অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা

হ্যালো, প্রিয় ছাত্রছাত্রীরা। কেমন আছেন সবাই। আশাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা শেয়ার করব। কারণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ব্যবস্থাপনা বিভাগের প্রতি বর্ষে আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে পড়াশুনা করতে হয়।

আপনারা যারা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগে পড়তে চাচ্ছেন। আপনাদের মোট ৬টি সাবজেক্ট এ পড়তে হবে। আপনাদের সুবিধার জন্য ব্যবস্থাপনা বিভাগের ৬টি সাবজেক্ট এর নাম ও বিষয়কোড গুলো শেয়ার করা হল।

আরো জানুনঃ অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের যে ৬টি সাবজেক্ট রয়েছে। এই গুলোর ভিতরে আপনাকে “বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস” সাবজেক্ট বাধ্যতামূলক নিতে হবে। এই সাবজেক্ট অনার্স ১ম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীদের পড়তে হবে। যাই হোক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের সকল সাবজেক্ট তালিকা সহ বিষয় কোড শেয়ার করা হল।

মেজর সাবজেক্ট তালিকা

বইয়ের নামবিষয়/সাবজেক্ট কোড
History of the Emergence of Independent Bangladesh – স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস২১১৫০১
Introduction to Business – ব্যবসায় পরিচিতি২১২৬০১
Principles of Management – ব্যবস্থাপনা নীতিমালা২১২৬০৩
Principles of Accounting – হিসাববিজ্ঞান নীতিমালা২১২৬০৫
Principles of Marketing – বাজারজাতকরণ নীতিমালা২১২৬০৭
Micro-Economics – ব্যষ্টিক অর্থনীতি২১২৬০৯

নোটঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগে কোন নন মেজর সাবজেক্ট নেই। আপনাদের বিভাগের সকল সাবজেক্ট গুলো মেজর সাবজেক্ট। যদি, নন মেজর সাবজেক্ট থাকত। তাহলে, আপনারা সাবজেক্ট পরিবর্তন করতে পারতেন।

আমাদের শেষকথাঃ

আশাকরি, আপনারা খুবই সহজে অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের সাবজেক্ট তালিকার বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। আমাদের আজকের প্রতিবেদনটি ভালো লাগলে। আপনাদের ব্যবস্থাপনা বিভাগের বন্ধু-বান্ধবের সাথে, আমাদের আজকের পোস্টটি শেয়ার করুন। তাহলে, আপনার বন্ধু ও বই গুলোর তালিকা ও বিষয়কোড সম্পূর্কে জানতে পারবে। আর! হ্যাঁ। কোন কিছু বোঝতে অসুবিধে হলে, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভূলবেন না। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top