসভা
খ. সংবিধান
গ. বঙ্গীয় আইনসভা
ঘ. সর্বভারতীয় ঐক্যজোট

উত্তরঃ গ. বঙ্গীয় আইনসভা।

১৩. ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইনের মাধ্যমে ভারতে কোন ব্যবস্থার জন্ম হয়?

ক. প্রগতিশীল
খ. প্রতিনিধিত্বশীল
গ. শাসনতান্ত্রিক
ঘ. স্বাধীনতাকামী

উত্তরঃ খ. প্রতিনিধিত্বশীল।

১৪. ১৮৯২ সালের আইনানুযায়ী কে কোনো কারণ না দেখিয়েই যেকোনো প্রশ্ন নাকচ করতে পারতো?

ক. আইন পরিষদের সদস্যগণ
খ. আইন পরিষদের গভর্নর জেনারেল
গ. আইন পরিষদের সভাপতি
ঘ. অতিরিক্ত বেসরকারি সদস্যগণ

উত্তরঃ আইন পরিষদের সভাপতি।

১৫. কোন আইনকে ভারতে প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা গঠনের প্রাথমিক ধাপ বলা হয়?

ক. ১৮৯২ সালের পরিষদ আইনকে
খ. ১৮৬১ সালের পরিষদ আইনকে
গ. ১৯৮৮ সালের পরিষদ আইনকে
ঘ. ১৮৯৩ সালের পরিষদ আইনকে

উত্তরঃ ক. ১৮৯২ সালের পরিষদ আইনকে।

১৬. ১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইনানুযায়ী কেন্দ্রীয় আইন পরিষদের সদস্যগণ সরকারের কোন বিষয়ে আলোচনার সুযোগ পেত?

ক. অর্থনৈতিক বিষয়ে
খ. রাজনৈতিক বিষয়ে
গ. জনস্বার্থ বিষয়ে
ঘ. প্রশাসনিক বিষয়ে

উত্তরঃ অর্থনৈতিক বিষয়ে।

১৭. আনুষ্ঠানিকভাবে কিসের মধ্য দিয়ে ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ ঘটে?

ক. ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইনের মাধ্যমে
খ. ১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইনের মাধ্যমে
গ. ১৮৮৫ সালের ভারতীয় জাতীয় কংগ্রেস
ঘ. ১৯০৬ সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠার মাধ্যমে

উত্তরঃ গ. ১৮৮৫ সালের ভারতীয় জাতীয় কংগ্রেস।

১৮.  প্রতিষ্ঠালগ্নের আদর্শ থেকে বিচ্যুত হয়ে, কংগ্রেস কোন দিকে ধাবিত হয়?

ক. স্বাধীনতা অর্জনে
খ. স্বাধিকার আকাঙ্ক্ষায়
গ. হিন্দু জাতীয়তাবাদে
ঘ. মুসলিম জাতীয়তাবাদে

উত্তরঃ গ. হিন্দু জাতীয়তাবাদে।

১৯. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে?

ক. অ্যালান অক্টাভিয়ান হিউম
খ. মহাত্মা গান্ধী
গ. লর্ড ডাফরিন
ঘ. জজওহর লাল নেহেরু

উত্তরঃ ক. অ্যালান অক্টাভিয়ান হিউম।

২০. বঙ্গভঙ্গের পেছনে ব্রিটিশরা বৃহত্তর পরিসরে তাদের সরকার ব্যবস্থার কোন দিকটি বিবেচনা করেছিল?

ক. পররাষ্ট্র সংক্রান্ত
খ. শাসন সংক্রান্ত
গ. অর্থনীতি সংক্রান্ত
ঘ. সাম্রাজ্য প্রসারণ সংক্রান্ত

উত্তরঃ খ. শাসন সংক্রান্ত।

২১. ব্রিটিশ ভারতের কোন আন্দোলন শেষ পর্যন্ত ইংরেজ ও মুসলমান বিরোধী আন্দোলনে রূপ লাভ করে?

ক. বিলেতি দ্রব্য বর্জন আন্দোলন
খ. স্বদেশি আন্দোলন
গ. রামমন্দির প্রতিষ্ঠা আন্দোলন
ঘ. বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন

উত্তরঃ ঘ. বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন।

২২. নব গঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম গভর্নর কে?

ক. জব চার্নক
খ. স্যার বামফিল্ড ফুলার
গ. লর্ড কর্নওয়ালিশ
ঘ. এন্ড্রু ফ্রেজার

উত্তরঃ খ. স্যার বামফিল্ড ফুলার।

২৩. বঙ্গভঙ্গের পর লর্ড কার্জন ঢাকাকে কী হিসেবে চিহ্নিত করেন?

ক. শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দু
খ. পর্যটন নগরী
গ. উদীয়মান রাজধানী
ঘ. পরিচ্ছন্ন নগরী

উত্তরঃ ক. শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দু।

২৪. ১৯০৫ সালে বঙ্গ প্রদেশকে কে ভাগ করেন?

ক. লর্ড কার্জন
খ. লর্ড ক্লাইভ
গ. লর্ড চেমসফোর্ড
ঘ. লর্ড কর্নওয়ালিস

উত্তরঃ ক. লর্ড কার্জন।

২৫. কলকাতার বুদ্ধিজীবী, ব্যবসায়ী ও রাজনীতিকগণের নিকট বঙ্গভঙ্গের ফলে কোন আশঙ্কাটি গভীর হয়ে উঠেছিল?

ক. পূর্ব বাংলার স্বায়ত্তশাসন
খ. পূর্ব বাংলার উন্নয়ন
গ. কলকাতার প্রভাব হ্রাস
ঘ. ইংরেজদের সাথে বিচ্ছিন্নতা

উত্তরঃ গ. কলকাতার প্রভাব হ্রাস।

২৬. ‘নিখিল ভারত মুসলিম লীগ’-এর জন্ম হয় কত সালে?

ক. ১৯০৬ সালে
খ. ১৯১১ সালে
গ. ১৯০১ সালে
ঘ. ১৮৮৫ সালে

উত্তরঃ ক. ১৯০৬ সালে।

২৭. ভারতীয় মুসলমানরা একটি স্বতন্ত্র রাজনৈতিক দল গঠনে উদ্বুদ্ধ হয় কেন?

ক. মুসলমানরা সংঘবদ্ধ হওয়ার জন্য
খ. হৃত গৌরব ফিরে পাওয়ার জন্য
গ. মুসলমানদের অধিকার আদায়ের জন্য
ঘ. পৃথক জাতিসত্তা প্রকাশের জন্য

উত্তরঃ গ. মুসলমানদের অধিকার আদায়ের জন্য।

২৮. মুসলিম লীগ গঠনের প্রভাবকারী কে ছিলেন?

ক. নবাব স্যার সলিমুল্লাহ্
খ. ফিরোজ শাহ্ মেহতা
গ. নবাব ভিখারুল মূলক
ঘ. মাওলানা আবুল কালাম আজাদ

উত্তরঃ ক. নবাব স্যার সলিমুল্লাহ্।

২৯. স্যার সৈয়দ আহমদ খান কেন মুসলমানদের আলাদা রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের কথা বলেছিলেন?

ক. মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য
খ.  হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য
গ. মুসলমানদের পৃথক করার জন্য
ঘ. ব্রিটিশ সরকারের প্রতি বিরূপ মনোভাবের জন্য

উত্তরঃ ক. মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য।

৩০. মর্লে-মিন্টো সংস্কার আইনের মাধ্যমে ভারতীয়দের কাছ থেকে কোনটি আদায়ে ব্রিটিশরা ব্যর্থ হয়?

ক. সহযোগিতা
খ. সমর্থন
গ. সন্তুষ্টি
ঘ. আনুগত্য

উত্তরঃ গ. সন্তুষ্টি।

৩১. মর্লে-মিন্টো সংস্কার আইনের অন্যতম বৈশিষ্ট্য কি?

ক. ইংরেজদের স্বতন্ত্র নির্বাচন
খ. হিন্দুদের স্বতন্ত্র নির্বাচন
গ. মুসলমানদের স্বতন্ত্র নির্বাচন
ঘ. সংখ্যালঘুদের নির্বাচন

উত্তরঃ গ. মুসলমানদের স্বতন্ত্র নির্বাচন।

৩২. মর্লে-মিন্টো সংস্কার আইন কত সালে পাস হয়?

ক. ১৮৮৫ সালে
খ. ১৯০৯ সালে
গ. ১৯১৯ সালে
ঘ. ১৯৩৫ সালে

উত্তরঃ খ. ১৯০৯ সালে।

৩৩. মর্লে-মিস্টো সংস্কার আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা কতজন করা হয়?

ক. ৬০ জন
খ. ৬৫ জন
গ. ৬৯ জন
ঘ. ৭২ জন

উত্তরঃ গ. ৬৯ জন।

৩৪. লক্ষ্ণৌ চুক্তি কত সালে সম্পাদিত হয়?

ক. ১৯১৬
খ. ১৯১৯
গ. ১৯২৩
ঘ. ১৯২০

উত্তরঃ ক. ১৯১৬

৩৫. ভারতবাসীর নিকট ক্ষমতা হস্তান্তরের দায়-দায়িত্ব কার ওপর অর্পণ করা হয়?

ক. গভর্নর জেনারেল
খ. ব্রিটিশ পার্লামেন্ট
গ. ভারত সচিব
ঘ. ভারতীয় পার্লামেন্ট

উত্তরঃ খ. ব্রিটিশ পার্লামেন্ট।

৩৬. মর্লে-মিন্টো সংস্কার আইন ১৯০৯ সালের কত তারিখে রাজকীয় সম্মতি লাভ করে?

ক. ২৫ মে
খ. ৩০ মে
গ. ২৫ জুন
ঘ. ৩০ জুন

উত্তরঃ ক. ২৫ মে।

৩৭. মর্লে-মিন্টো সংস্কার আইন প্রণয়নের সময় জন মর্লের পদবি কী ছিল?

ক. ভাইসরয়
খ. গভর্নর জেনারেল
গ. ভারত সচিব
ঘ. বড়লাট

উত্তরঃ গ. ভারত সচিব।

৩৮. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন কত সালে পাস হয়?

ক. ১৭৭৩ সালে
খ. ১৭৮৪ সালে
গ. ১৯০৯ সালে
ঘ. ১৯১৯ সালে

উত্তরঃ ঘ. ১৯১৯ সালে।

৩৯. কোন আইন দ্বারা ব্রিটিশ ভারতীয় প্রদশেগুলোতে ‘দ্বৈত শাসন’ ব্যবস্থা প্রবর্তন করা হয়?

ক. ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইন
খ. ১৯০৯ সালের মূর্লি মিন্টো সংস্কার আইন
গ. ১৯১৯ সালের ভারত শাসন আইন
ঘ. ১৯৩৫ সালের ভারত শাসন আইন

উত্তরঃ গ. ১৯১৯ সালের ভারত শাসন আইন।

৪০. ১৯১৯ সালে প্রবর্তিত নতুন শাসন ব্যবস্থা ছিল-

ক. প্রধানমন্ত্রীর শাসন
খ. দ্বৈতশাসন
গ. গর্ভনরের শাসন
ঘ. রাষ্ট্রপতির শাসন

উত্তরঃ খ. দ্বৈতশাসন।

৪১. কোন আইনের ফলে জমিদাররা তাদের জমিদারি হারাত?

ক. ভূমিম্বত্ব আইন
খ. সূর্যান্ত আইন
গ. ভূমি সংস্কার আইন
ঘ. ভারত শাসন আইন

উত্তরঃ খ. সূর্যান্ত আইন।

৪২. ১৯১৯ সালের ভারত শাসন আইন রাজকীয় সম্মতি লাভ করে কখন?

ক. ২৩ ডিসেম্বর
খ. ২৩ নভেম্বর
গ. ২২ ডিসেম্বর
ঘ. ২২ নভেম্বর

উত্তরঃ ক. ২৩ ডিসেম্বর।

৪৩. ১৯১৯ সালের ভারত শাসন আইনের দ্বারা প্রবর্তিত ‘কাউন্সিল অব ইন্ডিয়া’র সদস্য সংখ্যা কত ছিল?

ক. ১০
খ. ১২
গ. ১৪
ঘ. ১৬

উত্তরঃ খ. ১২

৪৪. কত সালের আইনের মাধ্যমে বার্মাকে ভারত থেকে পৃথক করা হয়?

ক. ১৯০৯
খ. ১৯১৯
গ. ১৯৩৫
ঘ. ১৯৪৭

উত্তরঃ গ. ১৯৩৫

৪৫. ‘নিখিল ভারত মুসলিম লীগ’-এর জন্ম হয় কত সালে?

ক. ১৮৮৫ সালে
খ. ১৯০১ সালে
গ. ১৯০৬ সালে
ঘ. ১৯১১ সালে

উত্তরঃ গ. ১৯০৬ সালে।

৪৬. ব্রিটিশ সরকার কত সালে “ভারত স্বাধীনতা আইন” পাস করে?

ক. ১৯১৯
খ. ১৯৩৫
গ. ১৯৪৬
ঘ. ১৯৪৭

উত্তরঃ খ. ১৯৩৫

৪৭. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্য কী ছিল?

ক. ভারতের স্বায়ত্তশাসন
খ. ব্রিটিশ রাজত্ব দীর্ঘায়িত করা
গ. ভারতীয়দের রাজনীতিমুখী করা
ঘ. প্রাদেশিক আইন পরিষদ গঠন

উত্তরঃ ঘ. প্রাদেশিক আইন পরিষদ গঠন।

৪৮. লাহোর প্রস্তাবের পর থেকে ‘ক’ সম্প্রদায় নিজস্ব রাষ্ট্রের স্বপ্ন দেখতে থাকে। উত্ত সম্প্রদায় নিচের কোনটিকে সমর্থন করে?

ক. হিন্দু
খ. শিখ
গ. মুসলিম
ঘ. বৌদ্ধ

উত্তরঃ গ. মুসলিম।

৪৯. ভারতীয় মুসলিম জনগোষ্ঠী কীসের ভিত্তিতে ঐক্যবন্ধ হয়?

ক. সশস্ত্র বিদ্রোহের জন্য
খ. নির্বাচনের জন্য
গ. লাহোর প্রস্তাবের ভিত্তিতে
ঘ. আইন পাসের ভিত্তিতে

উত্তরঃ গ. লাহোর প্রস্তাবের ভিত্তিতে।

৫০. মুসলিম লীগ কত সালে মন্ত্রিমিশন পরিকল্পনা বর্জন করে?

ক. ১৯৪২ সালে
খ. ১৯৪৪ সালে
গ. ১৯৪৫ সালে
ঘ. ১৯৪৬ সালে

উত্তরঃ

৫১. মোহম্মদ আলী জিন্নাহর ‘নাজাত দিবস’ ঘোষণার কারণ কী?

ক. ভারতের স্বাধীনতা লাভ
খ. পাকিস্তানের স্বাধীনতা লাভ
গ. কংগ্রেসের পদত্যাগ
ঘ. ব্রিটিশদের ভারতবর্ষ ত্যাগ

উত্তরঃ গ. কংগ্রেসের পদত্যাগ।

৫২. ১৯৪৬ সালে ভারতে আগত ব্রিটিশ মন্ত্রীগণের উদ্দেশ্য ব্যর্থ হওয়ার ফলাফল কোনটি?

ক. তিন ভাগে প্রাদেশিক বিভক্তি
খ. স্বায়ত্তশাসন দান
গ. ভারত ত্যাগ
ঘ. ব্রিটিশ শাসনকে পাকাপোক্ত করা

উত্তরঃ ক. তিন ভাগে প্রাদেশিক বিভক্তি।

৫৩. ১৯৪৬ সালের নির্বাচনের পর কার নেতৃত্বে বাংলার মন্ত্রিসভা গঠিত হয়।

ক. শেরে বাংলা এ. কে. ফজলুর হক
খ. হোসেন শহীদ সোহরাওয়াদী
গ. আবুল হাশেম
ঘ. চিত্তরঞ্জন

উত্তরঃ খ. হোসেন শহীদ সোহরাওয়াদী।

৫৪. ক্লিপস্ মিশন ব্যর্থতায় পর্যবসিত হয় কেন?

ক. কংগ্রেস প্রতাখ্যান করায়
খ. মুসলিম লীগ গ্রহণ করায়
গ. ব্রিটিশরা প্রত্যাখ্যান করায়
ঘ. রানির অনুমোদন না পাওয়ায়

উত্তরঃ ক. কংগ্রেস প্রতাখ্যান করায়।

৫৫. মন্ত্রিমিশন পরিকল্পনা পেশ করা হয় কত সালে?

ক. ১৯৪৪ সালে
খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৯৪৮ সালে

উত্তরঃ খ. ১৯৪৬ সালে।

৫৬. ভারত সচিব পদ বিলুপ্তি হয় কত সালে?

ক. ১৯৪৬ সালে
খ. ১৯৫৪ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৯৪৮ সালে

উত্তরঃ গ. ১৯৪৭ সালে।

৫৭. ৩ জুন পরিকল্পনা কি?

ক. ভারত বিভক্ত করা
খ. ভারত স্বাধীন করা
গ. বাংলা প্রদেশ বিভক্ত করা
ঘ. পাঞ্জাব প্রদেশ বিভক্ত করা

উত্তরঃ ক. ভারত বিভক্ত করা।

আমাদের শেষকথাঃ

আশাকরি, তোমরা আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ১ম অধ্যায় mcq সম্পূর্কে বিস্তারিত পড়তে পেরেছেন। তোমাদের যদি, মনে হয়? আমাদের প্রতিবেদনে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ভূল রয়েছে। তাহলে, আপনারা আমাদের কমেন্ট বক্সে সঠিক উত্তরটি কমেন্ট করুন। আমরা আপনার সঠিক উত্তরটি ২৪ ঘন্টার ভিতরে আপডেট করে দিব।

আর! হ্যাঁ। আজকের প্রতিবেদন বা পোস্টটি ভালো লাগলে। আপনারা আপনাদের প্রিয় বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। ধন্যবাদ

আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন

Leave a Comment