অনার্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনার্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা। আশারাখি, আপনাদের আর! কষ্ট করে অন্য কোন ওয়েবসাইটে বইয়ের লিস্ট খুঁজতে যেতে হবে না। আপনারা যারা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে চাচ্ছেন। আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যারা, পড়াশুনা করতে চাচ্ছেন?

আপনাদের সবার একটি নিদৃষ্ট বিষয়ের বই গুলো পড়তে হবে। অনার্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মোট ৫টি মেজর সাবজেক্ট বা বিষয় রয়েছে। এই ৫টি বিষয় বাধ্যতামূলক আপনাদের পড়তে হবে। এছাড়া, এর বাইরে আরো ৩টি ননমেজর সাবজেক্ট রয়েছে। এই ৩টি নন মেজর সাবজেক্ট থেকে, আপনাদের যে কোন একটি সাবজেক্ট বা বিষয় নিতে হবে। তাহলে, আপনাদের অনার্স ১ম বর্ষের সর্বমোট ৬টি সাজেক্ট পড়তে হবে।

অনার্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

আপনাদের সুবিধার জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা গুলো শেয়ার করব। যাতে করে, আপনারা আপনাদের বইগুলোর নাম ও বিষয়কোড গুলো জানতে পারবেন। অনেক সময় আপনারা অনার্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞানের বই গুলো ক্রয় করতে চান। তবে, সঠিক বইগুলো না জানার জন্য বই গুলো ক্রয় করতে পারেন না। তাই, আমরা নিচে বই গুলোর নামসহ বিষয়কোড গুলো শেয়ার করেছি।

মেজর বিষয়/সাবজেক্ট

বিষয়ের নামবিষয় কোড
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস২১১৫০১
রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন২১১৯০১
পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা২১১৯০৩
প্রধান বৈদেশিক সরকারসমূহ: যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স২১১৯০৫
লোকপ্রশাসন পরিচিতি২১১৯০৭

নোটঃ মেজর বিষয় বলতে বোঝায়, যে সাবজেক্ট গুলো পরিবর্তন করতে পারেন না। আপনাকে এই ৫টি সাবজেক্ট বাধ্যতামূলক পড়তে হবে।

নন মেজর বিষয়/সাবজেক্ট

বিষয়ের নামবিষয় কোড
সমাজবিজ্ঞান পরিচিত২১২০০৯
সমাজকর্ম পরিচিতি২১২১১১
অর্থনীতি মৌলনীতি২১২১১১

নোটঃ নন মেজর বিষয় বলতে বোঝায়, যে সাবজেক্ট গুলো পরিবর্তন করতে পারবেন নাআপনাকে এই ৩টি সাবজেক্ট থেকে যে কোন ১টি সাবজেক্টে পড়তে হবে।

আমাদের শেষকথাঃ

শিক্ষার্থীরা,  উপরে আমরা অনার্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা ও বই গুলোর বিষয় কোড শেয়ার করেছি। আশাকরি, আপনারা আমাদের আজকের প্রতিবেদন থেকে উপকৃত হয়েছেন। আপনি যদি, উপকৃত হন। তাহলে, আপনার প্রিয় বন্ধু-বান্ধবীদের সাথে, আমাদের আজকের আর্টিকেলটি শেয়ার করুন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top