জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ৩য় অধ্যায় প্রশ্ন ও উত্তর

Telegram Group Join Now

জীবন ও জীবিকা ৭ম শ্রেণি আগামীর স্বপ্ন: আমাদের প্রত্যেকের আগামী দিনের কিছু সপ্ন থাকে। বর্তমান সময় ডিজিটাল প্রযুক্তির যুগ। এছাড়া, এই যুগে বিভিন্ন পেশা দিন দিন বিলপ্ত হয়ে যাচ্ছে। আগে যুগে মানুষ যে কাজ হাতে করত। এই সময়ে সেই কাজ মেশিনের দ্বারা কাজ করছে। আগামীতে কোন কৃষি কাজে আর মানুষ দ্বারা ফসল চাষ করার প্রয়োজন হবে না।

বর্তমান ডিজিটাল যুগে মানুষ নিত্য নতুন জিনিসের আবিষ্কার করছে। যেমন: মেশিন, গাড়ি, টেলিফোন, ধান কাটা মেশিন ও কম্পিউটার ইত্যাদি তৈরি হচ্ছে। আর! এভাবে আমাদের দিন দিন পেশার পরিবর্তন হচ্ছে। পাখির মতো ডানা মেলে নীল আকাশে উড়ব একপলকে বিশ্বটাকে মুঠোয় বন্দী করব। সেদিন আর বেশি দূরে নয়! এলিয়েনের মতো আরও অনেক ভিনগ্রহবাসীদের ভাষার অনুবাদ করে নতুন বিশ্বে পা রেখে কর্তৃত্ব ফলানোর দিন বোধ হয় এসেই গেল! কল্পবিলাসী মনের অনেক স্বপ্নই আজ বাস্তব। তাই চলো, আরও অনেক অনেক স্বপ্ন দেখি এবং নতুন বিশ্বে ভ্রমণ করার জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করি। আমরা জীবন ও জীবিকা ৭ম শ্রেণির ৩য় অধ্যায়ে আগামীর স্বপ্ন বিষয়ে বিস্তারিত জানতে পারব।


জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ৩য় অধ্যায় কুইজ প্রশ্ন

১. পাখির মতো ডানা মেলে কোথায় উড়ব?
উত্তরঃ নীল আকাশে।

২. একপলকে কি মুঠোয় বন্দী করব?
উত্তরঃ বিশ্বটাকে।

৩. ১৯৫৩ সালে প্রকাশিত উপন্যাসের নাম কি?
উত্তরঃ ‘ফারেনহাইট ৪৫১’।

৪. বাংলাদেশে কত শতাব্দীতে ভিস্তিওয়ালা পেশা প্রচলিত ছিল?
উত্তরঃ উনবিংশ।

৫.অনলাইনে তথ্য চুরি প্রতিহত করে কে বা কারা?
উত্তরঃ সাইবার সিকিউরিটি।


জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ৩য় অধ্যায় শুন্যস্থান পূরন

১. পাখির মতো ডানা মেলে _____ উড়ব।
উত্তর: নীল আকাশে।

২. _____ মনের অনেক স্বপ্নই আজ বাস্তব।
উত্তর: কল্পবিলাসী।

৩. ‘ফারেনহাইট ৪৫১’ উপন্যাস _____ সালে প্রকাশিত হয়।
উত্তর: ১৯৫৩ সালে।

৪. পৃথিবীতে যুগে যুগে মানুষের পেশা _____ জন্য বদলায়।
উত্তর: প্রযুক্তির।

৫. বাংলাদেশে _____ শতাব্দীতে ভিস্তিওয়ালা পেশা প্রচলিত ছিল।
উত্তর: উনবিংশ।

৬. ‘মশক’ _____ ।
উত্তর: পানি বহন করা পাত্র  ।

৭. ‘মশক’ _____ দিয়ে তৈরি হয়।
উত্তর: পশুর চামড়া।

৮. মানব ফেরিওয়ালার জায়গা দখল করে নেবে _____।
উত্তর: রোবট ফেরিওয়ালা।

৯. কোচোয়ান _____।
উত্তর: ঘোড়ার গাড়ি চালানো পেশা।

১০. রোবট _____ তৈরি করেন।
উত্তর: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।


জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ৩য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন ১। ‘ফারেনহাইট ৪৫১’ কি?
উত্তর: ‘ফারেনহাইট ৪৫১’ হল একটি উপন্যাস।

প্রশ্ন ২। মানুষ কানে ঝিনুকের মত যন্ত্রটির নাম কি?
উত্তর: ইয়ারবাড।

প্রশ্ন ৩। ইয়ারবাড কিসের মাধ্যমে কাজ করে?
উত্তর: ব্লুতুথ এর মাধ্যমে কাজ করে।

প্রশ্ন ৪। ভিস্তিওয়ালা কি?
উত্তর: ভিস্তিওয়ালা হল – এক ধরনের পেশা।

প্রশ্ন ৫। বর্তমান সময়ে ভিস্তিওয়ালা পেশাটা কি রয়েছে?
উত্তর: না। বর্তমান সময়ে ভিস্তিওয়ালা পেশাটা আর নেই।

প্রশ্ন ৬। কোচোয়ান কি?
উত্তর: কোচোয়ান প্রচলিত একটি পেশা। যারা ঘোড়ার গাড়ি চালাতো তাদের কে কোচোয়ান বলা হত।

প্রশ্ন ৭। পাঠ্যবইয়ে কি বিশেষ প্রযুক্তির নাম উল্লেখ আছে?
উত্তর: ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

প্রশ্ন ৮। রোবট তৈরি করে কে বা কারা?
উত্তর: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সবিশেষজ্ঞরা।

প্রশ্ন ৯। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি?
উত্তর: বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হল – বন্যায় নদীভাঙ্গন।

প্রশ্ন ১০। বর্তমান সময়ে নতুন প্রযুক্তির পেশার নাম কি?
উত্তর: ফ্রিল্যান্সিং।

আজকে আমরা জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ৩য় অধ্যায় আগামীর স্বপ্ন নিয়ে বিস্তারিত জানতে পেরেছি।

Telegram Group Join Now

Leave a Comment

error: Content is Protected! 😋